বছরের শুরু থেকেই বাড়ছে তাপমাত্রা ফলে বেলা বাড়তেই বাড়ছে অস্বস্তি। শীতপ্রেমীদের একটাই প্রশ্ন শীতের দেখা কি তবে এখানেই শেষ! এই মরশুমে দেরীতে শীতের দেখা মিললেও বছরের শেষ কটা দিনে মুখে হাসি ফুটিয়েছে শীতপ্রেমীদের‌। কলকাতার তাপমাত্রা নেমেছিল ১১-এর কাছে।
তবে নতুন বছরে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী।মঙ্গলবারের তাপমাত্রা ছিল ১৫°সেলসিয়াস স্বাভাবিকের থেকে ২° বেশি।সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১° স্বাভাবিকের থেকে ১° বেশি। যা রবিবার ছিল ১৩.১°। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ২° বেশি ছিল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে আরও চড়বে পারদ, তাপমাত্রা পৌঁছাবে ১৫-১৬ ডিগ্রিতে।

unnamed 1

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরের হাওয়া। পূবালী হাওয়ার সঙ্গে ঝঞ্ঝার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে। পাঞ্জাব জম্বু- কাশ্মীর সহ উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগঢ়ে। ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে ওড়িশা।

1 COMMENT

  1. […] জানিয়েছেন যে এই করোনা পরিস্থিতিতে বইমেলা করা সম্ভবপর না। এমনটাই সিদ্ধান্ত […]