নিজস্ব সংবাদদাতা: যে কোনো বিষয়ে যেচে মন্তব্য করতে তাঁর জুড়ি মেলা ভার! বলিউডে হোক বা দেশের রাজনৈতিক মঞ্চ, প্রতিটি জায়গাতেই তিনি বেলাগাম মন্তব্য করে একাধিকবার সমালোচিত হয়েছেন। ঠোঁটকাটা হওয়ায়, তাঁর শত্রুর সংখ্যাও নেহাত কম নয়। তবে সমালোচনাকে বরাবরই বুড়ো আঙুল দেখিয়েছেন তিনি। ঠাট্টা বিদ্রুপ, এমনকি রাজনৈতিক হুমকিও দমিয়ে রাখতে পারেনি বলিউডের ‘ক্যুইন’কে। কিন্তু কঙ্গনা রানাওয়াতের এই ‘কুছ পরোয়া নেহি’ মনোভাবে দমে যাওয়ার পাত্র নন নেটিজেনরাও। আর তাই সোশ্যাল মিডিয়ায় ফের একবার ব্যাপক ট্রোলের শিকার হলেন সদ্য জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

করোনা আবহ হোক বা লকডাউন, একাধিকবার একাধিক ইস্যুতে বারবার অযাচিত ভাবেই নেট মাধ্যমে মুখ খুলেছেন কঙ্গনা। কিন্তু অতিমারী পরিস্থিতিতে তিনি নিজে করোনা বিধি মেনে চলছেন না একেবারেই। এদিন বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগকেই হাতিয়ার করে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। বেশ কড়া ভাবেই কঙ্গনা রানাওয়াতের সমালোচনা করেছেন তাঁরা। এমনকি কেউ কেউ বলে উঠেছেন, “আপনি সবাইকে অহেতুক লেকচার দিয়ে বেড়ান। তার আগে গিয়ে নিজে মাস্ক পড়ে আসুন।”

ঠিক কী ঘটেছিল? জানা গেছে, সোমবার মুম্বইয়ের এক ডাবিং স্টুডিওতে যাওয়ার সময় গাড়ি থেকে নেমে ক্যামেরার মুখোমুখি হন কঙ্গনা রানাওয়াত। পাপারাৎজিদের দেখে ছবি তোলার জন্য গাড়ির বাইরে খানিকক্ষণ দাঁড়িয়েও ছিলেন তিনি। কিন্তু গোটা সময়টা জুড়ে তাঁর মুখে কোনও মাস্ক ছিল না। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ছবিতে দেখা গেছে তাঁর দেহরক্ষীকেও। তিনি মাস্ক পড়লেও অভিনেত্রী তা পড়ার দরকার মনে করেননি। আর তাতেই বেজায় চটেছেন নেটাগরিকরা।

বস্তুত, দেশ জুড়ে এই মুহূর্তে করোনা পরিস্থিতি ক্রমাগত উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে। বিশেষত মহারাষ্ট্রে, করোনা সংক্রমণের হার এতটাই বেড়ে গিয়েছে যে সেখানে ফের কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। নাইট কার্ফুর পাশাপাশি জারি করা হয়েছে সপ্তাহান্তের লকডাউনও। মহারাষ্ট্র সরকারের তরফে বারবার জনগণের উদ্দেশ্যে মাস্ক স্যানিটাইজার ব্যবহারের নির্দেশও দেওয়া হচ্ছে। এমতাবস্থায়, বি-টাউনে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন সবাইকে ‘শিক্ষা’ দেওয়া কঙ্গনা রানাওয়াত! এই নিয়ে নেটিজেনরা সমালোচনার সুযোগ ছাড়েননি।