Madan Mitra

রাজ্যের বর্ণময় রাজনৈতিক ব্যক্তিত্ব। মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন। তবে মদন মিত্রকে শুধু মন্ত্রী-বিধায়কের তকমায় সীমাবদ্ধ রাখলে ভুল হবে। কখনও বিতর্ক, কখনও বেঁফাস মন্তব্য, কখনও আবার প্রাণখোলা খোলা বলে সোশ্যাল মিডিয়ায় নয়নের মণি মদন মিত্র। সারদা কাণ্ডে জড়িয়ে জেল খাটার পরেও মদন মিত্রকে নিয়ে ক্রেজ তো কমেইনি, বরং এখনও রাজ্যের বর্ণময় রাজনৈতিক ব্যক্তিদের কথা হলে মদন মিত্র-র কথা আছে। সবাই যাকে বলেন, মদন দা।

মদন মিত্র এবার প্রার্থী কামারহাটি থেকে। যে কামারহাটি থেকে জিতে তিনি মন্ত্রী হয়েছিলেন। ২০১৬ বিধানসভা নির্বাচনে অবশ্য জেল থেকে ভোটে লড়ে সামান্য ব্যবধানে হেরে গিয়েছিলেন। গতবার নিজে প্রচার করতে পারেনিন, তবে এবার চুটিয়ে প্রচার করছেন। মদন মিত্রের সামনে এবার সিপিএমের তরুণ নেতা সায়নদীপ মিত্র আর বিজেপি-র অনিন্দ্য (রাজু) বন্দোপাধ্যায়। ২০১৯ লোকসভায় এই কেন্দ্রে তৃণমূলের প্রায় ১৮ হাজারের মত ভোটের লিড ছিল। এই কেন্দ্রে ২০১৯ সালে সিপিএম মাত্র ৭০৭টি ভোট পেয়েছিল। তবে রাজ্যের অন্যান্য আসনের মত কামারহাটিতে সিপিএম ভোটের সবটাই বিজেপিতে নয়, কিছুটা তৃণমূলেও গিয়েছে। এবার বাম ভোট কোন দিকে যায় তার ওপর মদন দা-র জয় পরাজয় নির্ভর করবে।

আরও পড়ুন: জাভেদ, ইন্দ্রনীল না শতরূপ? এক নজরে কসবার লড়াই

এবার আসা যাক মদন মিত্রর সম্পত্তির কথায়–

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী মদন মিত্র ঠিক কতটা ধনী সেটা জানা যাচ্ছে। গত ২৪ মার্চ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, মদন মিত্রের ব্যঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ২৯১ টাকা। তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১৬ লাখ ৭২ হাজার ২৪৫ টাকা। এছাড়াও মদন মিত্রের জীবনবিমা পলিসি রয়েছে সাড়ে ৭ লাখের। কোটপতি মদন মিত্রের অবশ্য নিজের কোনও গাড়ি নেই। তবে নিজের বাড়ি না থাকলেও তাঁর স্ত্রীর নামে রয়েছে দুটি গাড়ি,যার মূল্য ১২ লাখ ৮ হাজার টাকা। গাড়িহীন মদন মিত্রের নিজের নামে বাড়ি রয়েছে দুটো। স্থাবর অস্থাবর হিসেবে মদন মিত্রের কাছে রয়েছে ১ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ৮৬৭ টাকা এবং স্ত্রী অর্চনার কাছে রয়েছে ৪৩ লাখ ৫৪ হাজার ৩২০ টাকা।

সোনার সম্পত্তির হিসেবে দেখা গিয়েছে, ৭৫ গ্রাম সোনা রয়েছে মদন মিত্রর। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা (২ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা)। মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রের কাছে রয়েছে ২৪৪ গ্রাম সোনা। যার আনুমানিক মূল্য সাড়ে ৯ লক্ষ টাকা ((৯ লক্ষ ৫১ হাজার ৬০০ টাকা)। অস্থাবর সম্পত্তির পরিমাণের হিসাবে, মদন মিত্রের কাছে রয়েছে ১ কোটি ৩৩ লক্ষ ৯৯ হাজার ৮৬৭ টাকা। অর্চনা মিত্রের কাছে রয়েছে ৪৩ লাখ ৫৪ হাজার ৩২০ টাকা।