নিজস্ব সংবাদদাতা: দেশের যে কোনো রাজনৈতিক বিষয়ে নিজের মতামত রাখা এখন রোজকার রুটিন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতের। দিল্লীর কৃষক আন্দোলন হোক বা, বাংলায় বিজেপির শোচনীয় পরাজয়- সবেতেই বক্তব্য রেখেছেন তিনি। আর এবার ঈদের দিন গঙ্গায় লাশ ভাসার ছবি প্রসঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাউত যা মন্তব্য করেছিলেন, তার তীব্র সমালোচনা করলেন অভিনেতা কৌশিক সেন,পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। কেউ বললেন সুচিন্তিত বদমায়েশি করছেন কঙ্গনা, আবার কেউ বললেন কঙ্গনা বিপজ্জনক মানুষ। ওঁর মানসিক চিকিত্সা দরকার।
ঠিক কী বলেছিলেন কঙ্গনা? ঈদের দিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন বিজেপি ঘনিষ্ঠ এই বলিউড অভিনেত্রী। তিনি বলেন, গঙ্গায় লাশ ভাসার ছবি বলে যা চালানো হচ্ছে, সব ভুয়ো। ওটা আসলে নাইজেরিয়ার একটি নদীতে লাশ ভেসে ওঠার ছবি। দেশের বদনাম করতে, দেশকে নীচের দিকে নামাতে এসব মিথ্যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। কঙ্গনার এই মন্তব্য নিয়ে শুক্রবার থেকেই তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। তীব্র ট্রোলের মুখে পড়তে হয়েছে তাঁকে। কেউ লিখেছেন, দেশে মৃত্যু মিছিল চলছে, এবার তো একটু গেরুয়া চশমা খুলুন! আবার কেউ লিখেছেন, বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির নতুন চিত্রনাট্য মুখস্থ করেই ভিডিও করে ফেলেছেন কঙ্গনা।
এরপরই কঙ্গনার ওই মন্তব্য নিয়ে ফুঁসে ওঠে টলিউড ইন্ডাস্ট্রির কয়েকজন। অভিনেতা-নাট্যকার কৌশিক সেন বলেছেন, “কঙ্গনা একজন বিপজ্জনক মানুষ। যে কোনও সুস্থ মানুষই মনে করেন ওঁর মানসিক চিকিত্সা দরকার।” পরমব্রত বলেন, “উন্মাদদের সুস্থ করার চিকিত্সা রয়েছে। কঙ্গনা যে দলের মুখপাত্রর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তারা অভিনেতাদের সম্পর্কে কী ধারণা পোষণ করে সবাই জানে। আমার মতে, কঙ্গনাও ওই ধারণারই ব্যক্তি।” কমলেশ্বরের বক্তব্য, “এসব আসলে সুচিন্তিত বদমায়েশি।” তিনি আরও বলেন, “অভিনেত্রী হিসাবে কঙ্গনা যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন। কিন্তু বিজেপির সংস্পর্শে আসার পর থেকে তিনি অনেক দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলেই চলেছেন।”