Home অন্যান্য ভালো পড়াশোনাই কী সফলতার চাবিকাঠি?

ভালো পড়াশোনাই কী সফলতার চাবিকাঠি?

পড়াশোনা,

ভালো পড়াশোনা করলেই কী জীবনে সফলতা অর্জন করা যায়? দেখা যাক, ভালো পড়াশোনার সাথে সাথে আর কী কী প্রয়োজন। আমরা সবাই নিজের নিজের জীবনে একজন সফল ব্যক্তি হতে চাই। মানুষের প্রধান ধর্ম হলো মনুষ্যত্ব -এর ধর্ম। যা আমাদেরকে প্রকৃত মানুষ করে তোলে। একজন প্রকৃত মানুষ ও সফল মানুষের পিছনে কোন কোন জিনিস গুলো লুকিয়ে থাকে তা আমরা দেখবো।

১. ভালো পড়াশোনা :

অবশ্যই, ভালো পড়াশোনার সাথে জীবন গড়ে তোলার ও সফলতা অর্জন করার যোগ অত্যন্ত নিবিড়। মন দিয়ে পড়াশোনা করলে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। পৃথিবীর নানান বিষয়ে জ্ঞানার্জন করতে পারি। আর তার জন্য আমাদেরকে ভালো করে পড়তে হবে শুধুমাত্র সিলেবাস ভিত্তিক বই না, নানান ভাষায় লেখা নানান বই আমাদের সাহায্য করে জ্ঞানার্জনে। নিজের পছন্দ মতো বিষয়ের সাথে সাথে অন্যান্য বিষয়ের প্রতি থাকতে হবে আগ্রহ। অনেক ক্ষেত্রে দেখা যাই শুধু ডিগ্রি আছে কিন্তু তার মধ্যে কোনো জ্ঞানই নেই। তাহলে কিন্তু হবে না আমাদের পড়তে হবে মন দিয়ে অন্তর থেকে তবেই নিঃসন্দেহে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে একজন সফল ব্যক্তি হতে পারবে। নচিকেতার একটা বিখ্যাত গানের লাইন যা শুনে আমরা বড়ো হয়েছি –

মন দিয়ে লেখাপড়া করবে যেই জন

বড়ো হয়ে গাড়িঘোড়া চড়বে সেই জন।

একমাত্র মন দিয়ে লেখাপড়া করলেই পারবে গাড়িঘোড়া চালাতে। তোমরা ভাবছো গাড়িঘোড়া আজকাল কার দিনে কী এমন ব্যাপার তার জন্য পড়তে হয় নাকি? না এখানে সেই গাড়িঘোড়া বলেনি প্রকৃত মানুষ জীবনকে চালিত করার কথা বলা বলা হয়েছে।

২.স্থিরতা ও ধৈর্য্য :

শুধুমাত্র পড়াশোনা নয় তার অনুষঙ্গী কিছু বিষয় যা আমাদেরক লক্ষ্য রাখা দরকার। তা হলো স্থিরতা। আমাদের সব সময় ধীর স্থির ভাবে যেকোনো কাজ করতে হবে। পৃথিবীতে যা কিছু হয় তা নির্দিষ্ট সময়ে। তাই ব্যাকুল হলে হবে না মন দিয়ে ধৈর্য্য ধরে সকল কাজ করতে হবে দৃঢ়তার সাথে। তাই স্থিরতা ও ধৈর্য্য আমাদের বাড়াতে হবে। যা আমাদেরকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে।

Untitled 1 261
সৌজন্যে: Bhorer kagog

৩.মূল্যবোধ :

আমাদেরকে জীবনের মূল্যবোধ কী সেটা জানার প্রয়োজন। মূল্যবোধ না জানলেও হয়তো সফল ব্যক্তি হতে পারবে কিন্তু সেই সফলতার স্বাদ বুঝবে না। শুধু সফলতার দিকে নয় সর্বপ্রথম প্রকৃত মানুষ হওয়াটা আমাদের কাছে একটা বড়ো বিষয়। ভালো মানুষ হলে সফলতা তোমার দিকে ঠিক আসবে।

৪.সততা ও পরিশ্রম :

আমাদেরকে সততার সাথে কাজ করতে হবে। সঠিক পথে সফলতা অর্জনের আনন্দ অপরিসীম কিন্তু বিপথে গিয়ে তা হয় না। তাই সমস্ত কাজ করতে হবে সততার সাথে।

অসতো মা সদ্গময় , তমসো মা জোতির্গময়

পরিশ্রম হলো সফলতার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার একটি বিরাট রাস্তা। পরিশ্রম ছাড়া কিছু সম্ভব নয়। অনেক মানুষ বেশি দূর পড়াশোনা করতে পারে না বিভিন্ন কারণে কিন্তু তারা ধৈর্য্য ধরে অক্লান্ত পরিশ্রম করে জীবনে সফলতা অর্জন করে।

৫. আত্মবিশ্বাস :

সফলতার দিকে এগিয়ে যাওয়ার যে মন্ত্র তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস। নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা থাকা অত্যন্ত জরুরি। আত্মবিশ্বাস না থাকলে যেকোনো কাজ সফল হয় না তাই নিজের জীবনে সফলতা আনতে গেলে সমস্ত অনুষঙ্গের সাথে সাথে আত্মবিশ্বাস থাকাটা খুবই প্রয়োজন।

123
সৌজন্যে: poriborton

তাই বলা যাই , পড়াশোনা সাথে সফলতার যোগাযোগ অনেকটা হলেও তার সাথে সাথে আরো ৪টি বিষয়ের দিকে অনুসরণ করতে হবে তবেই তুমি সফলতা অর্জন করতে পারবে।

NO COMMENTS