নিজস্ব সংবাদদাতা: ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমার কথা মনে আছে? যেখানে বিখ্যাত কুস্তিগীর মহাবীর ফোগাটের চরিত্রে অভিনয় করেছিলেন আমির। মূলত, ফোগাট পরিবারের কুস্তিতে সাফল্য-ব্যর্থতার কথাই উঠে এসেছিল পর্দায়। এবার সেই ফোগাট পরিবারেই শোকের ছায়া। কুস্তি টুর্নামেন্টের ফাইনালে ব্যর্থতার জ্বালায় আত্মঘাতী হয়েছেন পরিবারের এক ১৭ বছরের সদস্য। আজ সকালের যে খবর কার্যত নাড়িয়ে দিয়েছে দেশের ক্রীড়া মহলকে। শুধুই কি হার, না কি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে মৃত কিশোরীর নাম রিতিকা ফোগাত। তিনি ‘দঙ্গল’ সিনেমা খ্যাত ভারতীয় কুস্তিগীর গীতা ও ববিতার চাচাতো বোন বলে জানা গিয়েছে। হরিয়ানার অতি সম্মানীয় ফোগাট পরিবারের অন্যতম সদস্য রিতিকা, ভরতপুরে রাজ্য স্তরের কুস্তি টুর্নামেন্টে অংশ নিয়েছিল। মাত্র ১ পয়েন্টে টুর্নামেন্টের ফাইনাল হেরে যায় রিতিকা। পরিবার সূত্রে খবর, হারের হতাশা সহ্য করতে না পেরে বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে ১৭ বছরের কিশোরী আত্মঘাতী হয় বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রোণাচার্য পুরস্কারজয়ী তথা গীতা ও ববিতা ফোগাটের বাবা মহাবীর সিং ফোগাটের অ্যাকাডেমিতেই কুস্তির প্রশিক্ষণ নিয়েছে রিতিকা। ওই পরিবারের সদস্য হয়েও অন্যান্যদের সঙ্গেই কুস্তির তালিম নিত রিতিকা। স্থানীয় স্তরে বেশ কয়েকটি টুর্নামেন্ট থেকে পুরস্কার আনা রিতিকা এই প্রথমবার রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বলে জানা যায়। ‘দঙ্গল’-এ দেখা গিয়েছিল, নিজের মেয়েদের রীতিমত চাপ দিয়ে কুস্তির ময়দানে নামিয়েছিলেন মহাবীর ফোগাট। রিতিকার ওপরেও পরিবার থেকে সেরকম কোনো চাপ ছিল কিনা, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। রাজ্য স্তরের টুর্নামেন্টের ফাইনালে মাত্র ১ পয়েন্টে হারের জেরে যে ১৭ বছরের কুস্তিগীর আত্মহত্যা করতে পারে, তা হজম হচ্ছে না অনেকেরই। বলিউড কি না চাইতেই আরো একটা প্রাণকে ঠেলে দিল মৃত্যুর দিকে? উত্তর হয়তো অধরাই।