মহেন্দ্র সিং ধোনির অবসর জীবন স্ত্রী-কন্যা এবং চাষবাস নিয়ে যে বেশ আনন্দেই কাটছে তা ধোনির ইনস্টাগ্রাম একাউন্ট ফলো করলেই বোঝা যায়। তবে ধোনির যে ইনস্টাগ্রাম ভিডিওটি নিয়ে এই মুহূর্তে চর্চা হচ্ছে সেখানে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক তার ক্ষেতে স্ট্রবেরি চাষ করেছেন। এই স্ট্রবেরিগুলো যে কত সুস্বাদু খেতে তার তার একটা মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই বিশ্বসেরা ক্রিকেটার। ধোনি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, “আমি যেদিন‌ই ক্ষেতে ঘুরতে আসি, সেই দিনই বাজারে বিক্রি করার জন্য আর কোনো স্ট্রবেরি পড়ে থাকে না!”

ঘটনা হল মহেন্দ্র সিং ধোনি তার ক্ষেত তথা ফার্ম হাউসে অনেকদিন ধরেই বিভিন্ন ভেষজ সবজি চাষ করছেন। তার ফার্ম হাউসে উৎপন্ন টাটকা এবং কীটনাশক মুক্ত টমেটো, গাজর, মটর শুঁটির মতো ফসল এতদিন রাঁচির স্থানীয় বাজারের চাহিদা মেটাচ্ছিল। ধোনি ভক্তরা বেশ আনন্দের সঙ্গেই রাঁচির বাজার থেকে তার ফার্ম হাউসের উৎপন্ন ফসল কিনে খাচ্ছিলেন। কিন্তু কয়েকদিন আগেই জানা গিয়েছে ধোনির ফার্ম হাউজের ফসল এবার থেকে আন্তর্জাতিক বাজারেও সরবরাহ করা হবে! বিশেষত সংযুক্ত আরব আমিরশাহির রাজধানীর দুবাইয়ে প্রাক্তন ভারত অধিনায়কের ফার্ম হাউসে তৈরি ফসলের বেশ ভালো একটা বাজার আছে। এইজন্য ধোনি ফসল রপ্তানিকারক সংস্থার সঙ্গে চুক্তি পর্যন্ত সেরে ফেলেছেন।



তবে এই নতুন ভিডিওটি থেকে বোঝা গেল কেবলমাত্র টমেটো, গাজরেই ধোনি থেমে নেই। তিনি স্ট্রবেরির মতো সুস্বাদু এবং দামি ফসল উৎপাদন করার দিকেও মন দিয়েছেন। তার ফার্মে তৈরি এই সুস্বাদু স্ট্রবেরির ছবিগুলি দেখে স্বাভাবিকভাবেই ধোনি ভক্তরা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন এটা এখন থেকেই বলে দেওয়া যায়। কারণ এই ভিডিওটি পোস্ট করার মাত্র এক ঘণ্টার মধ্যে কুড়ি লক্ষ মানুষ তা দেখে ফেলেছেন!

ধোনি ভক্তরা স্ট্রবেরির ভাগ না পেলেও একটা বিষয় দেখে খুশি হতে পারেন যে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাদের প্রিয় ক্রিকেটার বরাবরের মতোই আনন্দেই আছেন। বরং স্ত্রী মেয়ের সঙ্গে সব সময় থাকতে পারায় তা আগের থেকে হয়তো আর‌ও কিছুটা বেড়ে গিয়েছে। কয়েকদিন আগেই একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে ক্যামেরার সামনে অভিষেক হয়েছে ধোনি কন্যা জীভার। ওই বিজ্ঞাপনে জীভার সঙ্গে দেখা গিয়েছে ধোনিকেও। যা নিয়ে স্বভাবতই উৎসাহী ধোনি ভক্তরা।