_Tokyo Olympics, ভারতের প্রথম সোনা জয় ভারতপুত্র নীরজ চোপড়ার হাত ধরে_ সোনা জিতলো ভারত। টোকিও তে বেজে উঠলো ভারতের জাতীয় সংগীত ‘ জন গণ মন অধি ‘। টোকিও তে ভারতের হয়ে প্রথম সোনার পদক জিতলো সোনার ছেলে নীরজ চোপড়া।
১৩৩ কোটি দেশবাসীর গর্ব নীরজ। এক ঐতিহাসিক জয়ের সাক্ষী রইলো ভারত সহ গোটা বিশ্ব। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জ্যাভলিনে দেশকে সোনা এনে দিলেন নীরজ, এ যেন এক ইতিহাস রচনা। ২০০৮ সালের বেজিং গেমসে সোনা জিতেছিল দেশ। শুটিং -এ ওই নজির গড়েছিলেন অভিনব বিন্দ্রা।
তার পর ভারতের ঝুলি শুন্য ছিল। দীর্ঘ ১৩ বছর পর আবার অলিম্পিকে সোনা জয়ের নির্মল অনন্দময় স্বাদ পেলো ভারত। জীবনের প্রথম অলিম্পিক এই সোনা জয় নীরজ চোপড়ার। টোকিও অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে সোনা ছিনিয়ে নিল ভারতের সোনার ছেলে। মোট চারটি রাউন্ডের শেষে জয় হয় ভারতের।
ফাইনালের শুরুতেই প্রথম রাউন্ডে নীরজ ৮৭.০৩ মিটার ছুঁড়েছিলেন তিনি, দ্বিতীয় রাউন্ডে তা ছাপিয়ে ৮৭.৫৮ মিটার দূরত্ব -এ ছোড়েন জ্যাভলিন।


এই দুই থ্রো এর পরই নেট মাধ্যমে প্রচার শুরু হয় ‘ ইটস কামিং হোম ‘ অর্থাৎ নীরজ সোনা নিয়ে ভারতে ফিরছেন। কিন্তু তৃতীয় রাউন্ডে মাত্র ৭৬.৭৯ মিটার ছুড়তে পারেন তিনি। চতুর্থ রাউন্ডে ফাউল ও করে বসেন। কিন্তু ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনার পদক দখল করেন নীরজ। ফাইনালে জেতার পর ই ভেসে আসতে থাকে অভিনন্দন। নীরজ কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলেই।
নীরাজের জয়ের পুরস্কার ঘোষণা করা হয় ৬ কোটি। টোকিও অলিম্পিক গেমসে ভারতের ঝুলিতে ৬ টি পদক এল।ঐতিহাসিক সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করলো গোটা বিশ্বের দরবারে। সমগ্র ভারত বাসির মুখে আজ একটাই নাম নীরজ চোপড়া। নীরাজের এই কীর্তিতে উজ্জ্বল হলো দেশ।