শিশু উদ্যান
Public.app

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিভিন্ন জেলায় শিশু উদ্যান সহ নানা সৌন্দর্যায়ন করছে প্রশাসন। নাগরিকদের অনেকদিনের দাবি মেনে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন অনুন্নত ও পিছিয়ে পড়া এলাকা সাজিয়ে চলেছে রাজ্য প্রশাসন। জেলার বনগাঁ মহকুমা শহর ইতিমধ্যেই হয়েছে আধুনিক। এবার এলাকায় সৌন্দর্যায়নের তালিকায় আরও এক সংযোজন উত্তর জয়ন্তীপুর শিশু উদ্যান। প্রশাসনের আর্থিক সহায়তায় বাংলাদেশ-সীমান্ত সংলগ্ন ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়ন্তীপুর গ্রামে গত ৩০শে ডিসেম্বর এই শিশু উদ্যানের উদ্বোধন হয়।

শিশু উদ্যান
public.app


কংক্রিটের নির্মাণ গজাচ্ছে যেখানে সেখানে। ঢেকে যাচ্ছে সবুজ। শিশুদের খেলার জায়গার বড্ড অভাব। তাই শিশু মনের বিকাশে বিভিন্ন জেলায় পার্ক তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার জয়ন্তীপুরেও শিশু উদ্যানের ঘাটতি ছিল। সেই ঘাটতিও পূরণ হল ৩০শে ডিসেম্বর।

ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত হল বনগাঁ পঞ্চায়েত সমিতির অন্তর্গত ১৬ টি গ্রাম পঞ্চায়েতের একটি; এটি বনগাঁ মহকুমার অন্তর্ভুক্ত আর সেখানেই উদ্বোধন হল উত্তর জয়ন্তীপুর শিশু উদ্যানের। আর এই শিশু উদ্যানের উদ্বোধন করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ। ৩০শে ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় বিপুল দর্শকের উপস্থিতিতে “গ্রামসভা-২০২০” নামে একটি মহতী জনসভার মাধ্যমে স্থানীয় প্রশাসন এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন।

শিশু উদ্যান
public.app


শিশু উদ্যানের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এই উদ্যানে শিশুদের খেলাধূলা ও বিনোদনের বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে। শিশু উদ্যান তৈরি হওয়ায় বেজায় খুশি শিশুরাও। তাঁদের অভিভাবকদের মতে খেলাধূলার জায়গার আর অভাব রইল না এলাকায় তাঁদের শিশুরা স্বাচ্ছন্দ্য সহকারে খেলতে পারবে।

এখানে আগে শিশুদের জন্য আধুনিক তেমন কোনও পার্ক ছিল না। অনেকদিন আগেই স্থানীয় অধিবাসীরা একটি আধুনিক শিশু উদ্যানের দাবি তোলেন। সেই দাবি মেনেই জয়ন্তীপুর মাঠ সংলগ্ন জায়গায় তৈরি হয়েছে আধুনিক শিশু উদ্যান। শিশু মনের বিকাশে এই পার্ক সাহায্য করবে, মনে করছেন অধিবাসীরা।

20201231 235842
public.app