Home অন্যান্য বাঙালী মেয়েদের শাড়িতেই কেন সুন্দর লাগে জানেন?

বাঙালী মেয়েদের শাড়িতেই কেন সুন্দর লাগে জানেন?

Pin on m

কথাতেই আছে বঙ্গনারী মানেই শাড়ি। বাঙালি মেয়েদের আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন তারা নিজেদের সাজিয়ে তোলে রকমারী শাড়ির সাজে। বিশ্বের যে কোনো প্রান্তেই এই বাঙালি মেয়েদের কদর খানিক বেশি, কারণ হল তাদের এই সৌন্দর্য।  তাদের নজরকাড়া রূপ ও আকর্ষণীয় শারীরিক গঠন মনে ধরেনি এমন মানুষ এ দুনিয়ায় মেলা ভার। বাঙালি মেয়েদের শাড়িতে এত আকর্ষণীয় লাগে কেন কখন ও ভেবে দেখেছেন?? চলুন জেনে নিই বাঙালি মেয়েদের শাড়িতে আকর্ষণীয় লাগার কিছু কারণ –

Pin on Gorgeous
  • বাঙালীদের মেয়েদের বার্হ্যিক সৌন্দর্য সবচেয়ে ভালো ভাবে প্রকাশ পায় শাড়িতেই। বাঙালী কালচার অনুযায়ী শাড়ি পরার ধরণ দু-প্রকার। একটি হল সাধারণ ভাবে কুচি করে আর অন্যটি হল আটপৌরে করে। সাধারণ ভাবে সামনে কুচি করে শাড়ি পরার ধরনটাই বর্তমানে বহুল প্রচলিত। এইভাবে শাড়ি পরার চল প্রথম শুরু হয় ঠাকুর পরিবার থেকে। সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী এই স্টাইলে শাড়ি পরতেন।  এর পুর্বে আটপৌরে করে শাড়ী পরাটাই ছিল বাঙালীদের শাড়ি পরার একমাত্র ধরন। এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তে ভিন্ন পদ্ধতিতে শাড়ি পরার চল রয়েছে।
bengali-saree-designs.jpg (356×490) | Bengali saree, Saree, Baluchari saree
  • বাঙালী মেয়েদের শাড়িতে সুন্দর লাগার আরও একটি বিশেষ  কারণ হল  তাদের শারীরিক গঠন। সাধারণত বাঙালী মেয়েদের শরীর একটু মেদবহুল প্রকৃতির হওয়ায় শাড়ীতে তাদের অপূর্ব লাগে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়।
The Universal Man | Most beautiful bollywood actress, Beautiful indian  actress, Most beautiful indian actress
  • শাড়িতে প্রকাশ পায় বাঙালী মেয়েদের ব্যাক্তিত্ব। সাবেকী হোক বা মর্ডান সব লুকেতেই চোখ ধাঁধানো শাড়ির সাজে নিজেদের সাজিয়ে তুলতে সিদ্ধহস্ত বাঙালী মেয়েরা।

তাই শাড়ি মানেই ওল্ড ফ্যাশান এই চিন্তাধারা সরিয়ে একবার নিজেকে সাজিয়ে তুলুন শাড়িতে, সকলের মন জয় করবেন আপনি ও।

NO COMMENTS