“বিগ বস” ভারতের বিখ্যাত রিয়্যালিটি শো গুলির মধ্যে একটি অন্যতম। বিগ বস ভারতের বিখ্যাত রিয়্যালিটি শো এর মধ্যে অন্যতম হওয়ার অনেক কারণ রয়েছে ঠিকই তবে প্রধান দুটি কারণ হল সালমান খান ও এই শো এর স্ক্রিপ্ট। বিগ বস শুরু হওয়ার প্রথম থেকেই শো এর জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে থেকেছে। কখনো নাম-না-জানা তারকা আবার কখনো বিশ্ব বিখ্যাত তারকা এ ধারাবাহিকটিকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। এখনো অব্দি বিগ বস ১৪ নম্বর সিজন কমপ্লিট করছে। এতগুলো বছর ধরে মানুষের মনে ও ঘরে এক অন্যরকম জায়গা গড়ে নিয়েছে এই রিয়্যালিটি শোটি। বিগ বস এর সম্পর্কে বেশ কিছু কথা আমরা সবাই জানি, কিন্তু আজ আমি আপনাদের এমন কয়েকটি তথ্য দেব যেগুলির দ্বারা আপনারা অবগত নন। তাহলে চলুন দেরী না করে জেনে নিন বিগ বসের পাঁচটি অজানা কথা।
১. বিগ বসের বাড়ির রহস্যঃ
বিগ বস এমন একটি রিয়েলিটি শো যেখানে প্রায় 10 থেকে ২০ জন মানুষ একত্রে বসবাস করে। বিনা কোনরকম ইন্টারনেট, টেলিভিশন, মোবাইল প্রভৃতি ছাড়া। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের যাবতীয় স্বাচ্ছন্দ্যের খেয়াল এই রিয়েলিটি শোতে রাখা হয়ে থাকে। টেলিকাস্ট এর সময়ে যে বাড়িটি দেখানো হয় সেটি আদতে একটি স্টুডিও বা সেট। যেখানে সব মিলিয়ে প্রায় 200 টিরও বেশি ক্যামেরা মজুত থাকে। বাড়ির সদস্যদের বিভিন্ন রকম অঙ্গভঙ্গি থেকে শুরু করে তাদের যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ ফুটেজ দর্শকদের সামনে তুলে ধরা হয়। এই রহস্য ছাড়াও এই বাড়িতে যে সমস্ত আয়না রয়েছে সেগুলি আদতে আয়না নয়, প্রত্যেকটির পেছনে ক্যামেরা রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে বহু প্রতিযোগী এই ব্যাপারে অবগত নন। এই ক্যামেরাগুলি শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই বাড়ির আরেকটি রহস্যজনক ব্যাপার হলো এখানে কোন ঘড়ির বা সময়ের হিসেব রাখা হয় না। অর্থাৎ প্রতিযোগিরাও সঠিক সময়ের হিসেব রাখতে পারেন না।
২. বিগ বসের বাড়িতে ভুতুড়ে উৎপাতঃ
বিগ বসের বাড়িতে ভুতের উৎপাত নতুন কোনো ব্যপার নয়। অনেক সিজনে অনেক প্রতিযোগীদের মোতে বিগ বসের বাড়িতে ভুতুড়ে উৎপাত দেখা গেছে। তবে এ ব্যাপার কতটা সত্যি তা আর কেউ জানতে চায়নি। বিগ বসের বাড়িতে ভুতুড়ে উৎপাত কিছুটা হলেও সত্যি। শুধুমাত্র প্রতিযোগীরাই নয় এক আবছা অবয়বের উপস্থিতি ক্যামেরাম্যানরাও লক্ষ্য করেছেন। অনেক ক্যামেরার ফুটেজে দেখা গেছে এক নারীর আবছা অবয়ব। যদিও শোটির নির্মাতা ও পরিচালকরা এই ব্যপারে সহমত নন। তারা এই ব্যপার টাকে নাকচ করেছেন ও বলেছেন যে এই রকম কোনো কিছুই ঘটেনি এই সব খবর ভুয়ো। এগুলি শুধুমাত্র শোয়ের জনপ্রিয়তা নষ্ট করার জন্য রটানো হয়ে থাকে।
৩. বিগ বসের প্রতিযোগীদের বিনোদনঃ
বিগ বসের বাড়ির প্রতিযোগীদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের যাবতীয় স্বাচ্ছন্দ্যের দায়িত্ব পুরোপুরি শো এর নির্মাতাদের উপর থাকে। তাদের যাতে কোনো রকম অসুবিধায় না পড়তে হয় সেই দিকে যথাসম্ভব খেয়াল রাখার চেষ্টা করা হয়। প্রতিযোগীদের জন্য আলাদা করে একটি স্মোকিং রুমের ব্যাবস্থা করা হয়। যেখানে তারা ধূমপান করতে পারেন। সেই রুমে কোন ক্যামেরা উপস্থিত থাকে না। এছাড়াও খবর সূত্রে জানা যায় যে প্রতিযোগীদের জন্য অনেক সময় বিভিন্ন রকম পানীয়র ব্যবস্থা করা হয়ে থাকে। এই সমস্ত পাণীয় বিভিন্ন রকম ভাবে প্রতিযোগীদের হাতে পৌঁছে দেয়া হয় বিনা দর্শকদের বুঝিয়ে। এর থেকে বোঝা যায় যে প্রতিযোগীদের স্বাচ্ছন্দ শো এর জনপ্রিয়তার জন্য কতটা প্রয়োজন।
৪. বিগ বস স্ক্রিপ্টেডঃ
ভারতের বিখ্যাত রিয়েলিটি শো বিগ বস অনেকের মতে স্ক্রিপ্টেড। এই শো টির জনপ্রিয়তা এত বেশি যে অনেকে মনে করেন এই শো টি শুধুমাত্র নামেই রিয়েলিটি শো। কিন্তু প্রকৃত অর্থে বলা যেতেই পারে যে বিগ বস 100 শতাংশের মধ্যে 30 শতাংশ স্ক্রিপ্টেড। এই 30 শতাংশের মধ্যে কোন প্রতিযোগী শো এর জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় ও তার সাথে সাথেই কোন প্রতিযোগী বেড়ে যাওয়া সত্বেও আবার শো তে নিয়ে আসা প্রয়োজন এগুলিও তারা বিবেচনা করে। এখানে তারা বলতে শো এর নির্মাতা, পরিচালক, প্রযোজক ও সঙ্গে কিছুটা হলেও সালমান খানেরও হাত থাকে। যেহেতু তিনি এই শো টি হোস্ট করেন। তার মতামত ছাড়া কোন প্রতিযোগী বিগ বসে সহজেই আসতে পারেন না। তাই বলাই যায় বিগ বস কিছুটা হলেও স্ক্রিপ্টেড।
৫. উপযুক্ত প্রতিযোগীকে রাস্তা দিয়ে সরানোঃ
বিগ বসে বেশিরভাগ সময়ই দেখতে পাওয়া যায় যে উপযুক্ত প্রতিযোগীকে রাস্তা দিয়ে সরানোর প্রক্রিয়া চলে। সেটি কিছুটা হলেও দর্শকদের আড়ালেই চলতে থাকে কিন্তু এমন কিছু কিছু দর্শক আছেন যারা খুব সহজেই মারপ্যাঁচকে ধরে ফেলেন। বহু সিজনে দেখা গেছে উপযুক্ত প্রতিযোগীকে রাস্তা দিয়ে সরানোর জন্য বহু রকম ছক কষা হয়ে থাকে। যেমন- টাকার বিনিময়ে, হেরে যাওয়ার ভয় দেখিয়ে আরো অনেক রকমের পরিস্থিতির সৃষ্টি করা হয়ে থাকে। এই সবের মাধ্যমে মে উপযুক্ত প্রতিযোগী থাক তাকে জেতার রাস্তা দিয়ে সরানোর প্রচুর পরিকল্পনা করা হয়ে থাকে।
তাহলে বুঝতে পারলেন আমরা যা দেখি বা আমাদের যা কিছু দেখানো হয় তা সব সময় সত্য হয় বা হবে এই ধারণা করা অত্যন্ত ভুল। এই সব অজানা কারণ থাকা সত্ত্বেও বিগ বস ভারতের একটি অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো এই উক্তিটি অস্বীকার করার কোন উপায় নেই। কমেন্ট বক্সে জানান বিগ বস দেখেন ও কি কি কারণে দেখেন তাও জানাতে ভুলবেন না।