fbpx
Home অফবিট বিয়েতে ধর্মের বাঁধা? দেখে নিন বলিউডের সেরা 10 ভিন্নধর্মী দাম্পত্যের তালিকা

বিয়েতে ধর্মের বাঁধা? দেখে নিন বলিউডের সেরা 10 ভিন্নধর্মী দাম্পত্যের তালিকা

বিয়ে একটি সামাজিক অনুষ্ঠান মাত্র। দুটি মানুষের মনের বন্ধনকে সমাজের কাছে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। আর কে না জানে মনের বন্ধন অন্য কোনো বাঁধাই মানতে চায় না। ধর্ম জাতপাতের অনেক উর্দ্ধে হৃদয়ের ভালোবাসা।

বিবাহের নামে ধর্মান্তর বা লাভ জিহাদ নিয়ে বেশ কিছু দিন ধরেই দেশ জুড়ে দানা বেঁধেছে একাধিক বিতর্ক। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই এই ধর্মীয় প্রতারণা রুখতে কড়া আইন প্রণয়ন করা হয়েছে। আইন অনুযায়ী শুরু হয়েছে গ্রেফতারিও। যদিও আদালতের তরফে জানানো হয়েছে প্রাপ্তবয়স্ক যুবক যুবতী নিজের ইচ্ছায় জীবনসঙ্গী নির্বাচন করতে পারেন, কিন্তু বিয়ের নামে জোর করে ধর্মান্তর বা ‘লাভ জিহাদ’ নিয়ে সাম্প্রদায়িক কচকচানি লেগেই আছে।

4861682 marriage

২০২০ সালে দাঁড়িয়ে ‘ধর্মনিরপেক্ষ’ ভারতের গণতন্ত্রে আন্তর্ধর্মীয় বিবাহ কতটা সমাজ স্বীকৃত? স্বীকৃত যদি হয়ও, সমাজে তা কতটা প্রচলিত? প্রশ্ন উঠেছে একাধিক।

বস্তুত, সাম্প্রদায়িকতা নিয়ে ভারতের বিনোদন জগতের দৃষ্টান্ত কিন্তু অন্য কথা বলে। আন্তধর্মীয় বিবাহে, বিশেষত হিন্দু-মুসলিম বিবাহে সুখী দাম্পত্যের নিদর্শন বলিউডে একাধিক। বাস্তবে ভালোবাসা যে ধর্মীয় চোখ রাঙানির অনেক উর্দ্ধে, তারই নজির ছড়িয়ে আছে বলিউডে। আসুন আজ একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সেই তালিকায়।

১) আমির খান আর কিরণ রাওয়ের বিয়ে:

13 39 40 images

প্রথমেই আসা যাক,আমির খানের কথায়। কিরণ রাওয়ের সঙ্গে ২০০৫ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হিন্দু-মুসলিম দম্পতির অন্যতম নিদর্শন তাঁরা।

২) সইফ আলি খান আর করিনা কাপুরের বিয়ে:

kareena saif 0

এক্ষেত্রে শর্মিলাপুত্র সৈয়ফ আলি খান এবং করিনা কাপুরের সম্পর্কটিও সম্প্রীতির আরো একটা বড় নির্দশন হয়ে আছে। ২০১২ সালে তাঁরা বিয়ে করেন। এক সন্তানের পর সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করে আছেন তাঁরা। উল্লেখ্য, বিয়ের জন্য ধর্মান্তরিত না হওয়ার সিদ্ধান্ত নেন করিনা।

৩) ইরফান খান আর সুতপা শিকদারের বিয়ে:

kj

সম্প্রতি প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা ইরফান খান। তিনিও কিন্তু বিয়ে করেন ভিন্ন ধর্মে। তাঁর স্ত্রী সুতপা শিকদারের সঙ্গে ১৯৯৫ সাল থেকে সংসার যাত্রা শুরু করেন তিনি। বলিউডের আন্তর্ধর্মীয় বিবাহের অন্যতম নিদর্শন ইরফান খান এবং সুতপা শিকদার।

৪) ফারহান আখতার আর অধুনা ভবানীর বিয়ে:

13 41 18 images

‘ভাগ মিলখা ভাগ’ খ্যাত জনপ্রিয় বলিউড অভিনেতা ফারহান আখতারের স্ত্রীর নাম অধুনা ভবানী। বছর তিনেকের প্রেমের পর নিজেদের সম্পর্ককে পরিণতি দেন তাঁরা।

৫) শাহরুখ খান আর গৌরী চিব্বরের বিয়ে:

SRK gauri

আন্তর্ধর্মীয় বিবাহে যাঁদের কথা না বললেই নয়, তাঁরা হলেন অবশ্যই বলিউডের সুপারস্টার শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী চিব্বর। পরিবারের কঠোর আপত্তিকে জয় করে ১৯৯১ সালে বিয়ে করেন তাঁরা। সেই থেকে আজ পর্যন্ত ধর্মের উর্দ্ধে ভালোবাসার অদ্ভুত নিদর্শন হয়ে আছেন এই দম্পতি।

৬) ঋত্বিক রোশন আর সুশান খানের বিয়ে:

hrithik sussanne

না, বিয়ে করে শুধুমাত্র মুসলিম ঘরেই যান নি হিন্দু মেয়েরা। বিপরীত দৃষ্টান্তে উজ্জ্বল হয়ে আছে ঋত্বিক রোশন এবং সুশান খানের সম্পর্ক। ২০০০ সালে তাঁরা বিয়ে করেন এবং দীর্ঘ ১৪ বছর সুখে সংসার করেন।

৭) রীতেশ দেশমুখ এবং জিনিলিয়া ডিসুজার বিয়ে:

1464756892

শুধু হিন্দু মুসলিম নয়, অন্য ধর্মের ক্ষেত্রেও সম্প্রীতির নজির রয়েছে বলিউডে। রীতেশ দেশমুখ এবং জিনিলিয়া ডিসুজা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত প্রেমিক যুগল। হিন্দু ধর্মাবলম্বী রীতেশ দেশমুখ দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন খ্রিস্টান ধর্মাবলম্বী জিনিলিয়া ডিসুজার সঙ্গে। দুই সন্তান নিয়ে তাঁদের সুখের সংসার।

৮) সোয়া আলি খান এবং কুনাল খেমুর বিয়ে:

Soha Ali Khan Pataudi

সৈয়ফ আলি খানের মতোই ভিন্ন ধর্মের জীবনসঙ্গী বেছে নিয়েছেন তাঁর বোন সোয়া আলি খানও। ২০১৪ সালে তিনি বিয়ে করেছেন কুনাল খেমুকে। সুখী দাম্পত্যের নজির গড়েছেন এই যুগল।

৯) সঞ্জয় দত্ত এবং মান্যতার বিয়ে:

kjo

তালিকায় আছেন জনপ্রিয় অভিনেতা সকলের পরিচিত ‘মুন্নাভাই’ সঞ্জয় দত্তও। দীর্ঘ অভিনয় জীবনে বিতর্ক তাঁর পিছু ছাড়ে নি। বিয়ের ক্ষেত্রেও সেই বিতর্ক জারি ছিল। তাঁর তৃতীয় এবং বর্তমান স্ত্রী মান্যতার প্রকৃত নাম দিলনাওয়আজ শেখ।

১০) সুনীল শেঠী এবং মানা কাদরির বিয়ে:

image

এছাড়াও উল্লেখ্য বলিউড অভিনেতা সুনীল শেঠীর বিবাহ। দক্ষিণ ভারতের রক্ষণশীল হিন্দু পরিবারের সন্তান সুনীল শেঠী। কিন্তু তা সত্ত্বেও পরিবারের বিপক্ষে গিয়ে ১৯৯১ সালে ইসলাম ধর্মাবলম্বী মানা কাদরিকে বিবাহ করেন তিনি।

এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা বলিউড জুড়ে। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে নিয়ে প্রশ্ন তোলার আগে তাই একবার যে বলিউডের অন্দরমহলকে যাচাই করে নিতেই হবে, তা বলাই বাহুল্য।

NO COMMENTS