ভারত বাংলাদেশ মৈত্রী র‍্যালি শুরু হলো আজ |দুই দেশের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক স্থাপনের উদেশ্যে এই উদ্যোগ। আজ বেলা এগারোটা নাগাদ বনগাঁ মহকুমার পেট্রাপোল সীমান্তে এই সাইকেল র‍্যালি পৌছায় | মোট ১৬ জন সাইকেল আরোহী এই রালিতে অংশগ্রহন করেছেন | ভারত -বাংলাদেশ সীমান্তের শেষ পিলার থেকে এই র‍্যালি শুরু হয়ে শেষ হবে ভারতের সিলকোরে | যাত্রাপথ প্রায় 496 কিলোমিটার | আজ এই কারনে ভারত পেট্রাপোল সীমান্তে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় | উপস্থিত ছিলেন দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মীরা | দুই দেশের মানুষের মধ্যে সমন্বয় সাধন করে সম্পর্ক স্থাপন করতে এই র‍্যালি |