জানুন লিপবামের তৈরির কৌশল। তার জন্য প্রতিবেদনটি দৈর্য্য সহকারে পড়তে হবে।
ত্বকের যত্ন নিন এটি অতি পরিচিত বাক্য। যখন মানুষের বোধগম্যের প্রকাশ ঘটে তারা নিজের ভালো মন্দের বিচার করার বুদ্ধি জন্মায়। তখন নিজেকে কিভাবে ভালো রাখব, নিজের যত্ন কিভাবে নেব সেই নিয়ে ভাবতে থাকে। বিশেষ করে মেয়েরা, সে ছোট বাচ্চাই হোক কিংবা মধ্য বয়ষ্ক, ববারই নিজেদের নিয়ে একটু অভার পসেসিভ ঠোঁটে লিপবাম কিংবা লিপস্টিক গায়ে ব্যান্ডেড পারফিউম না ছাড়া অনেকের চলে না। নিজেকে সুন্দর দেখাতে হবে সেটাই আসল লক্ষ্য। আমাকেই যেন ‘ইউনিক’ লাগে এটাই প্রত্যেকের মস্তিষ্কে বিচরণ করে। ফলে দামী দামী কসমেটিক, লিপস্টিক, লিপবাম, , লশোনের সম্ভার প্রত্যেকের ঘরেই কম বেশী জায়গা করে নিয়েছে।
কিন্তু আমরা সকলেই জানি কসমেটিক মানেই ক্যামিকেলের আঁতুড়ঘর। ক্যেমিকেল দেওয়াই হয় প্রিসার্ভ করার জন্য। তাহলে ভাবুন রোজ যদি আপনি আপনার ত্বকে ক্রিম, লোশন লাগান, ঠোঁটে লিপবাম, লিপস্টিক লাগান তাহলে কত পরিমান ক্ষতির পারদ জমছে ?

আর তার মধ্যে এখন আদ্রতার পারদ নিম্নমুখী ফলে রুক্ষতার আগমন ঘটেছে ত্বকে। তাই তার হাত থেকে বাঁচার একমাত্র উপায় হিসেবে ক্ষতিকারক ক্যমিকেল কেন? প্রাকৃতিক উপায়কে আলিঙ্গন করুন, যখন শরীরের অভ্যন্তরীণ সতেজ রাখবেন তখন বহির্ভাগকে তেমন সতেজ রাখা আপনার কর্তব্য।
ক্যমিকেল ব্যবহারে ঠোঁটের কি ধরনের ক্ষতি হয় ?
- ঠোঁট রুক্ষ হয়ে যায়
- ঠোঁটে কালছে দাগ পড়া
- চামড়া ওঠে যায়
- ঠোঁট ফাটা
- ঠোঁটের মেলালিন নষ্ঠ হয়ে যায়
আমাদের মুখমণ্ডলের মূল আকর্ষন চোখ, ঠোঁট এই দুটি যদি রুক্ষ হয় তাহলে আর কিসের সৌন্দর্য্য। আর ক্যামিকেল জাতীয় প্রোডাক্ট ঠোঁটকে হানিকারক করে । তাই ঠোঁটকে রুক্ষতা মুক্ত, নরম, মৃৎ কোষের খাতমা করতে প্রাকৃটিক উপায়ে বাড়িতে লিপবাম তৈরির পদ্ধতি তুলে ধরব।
হোমমেড লিপবাম তৈরির উপায় কি ?
বর্তমানে আদ্রতার পারদ নিম্নমুখী ফলে রুক্ষতার আগমন ঘটেছে ত্বকে। তাই তার হাত থেকে বাঁচার একমাত্র উপায় হিসেবে ক্যমিকেল কেন? প্রাকৃতিক উপায়কে আলিঙ্গন করুন, যখন শরীরের অভ্যন্তরীণ সতেজ থাকবে তখন বহির্ভাগকে সতেজ রাখা আপনার দ্বায়িত্ব।

একটি লিপবামের আয়ুকাল গড়পত্তায় ১ বছর, আর বছরে হিসেব করলে ৩ থেকে ৪ টে লিপবাম অনেকেরই লাগে। তাই পয়সা বাঁচিয়ে কিভাবে উপায়ে লিপবাম তৈরি করবে তার উপায় তুলে ধরলাম আপনাদের সামনে।
উপকরণ
মাত্র ৩ টি উপকরণ ব্যস লিপবাম তৈরি
১/ ২ টো বিটরুট
২/ পেট্রোলিয়াম জেলি
৩/ নারকেল তেল

পদ্ধতি
১) বিটরুটে খোসা ছাড়িয়ে সেটিকে ভালো করে গ্রেড করে নিন।

২) একটি পাত্র নিয়ে তার উপর ছাকনি রেখে বিটরুটের গ্রেড করা অংশকে চামচের সাহায্যে ভালো করে চেপে রস বার করে নিন।

৩) একটি আলাদা পাত্রে বিটের রস , পেট্রোলিয়াম জেলি, নারকেল তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন যাতে কোন রকম লাম্পস না থাকে।
৪) সুন্দর একটি কন্টেনারের মধ্যে মিশ্রনটি রেখে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন।

৫) ৩০ মিনিট পর আপনার হোমমেড লিপবাম রেডি।

*** আপনি যদি অন্য কোন রং চান সেক্ষেত্রে অন্য কোন ফলের ব্যবহার করতে পারেন***
*** বিট আমাদের ঠোঁট কে হাইড্রেট করে, ময়শ্চারাইজ করে, মৃত কোষকে দূর করে ***
আপনার যখন ইচ্ছা ব্যবহার করুন এই লিপবাম। এছাড়া ভালো ফল পেতে রোজ রাতে ব্রাশের সাহায্যে সার্কুলার মোশনে ঠোঁটে বোলান তারপর হোমমেড লাগিয়ে ফেলুন। ১ সপ্তাহের মধ্যে ফলাফল পেয়ে যাবেন। কেমন লাগল আজকের এই প্রতিবেদনটি। আর হোমমেড কতটা উপকার পেলেন তাও জানাতে ভুলবেন না। কারণ আপনার ত্বকের সুরক্ষার দ্বায়িত্ব আমাদের।