সিরিয়াল দেখতে পছন্দ করে না এমন মানুষ হাতে গোনা পাওয়া যায়। সন্ধ্যে হলেই প্রায় প্রত্যেক বাড়িতেই টিভি খুলে শুরু হয়ে যায় সিরিয়াল দেখা। বাঙালিরা এমনিতেই ল্যাদখোর আর সেইসঙ্গে যদি সন্ধ্যেবেলা চপ-মুড়ি খেতে খেতে সিরিয়াল দেখতে পায় তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু জানেন কি বাংলা সিরিয়ালের কুপ্রভাবের কথা? বাংলা সিরিয়াল কেমন করে মানুষের জীবনে অশান্তি আনছে? জানেন না তাই না! চলুন আজ আমার থেকে জেনে নিন সিরিয়াল কিভাবে মানুষের জীবনে খারাপ প্রভাব ফেলছে।

চলুন দেখে নিই 10 টি কারণ বাংলা সিরিয়াল এর কুপ্রভাব সম্পর্কে

১) সমাজে নারীদের অবস্থানকে খাটো করে দেখানো :

বাংলা সিরিয়াল
বাংলা সিরিয়াল শ্রীময়ী – সৌজন্যে : Hotstar

মানতে না চাইলেও এটাই সত্যি যে সিরিয়ালে নারীদের অবস্থান খাটো করে দেখানো হয়। কারণ বেশিরভাগ সিরিয়ালেই দেখা যায় যে বেশিরভাগ মেয়েকেই বিয়ের পর এসে সুযোগ্য বাড়ির বউ হয়ে ওঠার জন্য বিভিন্ন রকমের পরীক্ষা দিতে হচ্ছে, যেগুলি বর্তমান সমাজে দাঁড়িয়ে একেবারেই কাম্য নয়। ঘরের কাজে নিপুনা মেয়েরাই লক্ষ্মীমন্ত এবং যারা সত্যি কথা স্পষ্ট করে বলে তারা অলক্ষী এইরকম একটি মনোভাব এই সিরিয়ালে দেখা যায়।

২) পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা:

773641 h
বাংলা সিরিয়াল “শ্রীময়ী” – সৌজন্যে : Hotstar

বাংলা সিরিয়ালের কন্সেপ্ট-ই হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা মূলক। কারণ আজও প্রায় প্রতিটি সিরিয়ালেই একটি লোকের দুটি করে বউ, পরকীয়া ইত্যাদি দেখা যায়। আর সেই সমস্ত পরকীয়ায় মেয়েদেরকেই ছোট করে দেখানো হয় এবং পুরুষটির কোনো দোষই নেই সে মেয়েটির জন্যই এই রকম পদক্ষেপ নিয়েছে এইরকম ভাবধারা ফুটিয়ে তোলা হয়।

এছাড়াও কোন নারীবাদী মূলক সিরিয়াল শুরু হলেও তার মধ্যে কোথাও না কোথাও পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা দেখাই যায়। উদাহরণস্বরূপ-অনেক সিরিয়ালে দেখায় যে মেয়েরা ঘরের বাইরে কোন কাজ করে এলেও বাড়ি ফিরে এসে রান্নাটা তাকেই করতে হয় কারণ সে সর্বগুণসম্পন্না, কিন্তু সেই জায়গায় কাজ করে ফেরা পুরুষটি পায়ের উপর পা তুলে বসে থাকে। এই ব্যবস্থা গুলি মোটেই সমাজে কোন ভাল উদাহরণ সৃষ্টি করে না।

৩) কুসংস্কার সৃষ্টি:

326580 h 1
বাংলা সিরিয়াল “নজর” – সৌজন্যে : Hotstar

বেশিরভাগ সিরিয়ালেই কুসংস্কার সৃষ্টি করতে দেখা যায়। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ কিন্তু সিরিয়ালে এই যুগের কোন আজ দেখতে পাওয়া যায় না। বরং সেই জায়গায় ভুত-প্রেত, কালো জাদু, নাগিন, অশুভ ইঙ্গিত পাওয়া এই সমস্ত জিনিস চোখে পড়ে। যেগুলি সমাজের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে এবং বিজ্ঞান ছেড়ে মানুষ সেই সমস্ত কুসংস্কারকে গ্রহণ করে তা একেবারেই কাম্য নয়।

৪) সহিংসতা প্রদর্শন:

1170x658 897777598
বাংলা সিরিয়াল “ত্রিনয়নী” – সৌজন্যে : Zee5

বেশির ভাগ সিরিয়াল এই সহিংসতা প্রদর্শন করা হয় যা সমাজের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে। নারীদের উপর অত্যাচার, গরীবের উপর অত্যাচার, জোর জুলুম করা, কিডন্যাপ করা এই সকল জিনিস বড়দের সাথে সাথে বাচ্চাদের মস্তিষ্কতেও বিরূপ প্রভাব ফেলে, যার ফল ভুগতে হয় সমাজকে।

৫) হিংসা ও চক্রান্ত প্রদর্শন:

575791 h
বাংলা সিরিয়াল “সাঁঝের বাতি” – সৌজন্যে : Hotstar

প্রায় প্রত্যেকটি সিরিয়াল দেখা যায় যে প্রত্যেকটি বাড়িতেই এমন একজন সদস্য থাকে যারা সব সময় অন্যের ক্ষতি চায়। এবং অন্যের ক্ষতি করার জন্য তারা যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত থাকে। সারাক্ষণ সিরিয়ালে এই হিংসা প্রদর্শন এবং নেতিবাচকতা দেখতে দেখতে মানুষের মনেও নেতিবাচক প্রভাব পড়ে। যার ফলে তারাও বাড়িতে কিরকম ভাবে অন্যের ক্ষতি করা যায় সেই সমস্ত ভাবনা ভাবতে শুরু করে।

৬) সাহিত্যধর্মী গল্প অন্যরূপে প্রদর্শন:

pandab goenda serial cast
বাংলা সিরিয়াল “পান্ডব গোয়েন্দা” – সৌজন্যে : Serial Cast

আজকাল বাংলা সিরিয়াল বিভিন্ন সাহিত্য ধর্মী গল্পের অনুকরণে তৈরি হচ্ছে। কিন্তু সেগুলোতে সাহিত্যের গল্প কতটা থাকে তা যারা বই পড়ে তারাই ভালো বলতে পারবে। টিআরপির জন্য সাহিত্য ধর্মী গল্পগুলিকে একেবারে মুখরোচক করে মানুষের সামনে প্রতিস্থাপন করা হয়। যেগুলি দ্বারা সাহিত্যিক কে অপমান করা হয় এবং যারা বই পড়তে ভালবাসেন তাদের ভাবাবেগে আঘাত করা হয়।

৭) পণপ্রথা, বধূ নির্যাতন, বাল্যবিবাহ, বহুবিবাহের মত প্রথাগুলি তুলে ধরা:

1533274657
বাংলা সিরিয়াল “ইরাবতীর চুপকথা” – সৌজন্যে : bdsongsar.com

বিভিন্ন বাংলা সিরিয়ালে বহুবিবাহের মতো ঘটনা প্রায় নিত্যনৈমিত্তিক। এছাড়াও পণপ্রথা, বধূ নির্যাতনের মতো ঘটনাগুলিও তুলে ধরা হয় যা সমাজের সত্যিই কু প্রভাব ফেলে। বর্তমান সমাজে বাল্যবিবাহের মতো ঘটনাও সিরিয়ালে তুলে ধরা হয় যা সত্যিই অকল্পনীয়।

৮) ঐতিহাসিক ঘটনাকে অন্যরূপে প্রদর্শন:

maxresdefault 7
বাংলা সিরিয়াল “কাদম্বিনী” – সৌজন্যে : YouTube

আজকাল বাংলা সিরিয়ালের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে প্রতিস্থাপন করা হচ্ছে। কিন্তু সেই ঐতিহাসিক ঘটনা গুলি কতটা সত্য তা মেনে করা হচ্ছে এবং কতটা সত্যি দর্শকের সামনে তুলে ধরা হচ্ছে সেগুলি সত্যিই ভাবনার ব্যাপার। কারণ যেশ সমস্ত ঘটনা তুলে ধরা হচ্ছে তা সম্পূর্ণই মস্তিষ্কপ্রসূত আসলে ইতিহাস এই সমস্ত ঘটনা গুলি নেই-ই।

৯) অবাস্তব ঘটনা প্রদর্শন:

Trinayani Zee Bangla Serial Title Song
বাংলা সিরিয়াল “ত্রিনয়নী” – সৌজন্যে : Zee5

বাংলা সিরিয়ালে বিভিন্ন অবাস্তব ঘটনা প্রদর্শিত হয় যেগুলি বাস্তবে কখনই সম্ভবপর নয়। যেমন-নায়ক কে বাঁচানোর জন্য নায়িকা আগুনে হেঁটে চলেছে কিন্তু তার কিছু হচ্ছে না, স্বপ্নের মাধ্যমে খারাপ কিছুর ইঙ্গিত পাওয়া, রাত্রে শুতে যাওয়ার সময়ও মেকআপ করে থাকা ইত্যাদি আরও অবাস্তব জিনিস সিরিয়ালে প্রতিস্থাপিত করা হয়।

১০) সামাজিক বিভেদ সৃষ্টি করা:

Jamuna Dhaki 2
বাংলা সিরিয়াল “যমুনা ঢাকি” – সৌজন্যে : Zee5

সিরিয়ালের মাধ্যমে গরিব এবং বড়লোকের মধ্যে ফারাক মুছে দেওয়ার পরিবর্তে আরোও প্রকট ভাবে দেখানো হয়। সব সময় গরিবরা কষ্ট করে জীবন যুদ্ধে এগিয়ে চলে এবং বড়লোক মানেই যথেচ্ছভাবে অর্থ ধ্বংস ইত্যাদি তুলে ধরা হয়।

এছাড়াও হিন্দু মুসলমান এরমধ্যে ধর্মভেদ প্রকট ভাবে তুলে ধরা হয়। একজন হিন্দু মানুষ কখনোই একজন মুসলমানকে বিয়ে করতে পারে না এইরকম সব ধারণা মানুষের মনে পোষণ করা হয়।

তাহলে আপনি জেনে গেলেন বাংলা সিরিয়াল সমাজে কি রকম প্রভাব সৃষ্টি করছে। উপরিউক্ত 10 টি পয়েন্ট ছাড়া আর কোন দিক যদি আপনার মনে হয় অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন।

আরোও পড়ুন….জানেন কি 10 জন বাঙালি পুরানো দিনের সিনেমার অভিনেতা এর নাম যারা বর্তমানে সিরিয়ালে অভিনয় করছেন?