সাউথ ইন্ডাস্ট্রি

সাউথ ইন্ডাস্ট্রিতে কোন সুপারস্টারেরা বাস্তবেও আপন ভাই জেনে নিন।

ভারতবর্ষের এত ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আঞ্চলিক ইন্ডাস্ট্রি অনেক আছে। আর তাদের সাউথ ইন্ডাস্ট্রি অর্থাৎ তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডা ইত্যাদির মতো দক্ষিণী ভাষার ছবি এখন বাজারে অনেক বেশি প্রচলিত।

বলিউডের থেকে বরাবর একধাপ এগিয়ে থাকে সাউথ ইন্ডাস্ট্রি। আর ছবি যেমন সুপারহিট তেমনই তাদের অভিনেতারা অর্থাৎ সুপারস্টার।

সাউথ ইন্ডাস্ট্রিতে অনেক আগের সময় থেকে যে সুপারস্টাররা দাপিয়ে এসেছেন, তাদের মধ্যে অনেকে এখনও কাজ করে চলেছেন; সাথে এসেছে নতুন অনেক তারকা।

সাউথ ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা আছেন যারা একে ওপরের আপন ভাই। একই সাথে কেউ কেউ স্টারডাম বজায় রেখে দাপিয়ে বেড়ান, আবার কারোর একজন হয়তো নতুন পা রাখা।

তাই চলুন, আজ দেখে নেওয়া যাক কোন কোন

সাউথ সুপারস্টার একে ওপরের আপন ভাই কারা

১) জুনিয়র NTR ও কালিয়ান রাম:-

জুনিয়র NTR কে আমরা সবাই জানি। তিনি সাউথ ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির অভিনেতা। হাই পেড স্টারেদের মধ্যে অন্যতম। তার ১৮ বছরের কেরিয়ারে তিনি মোট ২৮ টি ছবি উপহার দিয়েছেন।

অন্যদিকে কালিয়ান’কে বেশ কিছু অ্যাকশন ছবিতে অভিনয় করতে দেখা গেছে। এছাড়াও সে NTR’s নামক এক প্রোডাকশন কোম্পানির মালিক।

২) চিরঞ্জীবী ও পাওয়ান কালিয়ান:-

সাথের বহু পুরোনো সুপারস্টার চিরঞ্জীবী। তিনি তার কেরিয়ারে প্রায় ১০০ র বেশি ছবিতে কাজ করেছেন। তিনি সাউথের একজন প্রথম সারির অভিনেতা। তার অভিনয় দেখার জন্য তার ভক্তরা মুখিয়ে থাকে।

আর অন্য দিকে তার ভাই পাওয়ান-ও একজন সাউথ ইন্ডাস্ট্রির নামকরা অভিনেতা। চিরঞ্জীবীর মতো দাপটে অভিনেতা না হলেও তার কাজ ও অভিনয় দ্বারা সে প্রশংসা কুরিয়েছে বহু মানুষের।

৩) মহেশ বাবু ও নরেশ :-

সাউথ ইন্ডাস্ট্রির অ্যাকশন অভিনেতার তালিকায় মহেশ বাবু একজন নামকরা ও বড়ো বাজেটের নায়ক। তার অভিনয় জগতে তিনি ২৭ টি সিনেমা করেছেন এবং সব ছবিতেই তার দুর্দান্ত পারফরম্যান্স মন জয় করে নিয়েছে সাউথ সিনেমার দর্শকদের।

অন্যদিকে তার দাদা নরেশ ইতিমধ্যেই প্রায় ২০০ টে সিনেমাতে কাজ করেছেন। লিড রোল না হলেও তার কাজে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের।

৪) প্রভুদেবা ও নগেন্দ্র প্রসাদ:-

ইন্ডিয়ার সবথেকে বড়ো ড্যান্সার ও নামকরা অ্যাকশন ডিরেক্টর ও অভিনেতা প্রভুদেবা। সাউথ ইন্ডাস্ট্রি সহ বলিউড ও অন্যান্য ইন্ডাস্ট্রিতে তার ট্যালেন্ট ছড়িয়ে আছে ভারত জুড়ে।

আর তার আপন ভাই নগেন্দ্র প্রসাদ। তিনিও একজন নামকরা ড্যান্স কোরিওগ্রাফার ও অভিনেতা। ইতিমধ্যেই বিজয়ের মাস্টার মুভিতে অভিনয় করে ক্ষ্যাতি অর্জন করেছেন তিনি।

৫) নাগাচৈতন্য ও আখিল আক্কিনেনি:-

সাউথ ইন্ডাস্ট্রি ও গোটা ভারতে নাগাচৈতন্যকে সবাই জুনিয়র নাগার্জুন নামে চেনে। এছাড়াও তিনি অনেকেই সুপারস্টার অভিনেত্রী সামান্থ-অঃর স্বামী।

সুপারস্টার এই অভিনেতার আপন ভাই আখিল তার সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন। ছবির প্রমোশনেও তাদের একসাথে দেখা যায়।

নাগাচৈতন্য ইতিমধ্যেই সাউথের এক প্রথম সারির অভিনেতা ও তার ভাই আখিলও কিছু সময় পর তা হয়ে যাবেন।

৬) বিজয় ও বিক্রানাথ:-

বিজয় সাউথ ইন্ডাস্ট্রির একজন বড়ো বাজেটের অভিনেতা। তার প্রত্যেকটা ছবির জন্য ভক্তরা যেমন অপেক্ষা করে থাকে তেমনই তার ছবি ব্যবসা করে বড়ো বাজেটে।

তার বক্স অফিস কেরিয়ার এতটাই স্ট্রং যে তাকে হেভি পেড অভিনেতার লিস্টে রাখা হয়।

আর অন্য দিকে তার ভাই বিক্রানাথ একটি ছবির মাধ্যমে সাউথ ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছেন। আশা করা যায় যে তার বড়ো ভাইয়ের মতো সেও ইন্ডাস্ট্রির হয়ে ভালো কাজ করবেন।

৭) আল্লু অর্জুন ও আল্লু সিরিশ:‐

আল্লু অর্জুন ইন্ডিয়ার সবথেকে হাই পেড অভিনেতার তালিয়কায় রয়েছেন এবং সাউথে তিনি একের পর এক হিট ছবি উপহার দেওয়ার পর এখন সবথেকে বেশি জনপ্রিয় ও সবথেকে বেশি বাজেটের অভিনেতা।

গোটা ভারতে এমনকি বাংলাতেও অর্জনের স্টারডম ছড়িয়ে পড়েছে। নাচে, অভিনয়ে অর্জুন এখন প্রথম সারির চয়েস।

অন্যদিকে তার ভাই সিরিশ তেলের ছবির পাশাপাশি মালায়লাম ছবিতেও কাজ করছেন। অর্জুনের মতো জনপ্রিয় না হলেও তিনি একজন স্টারডম অভিনেতা।

এরকম আরও অনেক সুপারস্টার আছেন যাদের পারিবারিক বা আত্মীয়তার সম্পর্ক আমাদের অজানা। বলিউড, টলিউড ও অন্যান্য ইন্ডাস্ট্রির সমস্ত সুপারস্টার দের সম্পর্কে জানতে কার না ভালো লাগে, কারণ তাদের স্টারডম। ভারতের বহু এমন তারকা আছে যাদের পরিবারের কোনো কিছুই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়না। তবে তাদের সম্পর্কে জানতে চায় অনেকেই।

আশা করি এই আর্টিকেল আপনাদের ভালো লেগেছে। আরও এরকম খবর পড়তে ফলো করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।