নিজস্ব প্রতিবেদন : ভারতমাতার এক বীর সন্তানের জন্ম ২৩ শে জানুয়ারি। তিনি হলেন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে নতুন আয়োজন করেছে রাজ্য সরকার। এই দিনটি “দেশনায়ক দিবস” ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ই জানুয়ারি নবান্নের ভার্চুয়াল মিটিংয়ে নেতাজির জন্মজয়ন্তী নিয়ে আলোচনা হয়। আলোচনায় মুখ্যমন্ত্রী ২৩ শে জানুয়ারি দিনটিকে জাতীয় ছুটির দাবি ঘোষণা করেন।‌
বৈঠকে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে কিছু পরিকল্পনাও নেওয়া হয়‌-
১. কলকাতার শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত মিছিল।‌
২. বাড়িতে বাড়িতে শঙ্খ বাজানো ও উলধ্বনি দেওয়ার আবেদন নিয়ে একটি কথা হচ্ছে।
৩. স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে আজাদ হিন্দ বাহিনী।
৪. সেই দিনে ১২ টা ১৫ মিনিটে রাজ্য জুড়ে সাইরেন বাজানো হবে।

39524

এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে আজাদ হিন্দ মনুমেন্ট তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে। আজাদ হিন্দ নামে জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে।‌
এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য তেমন কিছুই করতে পারিনি। তাই ২৩ শে জানুয়ারি দিনটিকে নেতাজির জন্মদিন উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী।
এই ভাবনা এক মহৎ উদ্দেশ্য বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।

1 COMMENT

  1. […] খুঁজছিল বইপ্রেমীরা। আজকের নোটিশে সিলমোহর পড়ে স্পষ্ট হল বইমেলা হচ্ছে না এখনই। […]