নিজস্ব সংবাদদাতা: বছর শেষে এক বিরাট বড় দুর্ঘটনা থেকে রেহাই পেল অশোকনগর কালিতলা নিবাসী নিমাই দত্তের পরিবার। শেষ দিনটি বিদায় জানাল ভয়াবহ দুর্ঘটনার মধ্যে দিয়ে রান্নার গ্যাস লিক করে আগুন লেগে গেল অশোকনগরের বাসিন্দা নিমাই দত্তের বাড়িতে। কিন্তু রাখে হরি মারে কে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা। বছরশেষের এই দুর্ঘটনায় এলাকাবাসীও আতঙ্কে রয়েছেন।

খবর সূত্রে জানা যায়, ৩০ শে ডিসেম্বর রোজকার নিয়মের মতোই নিমাই দত্তের স্ত্রী নিজের রান্নাঘরে রান্না করছিলেন। রান্না করতে করতে তিনি লক্ষ্য করেন রান্নার গ্যাস লিক করতে শুরু করে। দেখতে না দেখতেই মুহূর্তের মধ্যেই রান্নাঘরে আগুন লেগে যায় এবং দাউ দাউ পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর তৎপরতায় অশোকনগর ফায়ার ব্রিগেডের একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও কোন বড় দুর্ঘটনা থেকে মুক্তি পায় এলাকা। সেই সময় নিমাই দত্তের বাড়িতে বাড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারা।

খবর সূত্রে, জানা গেছে প্রথমে আগুন লাগে রান্নাঘরে তারপর আগুন সারাবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে বাড়ির সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে সুইচবোর্ড পর্যন্ত পুড়ে যায়। এলাকাবাসীর তৎপরতায় কোন বড় দুর্ঘটনা থেকে মুক্তি পায় নিমাই দত্তের পরিবার। যদিও তারা আতঙ্ক থেকে এখনও বেরিয়ে উঠতে ।