Curtsy : inuth



পৃথিবীতে এরকম মানুষ খুঁজলে সংখ্যায় খুবই কম মিলবে যাঁরা নিজের পোশাক নিয়ে আদৌ কোনও ভাবনাচিন্তা করেন না। বিশেষ করে মহিলাদের মধ্যে পোশাক নিয়ে মাথা ঘামানোর ইতিহাস তো কয়েক হাজার বছরেরও পুরনো। কোনও উৎসবে কিংবা অনুষ্ঠানে যেতে হলে ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যথোপযুক্ত লাগছে কিনা তা নিয়ে মহিলারা বরাবরই অতিরিক্ত দুশ্চিন্তা করেন। কিন্তু খুব বেশি ভাবনাচিন্তা আবার এমন মানুষ বেশি বেশি করে থাকেন যাঁদের শারীরিক ওজন একটু বেশি। স্বাস্থ্যবতী মহিলারা, যাঁদের গড়ন হয়তো একটু ভারি, নিজেকে নিয়ে তাদের দুর্ভাবনার অন্ত নেই। তাঁদের জন্য যে ধরনের দশটি পোশাক সবচাইতে উপযুক্ত, তা হল-

মহিলাদের যা মানায়!

◆ভারতবর্ষের মহিলাদের কাছে শাড়ি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পোশাক। ওজন যাঁদের বেশি এমন মহিলারা পাতলা কাপড়ের শাড়ি পরতে পারেন। যেমন সফট সিল্ক, ক্রেপ সিল্ক বা জর্জেট। হালকা সুতির শাড়িতেও আবেদন হবে অনবদ্য। জমকালো কাজের ভারি শাড়ি এঁদের না পরাই ভালো।



◆ স্বাস্থ্যবতী মেয়েরা লম্বালম্বি সরু ধরনের পোশাক বাছলে খুবই সুন্দর দেখাবে। কামিজে কাজ থাকলে তা যেন অবশ্যই লম্বালম্বি ডিজাইন হয়। আড়াআড়ি নকশাযুক্ত পোশাক বা আনারকলি স্টাইলের ড্রেস এঁদের বেশি পরা উচিত নয়, তাতে বরং ওজন অনেকটাই বেশি বলে মনে হতে পারে।

◆ ওয়েস্টার্ন ড্রেসের বেলায় থ্রি কোয়ার্টার প্যান্ট কিছুটা মোটা মহিলাদের জন্য উপযুক্ত। ফুল-লেন্থ প্যান্ট হলে তা যেন গোড়ালির কাছে ভীষন চাপা না হয়। যাঁদের ওজন বেশি তাঁদের খুব চাপা শর্টস বা হটপ্যান্ট নিয়মিত না পরাই ভালো। লেগিংস পরা হলে উপরের কুর্তির ঝুল অন্তত হাঁটুর উপর অব্দি হলেই ভালো হয়।

মহিলা


◆ ফুল-হাতা, থ্রি-কোয়ার্টার হাতার জামা সবচাইতে ভালো লাগবে খানিকটা মোটা মহিলাদের জন্য। স্লিভলেস, ঘটি হাতা বা ছোট হাতার কুর্তি বা টপে

Opera Snapshot 2020 10 13 070025 www.google.com

অনেকটাই ওজন বেশি বলে মনে হতে পারে। তাছাড়া শরীরের উপরের অংশের ওজন এক্ষেত্রে বেশি মনে হওয়া সম্ভব।

◆ গোল গলা বা বোট নেক জামার বদলে ভি-নেক, কলার দেওয়া জামা, বা স্কোয়ার ডিজাইনের গলার জামা সেইসব মহিলাদের জন্য আদর্শ যাঁদের ওজন বেশি। এতে সপ্রতিভ বুদ্ধিদীপ্ত একটি সাজ ফুটে বের হয়।

◆ পোশাকের রঙ নির্বাচনের ক্ষেত্রে সাবধান হতেই হবে স্বাস্থ্যবতী মহিলাদের। সলিড কালার, যেমন মেরুন, কালো, বেগুনি, নীল ইত্যাদি রঙের পোশাকে অনেকটাই ওজন কম মনে হয়। খুব হালকা রঙের পোশাক কিছুটা এড়িয়ে চলাই উচিত।

◆আজকাল নানা ধরনের জ্যাকেটকে স্টাইল স্টেটমেন্ট হিসেবে উপস্থাপিত করা হচ্ছে। বডি ফিটেড লং বা শর্ট জ্যাকেট পরলে যাঁদের ওজন বেশি তাঁদেরও দেখাবে আকর্ষণীয়। লং জ্যাকেট ও ফিটেড জিন্স, এই কম্বিনেশন মোটা মহিলাদের জন্য একদম সঠিক।

◆ গড়ন যাঁদের একটু ছড়ানো তাঁদের জন্য বড় বড় মোটিফের পোশাক একেবারেই মানানসই নয়।বড় বড় প্রিন্টের কাপড় এবং জংলীছাপা প্রিন্টের কাপড় এড়িয়ে চলাই ভালো। একরঙা প্রিন্টের কাপড়েই মানাবে ভালো। হালকা সূক্ষ্ম কাজের পোশাক এই ক্ষেত্রে আদর্শ। https://www.wikihow.com/Dress-when-You-Are-Fat

◆ ওজন বেশি এমন মহিলাদের ঢিলেঢালা জামাকাপড় পরাই উচিত- এমন একটা ভুল ধারণা বহুদিন হল প্রচলিত রয়েছে। আমাদের বুঝতে হবে যে শারীরিক গড়ন অনুযায়ী উপযুক্ত ফিটিংসের পোশাকেই সবাইকে ভালো লাগে, তিনি মোটা নাকি রোগা তাতে কিছুই যায় আসে না। ফলে যাঁদের চেহারা ভারী, তাঁরাও যেন অবশ্যই নিজেদের ঠিকঠাক মাপমতন ফিটিংস করিয়েই জামাকাপড় পরেন।

efc78a658791345da40639d93382a355



◆ স্বাস্থ্যবতী মহিলাদের লং স্কার্টের সঙ্গে ফিট টপ ব্যবহার করতে হবে। কোমরের দিক মোটা হলে এর ওপরের অংশের জন্য উজ্জ্বল রং ব্যবহার করাই ভালো। আর নিচের অংশে ব্যবহার করতে হবে হালকা কিন্তু উজ্জ্বল সমস্ত রং।

শরীরের ওজন বেশি হলেই যে স্টাইলিশ হয়ে চলাফেরার অনুপযুক্ত- এই ভুল ধারণা ভাঙবার সময় হয়ে গেছে। তাছাড়া সঠিক ব্যক্তিত্বের সঙ্গে সঠিক পোশাক উপস্থিতিকে অন্য মাত্রা দিতে বাধ্য। এই দিকে নজর রেখেই একটু ভারী গড়নের মহিলাদেরও পোশাক নির্বাচন জরুরি।

গড়ন যাঁদের একটু ভারি তাঁদের ঠিক কিরকম পোশাক পরা উচিত বলে তোমাদের মনে হয়? লিখে জানাও কমেন্টে। কিংবা পোস্ট করতে পারো এরকম কোনও ছবি বা সেলফি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজেও। সবচাইতে ইউনিক আইডিয়া পাবে বিশেষ আকর্ষণীয় পুরস্কার।https://banglakhabor.in/2020/11/17/%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%83%e0%a6%b8%e0%a6%82%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%ae%e0%a7%8b/