নিজস্ব সংবাদদাতা- করোনা ভাইরাসের উৎপত্তি কীভাবে হয়েছিল এবং তা কেমন করে চারিদিকে ছড়িয়ে পড়ল তা জানতে সারা বিশ্ব উদগ্রীব। এই ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করার পরই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন চীনের উহান প্রদেশের জৈব রাসায়নিক পরীক্ষাগার থেকে দুর্ঘটনাবশত এই ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। যদিও চীনা প্রশাসন বারবার এই অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি কোনো প্রাণীর মাংস থেকেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে তারা বাদুড় জাতীয় বা প্যাঙ্গোলিনের মতো প্রাণীদের দিকেই ইঙ্গিত করেছে। এই বাদানুবাদের নিষ্পত্তি করতে এবং করোনা ভাইরাসের উৎপত্তি সম্পর্কে সঠিক ধারণা লাভ করার জন্য‌ই বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষ দল আজ চীনের উহানে গিয়ে পৌঁছেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এই বিশেষজ্ঞ দলের মূল উদ্দেশ্য করোনা ভাইরাসের উৎপত্তি স্থল খুঁজে বার করা। সেই সঙ্গে এই ভাইরাস কিভাবে এত দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল তাও তারা তদন্ত করে দেখবে। তদন্ত প্রক্রিয়ায় চীনা প্রশাসন তাদের সব রকমসহায়তা করবে বলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত সপ্তাহখানেক আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরেকটি দল এই তদন্ত কাজের উদ্দেশ্যে চীনে গিয়ে পৌঁছলেও তাদের সে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি! বিমানবন্দর থেকেই ওই দলটিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এরপরই অভিযোগ উঠতে শুরু করে চীন নিশ্চয়ই কিছু লুকানোর উদ্দেশ্যেই বিশেষজ্ঞদের এই দলটিকে দেশে প্রবেশ করতে দেয়নি!

আজ সকালে যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে সিঙ্গাপুর থেকে বিমানে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিশেষজ্ঞ দলটি উহানে এসে পৌঁছয়। আশা করা হচ্ছে এই বিশেষজ্ঞ দলটি তদন্ত চালিয়ে যে তথ্য হাতে পাবে তাকে কাজে লাগিয়ে করোনাভাইরাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে আগামী দিনে। এদিকে চীনের তৈরি করোনা ভ্যাকসিন সিনভ্যাককে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ করা হয়েছে এই ভ্যাকসিনটির করোনা প্রতিরোধ ক্ষমতা মাত্র ৫০ শতাংশ।

এদিকে আজ একটি ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে প্রতি ১ মিনিটে আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হচ্ছে। এই একটি তথ্যই বুঝিয়ে দেয় এই ভাইরাসের মারণ ক্ষমতা ঠিক কতটা! বিশেষজ্ঞরা বিশ্বের সমস্ত মানুষকে সতর্ক করে জানিয়েছেন ভ্যাকসিন চলে আসলেও করোনা স্বাস্থ্যবিধি মেনে চলায় এতোটুকু ঢিলেমি দেওয়া যাবে না।