২০২০ সাল সারা পৃথিবীর জন্যে অনেকগুলো দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এই করোনা তথা অতিমারির সমস্যা তো বটেই, এ ছাড়াও এই বছর রাজনীতি, অর্থনীতি, শিক্ষাব্যবস্থা, খেলাধুলা, চাকরির জায়গা, প্রভৃতি সমস্ত জায়গায় ঘটেছে বড়সড় পালাবদল। এই সমস্ত পরিবর্তনের বেশিরভাগই যে ইতিবাচক তা কিন্তু নয়, তবে ভালোমন্দ মিশিয়েই পরিস্থিতিকে স্বীকার করে নিতে হয় আমাদের। তবে এই করোনার সময়ে বিনোদন জগতে ঘটে যাওয়া আশ্চর্য সব পরিবর্তনের কথা আলাদাভাবে বলতেই হয়। এই অতিমারীর জন্য বিনোদনের দুনিয়া থেকে বেশ কিছু প্রাপ্তিও ঘটেছে সাধারণ মানুষজনের। সেই প্রাপ্তির খতিয়ান মেলাতে হলে দেখতে পাব–

করোনা শিখিয়ে দিয়েছ========

https://timesofindia.indiatimes.com/blogs/O-zone/lessons-corona-teaches-us-we-are-all-in-this-together/

  • বিনোদন জগতের মানুষজন খুব সুচারুভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছেন। মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার এখনকার মেগা সিরিয়ালেও দেখানো হচ্ছে বারবার, ফলে প্রত্যন্ত এলাকার মানুষও এই ধরনের সতর্কতা অবলম্বন করার চেষ্টা করছেন।
  • সিনেমা বা সিরিয়ালের কাহিনিতে উঠে আসছে কোভিদ সংক্রান্ত নানান তথ্য। অভিনেতা অভিনেত্রীরা নিজেদের সংলাপের মাধ্যমেই নানান জরুরি কথা হালকা মেজাজেই পৌঁছে দিচ্ছেন সমস্ত মানুষের কাছে। যা এই মুহূর্তে খুবই প্রয়োজনীয় ছিল।
tv mask 15072020
yeh rista kya kehlata hai– star plus
  • বিনোদন জগতের বহু মানুষ ইতিমধ্যেই করোনার শিকার হয়েছে। তাবড় কিছু সেলিব্রিটির মৃত্যুও হয়েছে এই রোগে। ফলে বয়স্ক এবং শিশু অভিনেতাদের সুরক্ষার জন্য বিশেষ পরিকাঠামো তৈরি হয়েছে বিনোদন জগতে, যা এযাবৎ সেভাবে ছিল না বললেই চলে।
  • বিনোদন জগত যে শুধু বড়সড় অভিনেতা, প্রযোজক, পরিচালকদের দিয়ে চলে না, এই ইন্ডাস্ট্রিতে রোজকার ছোটোখাটো কাজ যারা করেন, স্পটবয় বা টেকনিশিয়ান তাঁদের গুরুত্ব বুঝিয়েছে করোনা ভাইরাস। তাঁদের বাদ দিলে বিনোদন জগতের সমস্ত ছোটবড়ো প্রজেক্ট ই যে অচল, তা বোঝবার সময় হয়েছে এবার
  • \
kumkum bhagya 2
jansatta
  • করোনার ফলে বলিউড, হলিউড, টলিউডে প্রচুর লগ্নিতে ক্ষতি হয়েছে এটা অস্বীকার করার কোনও উপায় নেই। কিন্তু সঙ্গে এও সত্যি যে এই মন্দার সময় কাটিয়ে উঠে বিনোদন জগত আবার ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি করেছে নতুন নতুন আইডিয়া। সমস্ত কর্মকাণ্ডের কাহিনিবিন্যাসে এসেছে গুরুত্বপূর্ণ নানান পরিবর্তন।
  • সিনেমা হল, প্রেক্ষাগৃহ কিংবা মঞ্চের সামনে বসে বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পছন্দ করা সাধারণ মানুষ আজ সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে যার যার নিজের কম্পিউটার এবং মোবাইলে বাড়িতে বসেই নানান ধরনের সিনেমা বা নাটকের স্বাদ নিতে পারছেন।
  • রমরমা বেড়েছে সমস্ত রকমের ওটিটি প্ল্যাটফর্মের। কিছুদিন আগে পর্যন্ত নেটফ্লিক্স, হটস্টার, আমাজন প্রাইম ইত্যাদি হাতে গোনা কিছু ওটিটি প্ল্যাটফর্ম মানুষকে টেনে রাখলেও আজ সারা বিশ্বে নানান ভাষায় তৈরি হয়েছে একাধিক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। এই সমস্ত জায়গায় পরিবেশনের জন্য তৈরি হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিনোদনমূলক কর্মকাণ্ড, যা মানুষকে এই নতুন ধরনের বিনোদন জগতের সঙ্গে জড়িয়ে নিচ্ছে ক্রমশ।

OTT Business 2
medianews4u
https://banglakhabor.in/2020/11/12/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b6/
  • সম্প্রতি ইংল্যান্ডে সমস্ত বিধিনিষেধ মেনে ২৫০০ মানুষের জমায়েতে অনুষ্ঠিত হয়েছে একটি মিউজিক কনসার্ট।৫০০টি মেটালের তৈরি মঞ্চে মাস্ক ছাড়াই খাদ্য ও পানীয় সহ শ্রোতারা এমনভাবেই বসেছিলেন যে কোনোমতেই সংক্রমণ ছড়ানো সম্ভব নয়। প্রবেশ আর প্রস্থানের ক্ষেত্রেও ছিল অভিনবত্ব। সারা পৃথিবীর মানুষ এই পরিকল্পনায় অত্যন্ত উদ্বুদ্ধ হয়েছেন বলাই বাহুল্য। ফলে করোনাকে পাশ কাটিয়েও বিনোদনে অংশ নেবার রাস্তা মানুষই খুঁজে বের করছে।
  • করোনা সারা পৃথিবীর বিনোদন জগতকে পরিষ্কার, স্বচ্ছ, সুন্দর ও সুশৃঙ্খলিত করে তুলেছে ক্রমশ। এই সময় বিনোদনের সেরা প্রাপ্তি বলেই একে ধরা যেতে পারে।
China Reopens Movie Theaters With New Safety Measures