বরাবরই বিনোদন জগতের সঙ্গে রাজনৈতিক দলগুলির মাখামাখির সম্পর্ক। পশ্চিমবঙ্গে বাম আমল থেকেই চলে আসছে এই পরম্পরা। পরিচালক অপর্ণা সেন, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেতা-নাট্যকার কৌশিক সেন, বাদশারা প্রকাশ্যেই সমর্থন করতেন সিপিএমকে।


তৃণমূল ক্ষমতায় আসার পরেও বজায় থেকেও সেই ঐতিহ্য। বরং উঠে এসেছে এক নতুন গোষ্ঠী। অভিনেতা দেব, নাট্যকার ব্রাত্য বসু, অভিনেত্রী মিমি, নুসরত, গায়ক কবীর সুমনরা নাম লিখিয়েছেন জোড়াফুল শিবিরে। লোকসভা ভোটে ১৮ টি আসনে জেতার পর গেরুয়া শিবিরেও যোগ দেওয়ার হিড়িক পড়ে গেছে। বাদ যায়নি বিনোদন মহলও। টলিউডের একঝাঁক তারকা যোগ দিয়েছেন বিজেপিতে। গড়ে উঠেছে গেরুয়া শিবিরের নিজস্ব সেলেব ব্রিগেড।


এখানে আমরা আলোচনা করলাম বিনোদন জগতের সেইসব মুখ নিয়ে যারা ওজন বাড়াচ্ছেন বঙ্গের বিজেপি শিবিরের।

parno 1588770666

১। পার্নো মিত্র – বাংলার বিনোদন জগতের পরিচিত মুখ পার্নো। রবি ওঝার টিভি সিরিয়াল ‘খেলা’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেছেন। অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসব না’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় পুরষ্কারও জিতে নেন পার্নো। ২০১৯ সালে লোকসভা ভোটের পর দিল্লী গিয়ে যোগ দেন বিজেপিতে।

maxresdefault 2

২। অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় – জনপ্রিয় অভিনেতা, পরিচালক এবং মিউজিক ডিরেক্টর হিসেবে অনিন্দ্যর নামডাক। টিভি সিরিয়ালের পরিচিত মুখ। সিনেমাতেও কাজ করছেন আধিপত্য নিয়ে। ‘শব্দ কল্প দ্রুম’, ‘অন্তর স্বত্বা’, ‘সমান্তরাল’, ‘পর্ণমোচী’র মতো একাধিক চলচ্চিত্রে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। লোকসভা ভোটে বিজেপির অভাবনীয় সাফল্যের পরেই দিল্লীতে বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন এই অভিনেতা।

image 2

৩। রিমঝিম মিত্র – ডান্স রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা যা বাংলা’ থেকে রিমিঝিমের উত্থান। এরপর একাধিক বাংলা টিভি সিরিয়াল ও সিনেমায় কাজ করেছেন। রিমঝিম অভিনীত ‘ক্রস কানেকশন’, ‘মল্লিক বাড়ি’, ‘তিন ইয়ারির কথা’, ‘তিন পাত্তি’ সিনেমা প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। ‘কৃষ্ণকলি’, ‘একদিন প্রতিদিন’, ‘বেহুলা’ সিরিয়ালেরও পরিচিত মুখ তিনি। ২০১৯ লোকসভা ভোটের পর নাম লেখান বঙ্গ বিজেপিতে।

KancMoitra

৪। কাঞ্চনা মৈত্র – বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। সিনেমাও করছেন চুটিয়ে। ‘সেদিন দুজনে’ চলচ্চিত্র দিয়ে ডেবিউ করেন। ‘বিল্লু রাক্ষস’, বাই বাই ব্যাঙ্কক’, ‘টুসকি’, ‘অ্যাক্সিডেন্ট’ চলচ্চিত্রে সুনামের সঙ্গে অভিনয় করেছেন। ‘যমুনা ঢাকি’, ‘সাঁঝের বাতি’ সিরিয়ালেও তাঁর অভিনয় সমাদৃত হয়েছে। ২০১৯ সালে তিনি যোগ দেন বিজেপিতে।

62216276 2154906964604717 3949876874313728000 n
অভিনেতার ফেসবুক পেজ থেকে সংগৃহীত

৫। লামা হালদার – আসল নাম অরিন্দম হালদার। তবে ‘লামা’ নামেই তাঁকে চেনে আপামর বাঙালি। জনপ্রিয় বাংলা কমেডিয়ান। সিরিয়ালের পরিচিত মুখ হলেও সিনেমাতেও কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ‘বিসর্জন’, ‘সিনেমাওয়ালা’, ‘মহাপুরুষ ও কাপুরুষ’, ‘ব্রেক ফেল’ প্রভৃতি। ২০১৯ লোকসভা ভোটের পর বঙ্গ বিজেপিতে নাম লেখান তিনিও।

এছাড়াও আছেন ঋষি কৌশিক, অঞ্জনা বসু, রূপাঞ্জনা মিত্র, রূপা ভট্টাচার্য, মৌমিতা গুপ্ত, দেবরঞ্জন নাগ প্রমুখ।