নিজস্ব সংবাদদাতা- দলত্যাগী নেতা শুভেন্দু অধিকারীকে তারা যে বিনা যুদ্ধে একটুও জমি ছাড়তে রাজি নয় তা আবারও বুঝিয়ে দিল তৃণমূল নেতৃত্ব। গতকাল দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত রোড শো করেছিল বিজেপি। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। গতকালের ওই রোড শো-কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে টালিগঞ্জের চারু মার্কেট ও মুদিয়ালি অঞ্চল। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূল তাদের রোড শো’তে সামিল হওয়া কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।

বিজেপির গতকালের রোড শো যখন চারু মার্কেট ও মুদিয়ালি অঞ্চল দিয়ে যাচ্ছিল তখন হঠাৎই ইট বৃষ্টি হতে শুরু করে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ তাদের রোড শো-এ উপস্থিত সমর্থকদের ওপর প্রথম ঢিল ছোঁড়ে। বিজেপি কর্মীরা অবশ্য তারপর মুদিয়ালির পাড়ার ভিতরে ঢুকে বেশ কিছু তৃণমূল কর্মীকে মারধর করেছে বলে জানা যায়। এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে আজ সকালে টালিগঞ্জ থানায় তৃণমূলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকালের অশান্তির বিষয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল রোড শোতে উপস্থিত বিজেপি কর্মীরাই প্রথম তাদের কর্মী-সমর্থকদের ঢিল ছোঁড়ে। এমনকি পাড়ার মধ্যে ঢুকে বয়স্ক বাচ্চাদেরও বিজেপির কর্মী-সমর্থকেরা মারধর করেছে বলে অভিযোগ করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি আজ সকালে চারু মার্কেট ও মুদিয়ালি অঞ্চলে গিয়ে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন।

বিজেপির অশান্তি সৃষ্টির চেষ্টা এবং গতকাল টালিগঞ্জ অঞ্চলের পরিস্থিতি উত্তপ্ত করে তোলার অপচেষ্টার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে আজ সকালেই জানানো হয়েছিল তারা শান্তি মিছিল করবে। এই শান্তি মিছিল ইতিমধ্যেই টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে শুরু হয়ে গিয়েছে। হাজরায় শান্তি মিছিল শেষ হওয়ার পর হাজরা পার্কে একটি জনসভা করবেন মিছিলে উপস্থিত তৃণমূল নেতৃত্ব।

অরূপ বিশ্বাস ও শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত এই শান্তি মিছিলে উপস্থিত আছেন বাপ্পাদিত্য দাশগুপ্ত, তপন দাশগুপ্তের মতো দক্ষিণ কলকাতার বেশকিছু তৃণমূল নেতা। অরূপ বিশ্বাস দাবি করেন গতকাল অশান্তি যা করার সব বিজেপি করেছে। তার কথায়, “অন্য দলের মিছিলে ঢিল ছোঁড়ার কালচার তৃণমূলের নেই।”