টেক্সাসে কিশোর বন্দুকবাজের হামলায় ১৯ শিশু সহ ২১ জন নিহত

ফের আমেরিকার অষ্টাদশী বন্দুকবাজের হামলা। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার এক ১৮ বছরের কিশোর গুলিবিদ্ধ করলো টেক্সাসের এক এলিমেন্টারি স্কুলের ২১ জনকে। যার মধ্যে ১৯ জন শিশুর নাম রয়েছে। এই মর্মান্তিক ঘটনা ঘটানোর পর পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই নবীন খুনীর। টেক্সাস প্রশাসন সূত্রে খবর অনুযায়ী সেই খুনীর নাম সালভাদর রামোস।

একটি হ্যান্ডগান আর রাইফেল নিয়ে সালভাদর স্কুলে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। সেই গুলিচালনায় নিঃশেষ হয় ফুটফুটে নিষ্পাপ ১৯ টা প্রাণ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। অনেকে আহতও হয়েছেন তার মধ্যে দু’জন পুলিশ আধিকারিকের অবস্থা স্থিতিশীল। এই ঘটনার পর স্তম্ভিত আমেরিকা সহ সমগ্র বিশ্ব ।

টেক্সাসে কিশোর বন্দুকবাজের হামলায় ১৯ শিশু সহ ২১ জন নিহত

এই ঘটনা বন্দুকের যথাযথ ব্যবহার এবং লাইসেন্স সংক্রান্ত বিধি নিষেধ-এর ওপর কড়াকড়ি বাড়ানোয় ব্রতী করবে সরকারকে। টেক্সাসের ইতিহাসে এতটা নৃশংসতা আগে হয়নি। অনেক সংবাদ মাধ্যম এই ঘটনাকে আমেরিকার গত এক দশকের মধ্যে অন্যতম এক নৃশংস ঘটনা হিসেবে উল্লেখ করেছে। এই ঘটনার পর টেক্সাস গভর্নর টুইটে শোকবার্তা দেন এবং একই সঙ্গে হোয়াইট হাউসের তরফ থেকে নিহতদের প্রতি শোক ব্যক্ততা এবং সহমর্মিতা প্রদর্শনে ২৮মে পর্যন্ত সূর্যাস্তের সময় পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডো বাইডেন।