প্রতিশ্রুতি সার তাঁত শিল্প ধ্বংসের মুখে

ভোট যায় ভোট আসে, বিভিন্ন রাজনৈতিক দলগুলির থেকে মেলে প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতি সার। ভোট হয়ে গেলে আর কেউ পিছন ফিরে তাকায় না। আমাদের পরিস্থিতি খুব সঙ্কটে। তাঁত শিল্প ধ্বংসের মুখে। আমরা চাই সরকারে যেই আসুক তাঁত শিল্পকে যাতে বাঁচিয়ে রাখা যায় তার ব্যবস্থা করুক। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলিকে এই আবেদন করলেন নদীয়ার তাঁত শিল্পীরা। নদীয়ার শান্তিপুরের প্রাইস 60 থেকে 70 হাজার তাঁত শিল্পী রয়েছে। দিন দিন অবহেলার কারণে তাঁত শিল্প আজ ধ্বংসের মুখে। একটি কাপড় বুনতে গেলে যে টাকা ব্যয় হয় ওই কাপড় বিক্রি করে সেই টাকাটা উঠে আসে না। অথচ এই তাঁত শিল্পের ওপর নির্ভর করে তাদের সংসার চলে। নদীয়ার তাঁত শিল্পীদের দাবি প্রতিবছর ভোটের আগে তাদের কাছে এসে বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি দিয়ে যায়। ভোট হয়ে গেলে একটিবারও কেউ খোঁজ নেয় না। চৌতিরিশ বছরের বাম সরকার বলুন আর দশ বছরের তৃণমূল সরকার কেউ তাঁত শিল্প উন্নয়নের দিকে নজর রাখে নি। তাই তাদের বিনম্র আবেদন আগামী দিনে তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার রাজ্যে যে সরকারই আসুক তারা যেন সেদিকে নজর দেয়, তাহলে তার শিল্পকে বাঁচিয়ে তোলার পাশাপাশি দু’মুঠো ভাত খেয়ে সংসারটাও চালাতে পারবে তারা।