নিজস্ব সংবাদদাতা- কলকাতার তরুণ প্রজন্মের মধ্যে নাটক দেখার ইচ্ছের জাল বুনে দিয়েছিল অথৈ। এই ব্লক-ব্লাস্টার নাটকটি ২০১৫ সালে নটধা নাট্য দলের প্রযোজনায় প্রথম মঞ্চস্থ হয়। কলকাতা তথা পশ্চিমবঙ্গে অথৈ-এর শেষ অভিনয় হয়েছিল ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। অবশ্য ২০২০সালের ৫ জানুয়ারি বেঙ্গালুরুতে এই নাটকের প্রথম পর্বের শেষ অভিনয় মঞ্চস্থ হয়। তারপর করোনা মহামারী, লকডাউন সহ নানান কারণে দর্শকদের হাপিত্যেশ সত্বেও এই নাটক মঞ্চস্থ করা সম্ভব হয়নি। তবে সুখবর হল আবার মঞ্চে ফিরতে চলেছে শেক্সপিয়ারের ওথেলো-র অ্যাডাপ্টেশন অথৈ।

নাটকের পরিচালক অর্ণ মুখোপাধ্যায় ১৭ জানুয়ারি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন খুব শীঘ্রই কলকাতার মঞ্চে ফিরে আসতে চলেছে অথৈ, অনঙ্গ এবং দিয়ামোনারা। যদিও এই তরুণ পরিচালক শো-এর দিন বা মঞ্চের নাম কিছুই ঘোষণা করেননি এখনো পর্যন্ত। তবে এই ফেসবুক পোস্ট সামনে আসতেই নাট্য প্রেমীদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। সবাই অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন কবে আবার দেখা যাবে অথৈ।

নাটক,
ফেসবুকে এই পোস্টটি করেন অর্ণ মুখোপাধ্যায়

অর্ণ মুখোপাধ্যায় ওথেলোর গল্পকে আমাদের এই বঙ্গ জীবনের প্রেক্ষাপটের নিয়ে এসে ফেলেছেন। এখানে ওথেলো হয়ে যায় অথৈ, ডেসদিমোনা হয়ে ওঠে দিয়ামোনা। অথৈ-এর চরিত্রে অভিনয় করছেন স্বয়ং পরিচালক অর্ণ এবং দিয়ামোনার চরিত্রে আছেন তুর্ণা দাস। শেক্সপিয়ারের ওথেলো’র ব্যারন ইয়াগো এখানে হয়ে উঠেছেন গ্রামের জমিদার পরিবারের সন্তান অনঙ্গ।

দলিত ও আদিবাসীদের প্রতি তথাকথিত প্রগতিশীল মানুষদের মনোভাব ঠিক কতটা সংকীর্ণ হতে পারে তাই তুলে ধরার নাটক অথৈ। তবে এই নাটক দেখতে দেখতে কখনই মনে হবে না তত্ত্বের কচকচানি চলছে, প্রতি মুহূর্তে নাটকীয় ঘাত-প্রতিঘাতে এই নাটক এগিয়ে চলে। ডাক্তার অনঙ্গ যে তার গ্রামের বন্ধু ও আদিবাসী পরিবারের ছেলে অথৈ লোধার ডাক্তার হয়ে ওঠার বিষয়টি মন থেকে মেনে নিতে পারেনি তা নাটকের পড়তে পড়তে ধরা পড়ে।

দিয়ামোনা জাতপাতের সমীকরণকে তুচ্ছ করে দিয়ে স্রেফ ভালোবাসার টানে অথৈকে বিয়ে করলে তা অনঙ্গর তথাকথিত প্রগতিশীল ‘মেল ইগো’কে হার্ট করে। বন্ধুত্বের ছলনায় অনঙ্গ যেন ধীরে ধীরে একের পর এক ফাঁদে জড়িয়ে ফেলতে শুরু করে অথৈকে।

রোহিত ভেমুলা মৃত্যুবার্ষিকী গিয়েছে ১৭ জনুয়ারি। সেইদিনই অথৈ-এর ফিরে আসার ঘোষণা কাকতালীয় হলেও তা যেন জাতপাতের দীর্ণ সমাজের প্রতিচ্ছবি তুলে ধরারই প্রতীক। এই নাটকে অনির্বাণ ভট্টাচার্য্যর অভিনয় দেখে তরুণ প্রজন্মের মধ্যে যে পরিমাণ আলোড়ন উঠেছে তা সাম্প্রতিক অতীতে বাংলা নাটকে সত্যিই বিরল।

সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল শো চলার সময় তরুণ নাট্যমোদীদের উত্তেজনার বশে নাটকের মধ্যেই হাততালি দিয়ে ওঠা বা সিটি দেওয়া! অনেক নাট্য সমালোচক এই বিষয়টির কঠোর সমালোচনা করলেও এটা মাথায় রাখতে হবে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে বাংলা নাটকে আগ্রহী করে তোলার কাজটি অনেকটাই করেছে অথৈ। সেই অথৈ-এর ফিরে আসার ঘটনায় উথাল পথল হতে শুরু করেছে বাংলা থিয়েটার জগৎ। এখন শুধু স্থান ও কাল ঘোষণার অপেক্ষা মাত্র!