নিজস্ব সংবাদদাতা: প্রতি বছরই প্রজাতন্ত্র দিবসের দিন গোটা দেশজুড়ে বিভিন্নরকম অনুষ্ঠান আয়োজিত হয়। তবে এবছর ২৬ জানুয়ারি ভারতের ৭২ তম সাধারণতন্ত্র দিবসে, সংবিধান কার্যকর হওয়ার দিনটিকে শ্রদ্ধা জানানোর জন্য অ্যানিম্যাল প্ল্যানেট ইন্ডিয়া একটি দারুন উদ্যোগ নিয়েছিল। তারা এই দিনে একটি ভিডিও প্রকাশ করে। বিভিন্ন বন্য প্রাণীদের শব্দ দিয়ে তৈরি সেই ভিডিওটি বানানো হয়েছে, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। ভিডিওটিতে ‘সারে জাহান সে আচ্ছা’ গানটির উপস্থাপনার সঙ্গে সিংঘ, বাঘ, পাখিদের ছবি একেবারে অনবদ্য।

 বাঘ
India.com

এই অপূর্ব সংকলনটি এর আগে কেউ কখনও করার কথা ভাবতেও পারেনি। তাই করেওনি। এই ভিডিওটি ইউটিউবের মতন ডিজিট্যাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। গানটি মুম্বই-ভিত্তিক ক্যাপেলা (গান গাওয়ার সময় কোনও যন্ত্র ব্যবহার করা হয়না) ব্যান্ড ‘রাগা ট্রিপিন’ বানিয়েছে। এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত চর্চায় রয়েছে এই ভিডিওটি। ভিডিওতে লাইক শেয়ার-সহ নেটিজেনদের কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে সামাজিক মাধ্যমগুলি। দেড় মিনিটের এই ভিডিও ক্লিপটি ইতিমধ্যে ইউটিউবে প্রায় ৫ লক্ষের বেশি ভিউজ পেয়েছে এবংসেই সঙ্গে ট্যুইটার ও ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।

অ্যানিম্যাল প্ল্যানেট ইন্ডিয়া নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে লিখেছে, “ভারতের অবিশ্বাস্য জীববৈচিত্র্যের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি! ভারতের বন্য প্রাণীদের বিভিন্ন শব্দ দিয়ে তৈরি দেশাত্মবোধক গান ‘সারে জাহান সে আচ্ছা’ সকল দেশবাসী উপভোগ করুন। এই গানটি একেবারে অরিজিনালি বিভিন্ন পাখি, প্রাণী এবং প্রকৃতির শব্দগুলি দিয়ে খাঁটি ভাবে বানানো হয়েছে। এই সুন্দর সংস্করণটি তৈরি করতে সাহায্য করেছে ক্যাপেলা ব্যান্ড রাগা ট্রিপিন।”

উল্লেখ্য, চলতি প্রজাতন্ত্র দিবস অন্যান্য বছরের তুলনায় একেবারেই আলাদা ছিল। কৃষি আইনের প্রতিবাদে দীর্ঘ ২ মাস ধরে চলতে থাকা আন্দোলনে সামিল হওয়া কৃষকরা সেদিন জমায়েত করেছিল দিল্লীর রাজপথে। সেই ট্রাক্টর মিছিলের জেরে অগ্নিগর্ভ অবস্থা হয়েছিল রাজধানীর। যার রেশ ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। তারমধ্যেই এই ধরণের মন ভাল করা ভিডিও একমুঠো খুশি এনে দিয়েছে দেশবাসীর মনে।