বিশ্ব ক্রিকেটে ব্যার্থ অধিনায়কের তালিকায় এমন কিছু নাম আছে যা দেখলে আপনি চমকে উঠবেন। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার পরও
অধিনায়কত্বের ক্ষেত্রে মুখ থুবড়ে পড়েছেন অনেক দিগগজ ব্যক্তিত্ব। শচীন টেন্ডুলকার থেকে ব্রায়ান লারা কিংবা ফ্লিন্ট অফ থেকে ক্রিস গেল অনেকেই সামিল এই তালিকায়। সাথে এক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতা ক্যাপ্টেনও।

যেকোনো খেলাতেই ক্যাপ্টেনের কাঁধে কিছু গুরুদায়িত্ব বহাল থেকে কারণ মুশকিল সময়ে নেওয়া কিছু সিদ্ধান্তই যেকোনো ম্যাচের রূপ বদলে দিতে পারে। ধৈর্য, বিচক্ষণতা আর বুদ্ধিমত্তা মিলিয়েই যেকোনো সিদ্ধান্তের সফলতা নির্ধারণ হয়। তবে সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও স্বাভাবিক, কিন্তু বিশ্বের ক্রিকেট ইতিহাসে এমন কিছু ক্যাপ্টেন আছে যারা অধিনায়কত্বতে চূড়ান্ত ভাবে ব্যার্থ হয়েছে।


১) ব্রায়েন লারা

images 50 2
https://www.thecricketmonthly.com/story/1043611/the-lara-nightmare


এই ব্যক্তিত্বকে বর্তমান ক্রিকেট প্রজন্মের বেস্ট বাঁহাতি ব্যাটসম্যান বললে কিছু ভুল বলা হবে না। ১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত মোট ৯বছর ওয়েস্ট ইন্ডিজ টিমের ক্যাপ্টেন ছিলেন তিনি। তার ব্যাটিং দক্ষতা ও তীব্র গতিতে রান করার ক্ষমতা বর্তমান ক্রিকেট প্রজন্মের কাছে দৃষ্টান্তমূলক। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ২০হাজারের উপরে রান থাকা সত্বেও অধিনায়কত্বের ব্যাপারে তিনি বহুবার বার্থ্য প্রমাণিত হয়েছেন। তার অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজ টিম ৪৭টি ম্যাচের মধ্যে মাত্র ২৬টি ম্যাচ জিতেছেন।

২) হিথ স্ট্রিক

images 58
https://www.cricketworld.com/who-would-have-predicted-that-heath-streaks-best-odi-bowling-figures-down-india/63843.htm

জিম্বাবয়ের সেরা বোলারদের তালিকার শুরুর দিকেই এই বোলারের নাম পাওয়া গেলেও অধিনায়কত্বের তালিকায় তার নাম বেশ নীচের দিকে। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত মোট চার বছর অধিনায়কত্বে ৬৮ ম্যাচের মধ্যে মাত্র ১৮টি ম্যাচ জিতিয়েছেন। তবে ভালো অধিনায়ক না হলেও বাংলাদেশের বোলিং কোচ হিসেবে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছেন।

৩) এলস্টার কুক

ইংল্যান্ডের বেস্ট ব্যাটসম্যানদের নাম বললে যার নাম শুরুতেই আসবে তিনি এলস্টার কুক। অদম্য ব্যাটিং স্কিল আর শান্তগোছের স্বভাবের জন্য তিনি পরিচিত ছিলেন। ১৬১টি টেস্ট ম্যাচ খেলে তিনি ৩৩টি সেঞ্চুরী সমেত ৩০হাজার রান করলেও অধিনায়কত্বের দিক থেকে তিনি মুখ থুবড়ে পড়েন। মোট ৬০টি টেস্ট ম্যাচের মধ্যে তিনি মাত্র ১৪টি ম্যাচে জয় লাভ করেন। একদিবসীয় ক্রিকেটে মোট ৭০টি ম্যাচের মধ্যে মাত্র ৩০টি ম্যাচে জয় লাভ করেন।

৪) এন্ড্রু ফ্লিন্টঅফ

images 60 1
https://talksport.com/sport/cricket/694011/freddie-flintoff-silver-bronze-medals-scrapped/amp/

একবিংশ শতাব্দীর বেস্ট অলরাউন্ডার বললে যার নাম প্রথমেই মাথায় আসে তিনি আন্ড্রু ফ্লিন্টঅফ। ইংল্যান্ডের এই প্লেয়ারটি ব্যাটে এবং বলে দুটোতেই সমান দক্ষতার পরিচয় দিলেও অধিনায়কত্ব তার ক্রিকেট কেরিয়ারের একটি কালো দিক বলেই গণ্য করা হয়। ১১টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করে তিনি ইংল্যান্ডকে মাত্র ২টি ম্যাচে সাফল্যের মুখ দেখাতে পারেন এবং ৭টি ওয়ানডে ম্যাচের মধ্যে তিনি মাত্র একটি ম্যাচে জয় লাভ করে।

৫) শচীন টেন্ডুকার

images 61 1
https://www.zimbio.com/photos/Sachin+Tendulkar/Australia+v+India+First+Test+Day+1/cZymSq6ioZF

দ্যা লিটিল মাস্টার আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এক নক্ষত্র। তার ক্রিকেট জীবনে তিনি বহু অবিস্মরণীয় ইনিংস উপহার দিলেও অধিনায়কত্বের ক্ষেত্রে তিনি ব্যার্থ প্রমাণিত হয়েছেন। ক্রিকেট জগতের প্রায় সব রেকর্ডের মালিক এই ব্যক্তিত্বকে দুবার অধিনায়কত্বের ভার দেওয়া হয়, ১৯৯৬ আর ১৯৯৯ সালে। তার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট টিম ২৫টি টেস্ট ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচে জয় লাভ করে আর ৭৩টি ওয়ান ডে ম্যাচের মধ্যে মাত্র ২৩টি তে জয় লাভ করেন। ২০০৫ সালেও তাকে অধিনায়কত্বের অফার করলেও তিনি তা প্রত্যাখ্যান করে ও ক্যাপ্টেন হয় মহেন্দ্র সিং ধোনি।

৬) ক্রিস গেল

images 62 2
https://www.facebook.com/christopherig/posts

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বিধ্বংসী ব্যাটসম্যান বললেই যার নাম প্রথম মাথায় আসে তিনি ক্রিস গেল। ওয়েস্ট ইন্ডিজের এই প্লেয়ার তার ক্রিকেট কেরিয়ারে বহু অবিস্মরণীয় ইনিংস উপহার দিলেও অধিনায়কত্বের সময়ে তিনি বার্থ্য প্রমাণিত হয়। ওয়েস্ট ইন্ডিজকে ৫০টি ম্যাচের মধ্যে মাত্র ১৭টি ম্যাচে তিনি জয় লাভ করান।

৭) সাকিব আল হাসান

images 63 1
https://www.icc-cricket.com/media-releases/1473892

বাংলাদেশী এই স্পিনিং অলরাউন্ডার আন্তর্জাতিক স্তরের ক্রিকেট ও অন্যান্য ম্যাচে ব্যাটে ও বলে দুটোতেই যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছনে। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে তিনি ৬০০+ রান ও ১৯টি উইকেট নিয়ে তার প্রতিভার পরিচয় দিলেও অধিনায়কত্বের ক্ষেত্রে তিনি চূড়ান্ত বার্থ্য প্রমাণিত হয়। মোট ১৩ টি টেস্ট ম্যাচের মধ্যে মাত্র ৩টি ম্যাচে জয় লাভ করেন, ৫০টি ওয়ান ডে ম্যাচের মধ্যে মাত্র ২২টি ম্যাচে জয় লাভ করেন আর ১২টি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচে জয় লাভ করেন।

৮) রস টেলর

ইংল্যান্ডের এই ডান হাঁতি ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেট অনেক অসাধারণ পারফরম্যান্স দিলেও অধিনায়কত্বের ক্ষেত্রে টিমের কাছে তিনি বড্ড কাঁচা প্রমাণিত হয়। ২০টি ওয়ান ডে ম্যাচের মধ্যে তিনি মাত্র ৫টি ম্যাচে জয় লাভ করে এবং টেস্ট ক্রিকেটে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচ জিততে পারেন।

৯) ইউনিস খান

download 2
https://www.geosuper.tv/amp/5450-pcb-appoints-younis-khan-as-batting-coach-for-upcoming-england-tour

পাকিস্তান ক্রিকেট টিমের এই ক্রিকেটার তার ব্যাটিংয়ের মাধ্যমে গোটা বিশ্বকে মোহিত করে তুললেও অধিনায়কত্বের ক্ষেত্রে ব্যার্থ প্রমাণিত হন। ইনি পাকিস্তান ক্রিকেট টিম কে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতালেও টেস্ট ম্যাচের ক্ষেত্রে তিনি ৭টির মধ্যে মাত্র ১টি ম্যাচে জয় লাভ করে আর ওয়ান ডে ম্যাচে তিনি ২১টির মধ্যে মাত্র একটি ম্যাচে জয় লাভ করে তাই ওয়ার্ল্ড কাপ জেতালেও তিনি এই লিস্টে থাকবেন