নিজস্ব সংবাদদাতা: গতকাল ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মোট ১১ টি ছক্কা মারে ভারত। চারটি করে ছক্কা মারেন ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। তিনটি ছক্কা মারেন শার্দুল ঠাকুর। ভারতের ১১ টি ছক্কার সৌজন্যে প্রথম ৫০ ওভারের শেষে গোটা সিরিজে মোট ছক্কার সংখ্যা দাঁড়ায় ৬৩। অন্যদিনের মতো না হলেও ছক্কার নিরিখে খুব একটা পিছিয়ে ছিল না ইংল্যান্ডও।

ইংরেজ ব্যাটসম্যানরা মোট সাতটি ছক্কা মারেন। ইংল্যান্ডের সাতটি ছক্কার সৌজন্যে তিন ম্যাচের সিরিজে মোট ছক্কার সংখ্যা দাঁড়ায় ৭০। তার ফলে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক ছক্কার রেকর্ড তৈরি হয়েছে। এতদিন তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক ছক্কার রেকর্ড ছিল ২০১৯ সালের নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের ঝুলিতে। সেই সিরিজে ৫৭ টি ছক্কা হাঁকানো হয়েছিল। 

তবে রেকর্ডের এখানেই শেষ নয়। গতকাল আরও একটি রেকর্ড গড়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। গতকাল জাতীয় দলের অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০ তম ম্যাচ খেললেন বিরাট। এই রুদ্ধশ্বাস ম্যাচে শেষপর্যন্ত জয় পেয়েছে ভারত। টেস্ট এবং টি-২০-র পরে একদিনের সিরিজেও জয়ী হয়েছে টিম ইন্ডিয়া। তবে বিরাট ব্যাট হাতে মাত্র ৭ রান করেছেন। কিন্তু অধিনায়ক হিসেবে গর্বের পরিসংখ্যানের অধিকারী হলেন বিরাট কোহলি। শুধু তাই নয়, আদিল রশিদকে আউট করার সময় কভারে দাঁড়িয়ে তিনি যে ক্যাচটি নিলেন, তাতেও রীতিমত মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।

গতকাল শরীর শূন্যে ভাসিয়ে বিরাটের অসাধারণ ক্যাচ মনে করিয়ে দিল জন্টি রোডস, মহম্মদ কাইফদের কথা। বাঁহাতি নন তিনি। তাও সেদিকে লাফিয়েই তাঁর ক্যাচ যেন ভারতকে অক্সিজেন জুগিয়েছিল। ম্যাচ শেষে বিরাট কোহলি জানান, তিনি জানতেন যখন দুটো সেরা দলের লড়াই হয় তখন ম্যাচ শেষপর্যন্ত গড়াতে পারে। ইংল্যান্ড একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন দল। ভারত অধিনায়ক মেনে নিচ্ছেন যেভাবে শেষদিকে স্যাম কারেন ব্যাট করছিলেন তাতে ভারতের হাত থেকে ক্রমশ ম্যাচ বেরিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ দুটো ওভার হার্দিক এবং নটরাজন অসাধারণ বল করেছে বলেই মনে করেন তিনি।

তবে বিরাট অবশ্য মনে করেন গতকাল শার্দুল ঠাকুর ম্যাচের সেরা হতে পারতেন। গুরুত্বপূর্ণ সময় ব্যাট হাতে ৩০ রান এবং বল হাতে চারটি উইকেট প্রমাণ করে এই ক্রিকেটারের যোগ্যতা। পাশাপাশি এই সিরিজে দুর্দান্ত বল করার জন্য ভুবনেশ্বর কুমারের প্রশংসা করতেও শোনা গিয়েছে ক্যাপ্টেন কোহলিকে। যেভাবে নিজেদের জীবনের প্রথম একদিনের সিরিজ খেলা প্রসিদ্ধ এবং ক্রুনাল সুযোগ কাজে লাগিয়েছেন তাতেও মুগ্ধ ভারত অধিনায়ক।