নিজস্ব সংবাদদাতাঃ শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর বাঙালির মাথায় আকাশ ভেঙে পড়ার সমান ছিল। কয়েকদিন আগেই বাঙালি তার প্রিয় আইকন সৌমিত্র চট্টোপাধ্যায়কে হারিয়েছে। তার কয়েক দিন পরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর শোনা যায়। যদিও তিনি যে হাসপাতালে ভর্তি আছেন সেই উডল্যান্ড্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে সঠিক সময়ে হাসপাতালে ভর্তি হবার ফলে সঠিক সময়ে চিকিৎসা শুরু করা সম্ভব হয়। এর ফলে আপাতত সম্পূর্ণ বিপদমুক্ত হয়ে গিয়েছেন তিনি।

ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌপ্তিক পান্ডার নেতৃত্বে এক মেডিকেল বোর্ড এই মুহূর্তে সৌরভের চিকিৎসা করছে। সেই মেডিকেল বোর্ডে সৌপ্তিক পান্ডার পাশাপাশি কার্ডিয়াক সার্জেন, কার্ডিয়াক থোরাসিক বিশেষজ্ঞ এবং কার্ডিয়াক অ্যানাস্থেসিস্টের মতো বিশেষজ্ঞ ডাক্তাররাও আছেন। মেডিকেল বোর্ড ভালোভাবে পর্যবেক্ষণ করে জানিয়েছেন সম্ভবত এর আগেও একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তিনি তা বুঝতে না পারায় সেবার কোনো চিকিৎসা হয়নি।

সৌরভ বরাবরই সিরিঞ্জের ছুঁচকে ভয় পান। অতীতে একবার মন্তব্য করেছিলেন শোয়েব আখতারের থেকেও ইনজেকশনে তার ভয় বেশি! সেই কারণেই সম্ভবত নিয়মিত লিপিড প্রোফাইলের মতো শারীরিক পরীক্ষাগুলি করাতেন না। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে বছরে যদি একবার অন্তত লিপিড প্রোফাইল পরীক্ষা করা হয় তাহলে হৃদযন্ত্রে কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা তা আগামী বুঝে যাওয়া সম্ভব। তবে চিকিৎসকদের সবচেয়ে বেশি অবাক করেছে এরকম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদের শরীরে মাত্র ৪৮ বছর বয়সে তিনটি ধমনীতেই ভালো পরিমাণ ব্লকেজ পাওয়া যাওয়ার ঘটনাটি! তারা মনে করছেন জিনগত কারণেই সৌরভের শরীরের এই হাল। প্রসঙ্গত তার বাবা চন্ডী গঙ্গোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হওয়ায় বাইপাস সার্জারি করতে হয়েছিল। অর্থাৎ তাদের পরিবারে হৃদরোগের একটি ইতিহাস আছে।

সৌরভ,
প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠি

ইতিমধ্যেই সৌরভের একটি ধমনীতে স্টেন্ট বসানো হয়েছে। বাকি দুটি ধমনীতে স্টেন্ট বসানো হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের কথা ছিল আজ। কিন্তু আরও ভালো চিকিৎসার জন্য সৌরভের পরিবারের পক্ষ থেকে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে জানা গিয়েছিল আজ‌ই তিনি কলকাতায় আসবেন সৌরভকে দেখতে। পরে জানা যায় সফরসূচিতে কিছু আদল-বদল ঘটায় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দেবি শেঠি সৌরভকে দেখতে আসছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দেবি শেঠি আসার পর তার পরামর্শ অনুযায়ী সৌরভের বাকি দুটি ধমনীতে স্টেন্ট বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গিয়েছে দেবি শেঠি আসলে তাকে নিয়ে নতুন করে মেডিকেল বোর্ড গঠন করা হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিকবার দিল্লিতে নিয়ে গিয়ে আরও ভালো চিকিৎসার পরিষেবা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও আপাতত সেরকম কিছু হচ্ছে না বলেই জানা যাচ্ছে। সৌরভের পরিবার উডল্যান্ডসের ডাক্তারদের চিকিৎসা যথেষ্ট সন্তুষ্ট। সৌরভ নিজেও সন্তোষ প্রকাশ করেছেন এখানকার চিকিৎসায়।

সৌরভ অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই জল্পনা তীব্র হয়ে উঠেছে তাকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য বিজেপি অতিরিক্ত চাপ দিতে শুরু করার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন‌। যদিও গতকাল সৌরভ নিজে এই সমস্ত দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন বর্তমান সময়ে চাপ প্রত্যেককেই নিতে হয়, তবে তার খেলোয়াড় জীবনে যে চাপ ছিল তার কাছে এখনকার চাপ নাকি কোন বিষয়ই নয়! নানান জল্পনা চর্চা হয়তো চলতেই থাকবে, তবে বাঙালির একটাই প্রার্থনা দুটো দ্রুত সুস্থ হয়ে উঠুন সৌরভ।