করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের একের পর এক রাজনীতিবিদ কোভিডে আক্রান্ত হচ্ছেন। গতকাল করোনা আক্রান্ত হয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোনহন সিং, আর আজ আক্রান্ত হলেন দেশের বিরোধী মুখ তথা কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। করোনা নিয়ে সবার আগে সরব হওয়া নেতা রাহুল আজ টুইটে জানান, তাঁর মৃদু উপসর্গ আছে। করোনা রিপোর্ট পজেটেভি আসে। সম্প্রতি তাঁর সংস্পর্শে যারা এসেছে তাদের সবাইকে কোয়ারিন্টে যেতে বলেছেন রাহুল। প্রসঙ্গত, দায়িত্ববোধের পরিচয় দিয়ে রাহুলই সবার আগে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার করবেন না বলে ঘোষণা করেছিলেন। করোনায় জরুরী পদক্ষেপ থেকে স্বাস্থ্য পরিকাঠামো, ভ্য়াকসিন নিয়ে মোদী সরকারকে বরাবর কটাক্ষ ও সতর্ক আসছেন রাহুল। আজ সকালেই কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নীতি নিয়ে প্রশ্ন তুলে টুইট করেছিলেন।

ক দিন আগেই রাহুলের ঘনিষ্ঠ কংগ্রস নেতা রণদীপ সূরজেওয়ালা করোনায় আক্রান্ত হন। গতকাল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের করোনা রিপোর্ট পজেটিভ আসে। সন্ধ্যায় জানা যায় মনমোনহন সিং করোনায় আক্রান্ত। দু দিন আগেই কনেদ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজু করোনায় আক্রান্ত হন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে সাংসদ অখিলেশ যাদব, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ওমান চণ্ডি থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ডিএমকে নেত্রী কানিমোঝি থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের ছেলে তথা শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। একের পর এক রাজনীতিবিদ করোনা আক্রান্ত হচ্ছেন।