নিজস্ব সংবাদদাতা: শুক্রবার থেকে আইপিএল-এর ঢাকে কাঠি পড়ছে৷ আজ, শুক্রবার চেন্নাইয়ের মাঠে শুরু হচ্ছে ১৪তম আইপিএল। এদিন রোহিত শর্মার মুম্বইয়ের মুখোমুখি হচ্ছে বিরাট কোহলি ব্যাঙ্গালোর। আর শনিবার দিল্লী ক্যাপিটালস-এর বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করছে চেন্নাই সুপার কিংস৷ আইপিএল-এ অন্যতম সফল দক্ষিণের এই দলটির সঙ্গে যেন সমার্থক হয়ে উঠেছেন তাদের অধিনায়ক এম এস ধোনি৷ গতবছর আইপিএলে চেন্নাইয়ের পারফরম্যান্স ভাল না হওয়া সত্ত্বেও এবারও সেই ধোনির উপরেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট৷

গত বছর ১৫ আগস্ট সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ধোনি। তবে আইপিএল থেকে তিনি কবে অবসর নেবেন, তা এখনও জানান নি। তবে আইপিএল থেকে ধোনির অবসর নিয়ে গত বছর থেকেই বিস্তর চর্চা শুরু হয়েছে৷ এবারেও টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই সেই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের একাংশের মধ্যে৷ প্রশ্ন উঠতে শুরু করেছে, এটাই কি ধোনির শেষ আইপিএল? তবে সিএসকে কর্তারা কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন, ধোনি নিজে কোনও সিদ্ধান্ত না নিলে আপাতত তাঁর হাতেই থাকছে চেন্নাইয়ের ব্যাটন৷ এ বছর তো বটেই, বরং ভবিষ্যতের জন্যও এখনই কোনও নাম বিকল্প হিসেবে ভাবছে না চেন্নাই৷

সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমার মনে হয় না এটা ধোনির শেষ মরশুম হবে৷ এটা যদিও আমার ব্যক্তিগত মত তবে মনে হয় না এই মুহূর্তে আমরা অন্য কারও কথা ভাবছি৷” দলের আরও দুই গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ সদস্যকে নিয়েও মুখ খুলেছেন সিএসকে-র এই শীর্ষ কর্তা৷ তাঁরা হলেন রবীন্দ্র জাদেজা এবং সুরেশ রায়না৷ চোট সারিয়ে ফের মাঠে ফিরছেন জাদেজা৷ আর রায়না গত বছর আইপিএলে অংশ নেননি৷ সিএসকে কর্তার দাবি, এনসিএ-র ছাড়পত্র পাওয়ার পর প্র্যাক্টিসে যথেষ্টই ছন্দে রয়েছেন জাদেজা৷ আইপিএল শুরু হতে হতে তিনি ফিট হয়ে যাবেন বলে আশা চেন্নাই শিবিরের৷ পাশাপাশি রায়নাকে নিয়েও আশাবাদী সিএসকে টিম ম্যানেজমেন্ট।