সৌজন্য Times of India

সব মানুষ ই সুন্দর হতে চান | বাইরে বেরোবার আগে সকলেই একটু ফিটফাট হয়ে নেন আর একটু সাজগোজ করেন | ফেসবুকে নিজের সবচেয়ে ভালো ছবি পোস্ট করেন যাতে লোক তাঁকে সুন্দর ভাবে |

সুন্দর হবার সুবিধে

সুন্দর হবার বেশ কিছু সুবিধে আছে | গবেষণা করে দেখা গেছে যে সুন্দর মানুষ কে সকলেই একটু ভালো চোখে দেখেন | অনেকেরই ধারণা হয় যে সুন্দর মানুষ বেশি ভালো কাজ করেন, তিনি ভালো স্বামী বা স্ত্রী, ভালো বাবা, মা ইত্যাদি | সুন্দর হলে তাঁকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ মনে করা হয় | যে সব মানুষ সুন্দর দেখতে তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করা হয় | এমন কি আদালতে সুন্দর দেখতে মানুষ এরা তাঁদের পক্ষে বিচারের বেশি ভালো রায় পান | দেখা গেছে সুন্দর হলে সেই সব মানুষেরা অপেক্ষা কৃত ভাবে মানসিক ভাবে সুখী | অন্য দিকে শারীরিক ভাবে আকর্ষনীয় না হলে তা মানসিক ভাবে অখুশি ও ডিপ্রেসনের কারণ হতে পারে |

সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ কেন?

বৈজ্ঞানিক গবেষণায় জানা গেছে সুন্দর লোকের দিকে তাকালে আমাদের মস্তিস্কে ডোপামাইন বলে একটি রাসায়নিক নিঃসৃত হয় | এতে আমাদের দেহে সুখের অনুভূতির সৃষ্টি হয় | আমরা যখন চকলেট খাই বা যৌন সুখের প্রত্যাশা করি তখনও দেহে ডোপামাইন নিঃসৃত হয় | এই অনুভূতি কিছুটা নেশার মত | মানুষ বার বার এটা পেতে চান | স্বভাবতই আমরা সুন্দর মানুষ দেখতে ভালোবাসি |

মানুষ সুন্দর দেখাবার কারন

১)সেক্স হরমোন

মানুষ ভালো দেখাবার একটা বড় কারণ ডারউইনের Theory of Evolution বা বিবর্তন বাদ তত্ত্বের মধ্যে লুকিয়ে আছে | মানুষ সেই সব লোককেই জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে পেতে চান যে তাঁদের মতে তাঁকে সুস্থ সন্তান দিতে পারবে | যৌবনে পৌঁছনোর সময় ছেলেদের ও মেয়েদের মধ্যে আলাদা আলাদা সেক্স হরমোন প্রবাহিত হয় | ছেলেদের ক্ষেত্রে টেস্টোটেরন ও মেয়েদের মধ্যে এস্ট্রোজেন বা প্রোজেস্টেরন জাতীয় হরমোন । এই সব হরমোন গুলি বেশি নিঃসৃত হলে পুরুষদের বেশি পুরুষালি ও মেয়েদের বেশি মেয়েলি লাগে | এবং এতে ওই মানুষটি একটি সুস্থ সন্তান প্রজননে বেশি সক্ষম বলে ইঙ্গিত দেয় | এর ফলে এই সব মানুষ কে বেশি আকর্ষনীয় লাগে | সেক্স হরমোন বেশি নিঃসৃত হলে ছেলেদের চোয়াল বেশি চৌকো, চওড়া সোজা ভুরু, চুল সোজা সোজা হয় । মেয়েদের ক্ষেত্রে হয় সরু চোয়াল, বাঁকা সরু ভুরু, চুল একটু কোঁকড়ানো ইত্যাদি ।

more male face Wellington Cosmetics
সৌজন্য Wellington Cosmetics: একই পুরুষের ছবি ফটোশপ করার পর | দ্বিতীয়টি বেশি পুরুষালী
more feminie Pinterest
সৌজন্য Pinterest : একই মহিলা প্লাস্টিক সার্জারির পর | দ্বিতীয়টি বেশি মেয়েলি

২) মুখের মধ্যে symmetry বা প্রতিসাম্য

 গবেষণা করে সুন্দর দেখাবার আর একটি বড়ো কারন বেরিয়েছে । সেটি হোলো মুখের মধ্যে symmetry বা প্রতিসাম্য । এর মানে নাকের মাঝামাঝি যদি একটি সরল রেখা টানা হয় তা হলে মুখের এক দিক আর দিক কে যত  বেশি ভাবে প্রতিফলিত করবে তত সেই মুখ বেশি সুন্দর বলে বিবেচিত হবে মানুষ এর কাছে । এমন কি যমজ ভাই বোনেদের ক্ষেত্রেও যার মুখে বেশি symmetry তাকে লোক বেশি সুন্দর বলে ভেবেছেন। অন্য সব গবেষণা তে প্রমান হয়েছে যে এই প্রতিসাম্য ও ওই মানুষের স্বাস্থ্য ও ফিটনেস কে প্রতিফলিত করে |

facial symmetry test Doctor Stus Science Blog
সৌজন্য Doctor Stu’s Science Blog: একই মহিলার ছবি|দ্বিতীয়টি তে মুখে symmetry আনা হয়েছে

৩) সাধারণত্ব

এই ব্যাপারটা একটু বোঝার আছে | সাধারণত্ব মানে সাধারণ দেখতে নয় | আসলে যে মানুষ তাঁর নিজস্ব প্রজাতির যত বেশি কাছাকাছি দেখতে তাঁকে তত সেই প্রজাতির লোক তাঁকে তত বেশি সুন্দর বলে মনে করবেন | তাই হয়তো একজন ভারতীয় ভারতে খুব সুন্দর বলে বিবেচিত হলেও ইউরোপে তিনি তা নাও হতে পারেন | আবার উল্টোটাও ঠিক | কোনো সুন্দর ইউরোপীয় বা চিনের লোককে ভারতে তেমন সুন্দর দেখতে নাও লাগতে পারে | যে লোক যে প্রজাতির যত অধিকাংশের মত দেখতে তাঁকে বেশি সুন্দর বলে বিবেচনা করা হবে এটাই গবেষণায় বেরিয়ে এসেছে |

৪) মা বাবার সঙ্গে মিল

অনেক ক্ষেত্রে দেখা গেছে যে লোকে তাঁর নিজের বাবা মার সঙ্গে মিল আছে এমন মুখের মানুষ পছন্দ করেন তাঁর নিজের অজান্তেই | অর্থাৎ ছেলেরা তাঁর মার মুখের সঙ্গে মিল আছে এমন মেয়ে এমন মেয়েরা তাঁর বাবার মুখের সঙ্গে মিল আছে এমন পুরুষ সুন্দর বলে গন্য করার প্রবণতা আছে | এই প্রবণতা বেশি হয় যখন ছেলেটির মার সঙ্গে ও মেয়েটির নিজের বাবার সঙ্গে একটি সুন্দর সম্পর্ক ছিল বা আছে |

৫) ত্বক

আমাদের দেশে ফর্সা লোকেদের একটু বেশি পছন্দ করা হয় | দেখা গেছে ত্বকের স্বাস্থ্য যদি ভালো হয় অর্থাৎ বেশ চকচকে হয় তা সুন্দর বলে গন্য হয় |

৬) ফিটনেস

পরিসংখ্যান করে দেখা গেছে অধিকাংশই খুব পেশীবহুল লোকের তুলনায় সুন্দর মুখ বেশি পছন্দ করেন | তবে সবাই চান স্বাস্থ্যের অধিকারী ফিট লোক যাঁরা বেশি মোটা বা রোগা নন | আপনার বডি মাস ইনডেক্স বা বি.এম.আই  ঠিক থাকা দরকার |

বি এম আই = কেজি তে দেহের ওজন /দেহের উচ্চতা(মিটারে)

বি এম আই ১৮.৫ থেকে ২৫ এর মধ্যে থাকলে তাকে ঠিক বলে ধরা হয় (WHO অনুযায়ী )

 ৭) দেহের মাপ

আমেরিকায় পরিসংখ্যান করে দেখা গেছে যে লোকে ছেলেদের ক্ষেত্রে পায়ের দৈর্ঘ্য দেহের উর্ধাংশের দৈর্ঘের সমান পছন্দ করেন | মেয়েদের ক্ষেত্রে কিন্তু পায়ের দৈর্ঘ্য দেহের উর্ধাংশের দৈর্ঘের তুলনায় ৪০% (40%) বেশি পছন্দ করেন | তবে এই পরিসংখ্যান সব দেশে প্রযোজ্য নাও হতে পারে |

কিছু অন্য গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে পুরুষেরা মেয়েদের পশ্চাৎ ভাগ আর কোমরের মাপের মধ্যে অনুপাত ০.৭ পছন্দ করেন |

এতক্ষণ যা বললাম তা সবই শারীরিক সৌন্দর্য্যের কথা | কিন্তু মানুষ অনেক ক্ষেত্রেই সুন্দর হয়ে ওঠেন ব্যবহার ও অন্যান্য গুনের জন্যে |

আমি সুন্দর হবার ব্যাপারে যে কটি কারণ দিলাম আপনারা সেই ব্যাপারে কি এক মত? আপনার মতামত কমেন্টে জানান |

https://lanimeshbeauty.blogspot.com/2019/04/science-of-beauty-what-makes-person.html

আরো পড়ুন : ক্রিকেট বলিউড প্রেম