আমরা সিনেমা বলতে বুঝি নায়ক, নায়িকা ও একটি করে ভিলেন। নায়িকারা বরাবরই  সিনেমার মূল আকর্ষন হয়। তাদের অভিনয়, রূপ সৌন্দ‍র্য সিনেমার জৌলুস বাড়িয়ে তোলে। কিন্তু সকল বিষয়ের যেমন ব‍্যতিক্রম হয় তেমনি সিনেমা জগতেও ব‍্যতিক্রম আছে, অভিনেত্রীদের টেক্কা দিয়ে চলেছে আইটেম ডান্সাররা।   সিনেমার মধ‍্যমনি হয়ে দৃষ্টি আকর্ষন  করে  এসেছে আইটেম গালরা। অভিনয় জগতে এমন অনেক আইটম গার্ল  ছিল ও এখন ও আছে যাদের দর্শন পাওয়া, নাচের জন‍্য একপ্রকার আবেগতাড়িত হয়ে পড়ত ও এখন ও পড়ে দর্শককূল।

বলিউডের জনপ্রিয় ৫ আইটেম গার্ল

১.সানি লিওনি

IMG 20201013 WA0021 1

কৌর কারানজিত বোহারা ওরফে সানি লিওন। হলিউড থেকে বলিউড সর্বত্র সে সানি লিওনি নামেই খ্যাত। সে তার পূর্ববর্তী কর্মজীবনে পর্ণস্টার হলেও বর্তমানে সে বলিউডের অভিনেত্রী ও আইটেম গার্ল হিসেবে পরিচিত। তিনি এতটাই সুন্দরী যে কেউ তার রূপে পাগল হয়ে যেতে পারে। তার রূপের ধার এতই তীক্ষ্ণ ও নাচের ভঙ্গি এতই ললনাময়ী যে নাইকাদেরও হার মানিয়ে দিয়েছে।

সানি লিওনি অভিনীত জনপ্রিয় আইটেম ডান্স

IMG 20201014 WA0164 1024x576 1
বেবি ডল ( ২০১১)

IMG 20201014 WA0165 1
পিঙ্ক লিপস ( ২০১৪)

IMG 20201014 WA0167 1
চার বোতাল ভোটকা ( ২০১১)

IMG 20201014 WA0166 1024x576 1

দেসি লুক (২০১৫)

IMG 20201014 WA0163 1024x576 1
লেয়লা তেরি লে (২০১৩)

IMG 20201014 WA0162 1024x576 1
মোহা মুন্দিরি ( ২০১৯)

২.নোরা ফাতেহি

IMG 20201013 WA0020 1

নোরা একজন কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী। ২০১৫ সালে বিগ বসের প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিল। এরপর ধীরে ধীরে মায়ানগরীতে প্রবেশ করে একের পর এক হিট গানে নিজেকে প্রতিস্থাপন করেছেন। নাচের অসাধরন দক্ষতার দ্বারা যে কোন অভিনেত্রীকে হারিয়ে দিতে পারে। তিনি তার প্রতিভার জন্য কিছু তামিল, তেলেগু ছবিতেও অভিনয় করেন ২০১৯ সালে নিজস্ব মিউজিক ভিডিও বার করে, পাশাপাশি ওয়েবসিরিজে কাজ করার জন্য তিনি চুক্তিবদ্ধ হন। কিছু সিনেমায় তার বিশেষ উপস্থিতি তাক লাগিয়ে দেওয়ার মতো। গোটা সিনেমায় অভিনেত্রীও এত প্রাধান্য পান না যতটা নোরা পায়।

নোরা ফাতেহি এর অভিনীত জনপ্রিয় আইটেম ডান্স

IMG 20201014 WA0150 1
মনোহারী (২০১৫)

IMG 20201014 WA0158 1
কামারিয়া (২০১৮)

IMG 20201014 WA0149 1024x576 1
দিলবার ( ২০১৮)

IMG 20201014 WA0154 1024x576 2
রক দ‍্যা পার্টি (2016)

IMG 20201014 WA0152 1024x576 1
সাকি সাকি (২০১৯)

IMG 20201014 WA0159 819x1024 1
গরমি (২০২০)

৩. মালাইকা আরোরা খান

IMG 20201013 WA0017 1

মালাইকা আরোরা বলিউডে পদার্পন করে মডেল হিসেবে, যদিও তার সুত্রপাতের মারফত হয় জনপ্রিয় ভিডিও জকির পরিচয়ে। বলিউডে আশার পর একের পর এক সিনেমায় আইটেম ডান্স করে সাড়া ফেলে দিয়েছিল। ১৯৯৩ সালে ‘আজা মেরি যান’ সিনেমার মাধ্যমে লাইমলাইট জগতে আগমন ঘটলেও ১৯৯৮ সালে ‘দিলসে’ ছবিতে “ছাইয়া ছাইয়া” গানে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার পর থেকে তাকে আর পিছন ফিরে দেখতে হয়নি। আজও গোটা বলিউড তার নাচের ফ্যান, অনেক সিনেমাতে সে বিশেষ উপস্থিতি হিসেবে অনেক আইটেম ডান্স করেছেন। তার নাচ, রূপ, শারীরিক গঠনশৈলী টপ টপ নায়িকদের হার মানিয়ে নিতে সক্ষম।

মালাইকা আরোরা অভিনীত জনপ্রিয় আইটেম ডান্স

IMG 20201014 190755 1
ছাইয়া ছাইয়া (১৯৯৮)

IMG 20201014 190823 1
রাঙ্গিলো মারো ঢোলনা (১৯৯৯)

IMG 20201014 191258 810x1024 1
মাহি ভে (২০০২)

IMG 20201014 191348 1
কাল ধামাল (২০০৫)

IMG 20201014 191319 1 1
মুন্নি বাদনাম হুই (২০১০)

IMG 20201014 191333 758x1024 1
আনারকালি ডিসকো চালি (২০১২)

IMG 20201014 191544 1024x606 1
পাণ্ডে জি (২০১২)

৪. হেলেন খান

IMG 20201013 WA0019 1

হেলেন জেইরাগ রিচার্ডসন একজন অ্যাংলো বার্মিজ বংশোদ্ভুত নৃত্যশিল্পী। তিনি বলিউডে নিজের নৃত্যকলা ও সৌন্দর্য্যের মন্ত্রে দাপিয়ে বেরিয়েছিলেন। তাবড় তাবড় প্রথম সারির অভিনেত্রীদের একাই শত ক্রোশ পিছনে ফেলে দিয়েছিলেন, ১৯৫১ সাল থেকে আইটেম ডান্সার হিসেবে কর্মজীবন শুরু হয়। ৫০০ র উপরে সিনেমাতে অভিনয় করে তিনি বলিউডে তার অস্তিত্ব বজায় রেখেছিলেন। ‘আওয়ারা’ সিনেমার মাধ্যমে এই মায়ানগরীতে তার আবির্ভাব হয়। এর পর ধীরে ধীরে একটি পর একটি হিট হিট গানে আইটেম ডান্স করেছেন। সে তার রূপে, নৃত্যে, যৌবনে, শারীরিক আকর্ষনে সকলকে ঘায়েল করে দিয়েছিল।

হেলেনের এর অভিনীত জনপ্রিয় আইটেম ডান্স

IMG 20201014 182041 1024x767 1
মেরে নাম চিন চিন চু ( ১৯৫৮)

IMG 20201014 182101 1024x804 1
আ জানে জা ( ১৯৬৯)

IMG 20201014 182136 837x1024 1
ও হাসিনা জুলফোয়ালে ( ১৯৬৫)

IMG 20201014 182158 1024x603 1
পিয়া তু আব তো আজা (১৯৭১)

IMG 20201014 182231 715x1024 1
আজ কি রাত কোই আনে কো হ্যাঁ (১৯৭৩)

IMG 20201014 182304 1
মেহেবুবা মহেবুবা (১৯৭৫)

IMG 20201014 182332 1024x586 1
ইয়ে মেরা দিল প্যায়ার কে দিওয়ানা (১৯৭৮)

৫. সিল্ক মিতা

IMG 20201014 183751 656x1024 1

নাট্যজগতে ‘সিল্ক’ নামে পরিচিতি পেলেও তার আসল নাম ‘বিজয়লক্ষ্মী ভদলাপতি’। তার পরিচিতি আইটেম ডান্সার হিসেবে। তিনি অভিনয় জগতে যৌন প্রতীক হয়ে উঠেছিলেন। মালায়ালাম, তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি সিনেমায় আইটেম গার্ল হিসেবে নিজের আধিপত্য বাড়িয়ে তুলেছিল। ১৯৭৯ সালের তামিল সিনেমা ‘ভান্দিচক্রম’ ‘সিল্ক’ চরিত্রে অভিনিয়ের পর থেকেই তিনি সকলের নজর কাড়ে। তার আকর্ষনীয় চেহারা, রূপ সকলকেই মোহভুত করে রাখত। যেই সিনেমায় সিল্ক থাকত সেই ছবি হিট, কারন তাকে দেখতে, তার নাচের প্রতি আকর্ষিত হয়েই সকলে যেত, হিরোইনরা তার কাছে টিকতে পারত না। সিল্ক মোট ৪৫০ এর বেশী সিনেমায় অভিনয় করেছে।

সিল্ক মিতা অভিনীত জনপ্রিয় আইটেম ডান্স

IMG 20201014 185521 1
ইয়েথানাইও ( ১৯৮২)

IMG 20201014 185225 1
আদিয়ে মানাম নিল্লুনা (১৯৮৪)

IMG 20201014 185242 1024x590 1
আপাথুক্কা থেনগাইপালু (১৯৯৩)

IMG 20201014 185257 1024x624 1
জাগাদা জাগাদা ( ১৯৮৯)

IMG 20201014 185313 690x1024 1
আটু আমালাপুরাম (১৯৮৮)

বরাবরই যে কোন সিনেমা জগতে আইটেম ডান্স ও ডান্সারের বিশেষ কদর করা হয়। এমন অনেক সিনেমা আছে যার গল্পকাহিনি, অভিনয় তেমন দর্শকদের মনে না দাগ কাটলেও তাঁদের জন্য হিট হয়ে যায়। তাই এই আইটেম ডান্সারের কদর ৩০ বছর আগেও যা ছিল বর্তমানে বেশী বৈকি কম নয়। যুগ যুগ ধরে তারা বলিউডে আধিপত্য বিস্তার করেই চলেছে।

ছবি সৌজন‍্যে: গুগল