নিজস্ব সংবাদদাতা- তারাই দেশের একমাত্র শক্তিশালী রাজনৈতিক দল, এরকম একটা ভাবমূর্তি দেশজুড়ে তৈরি করার চেষ্টা করছে বিজেপি। যদিও তা সত্বেও একের পর এক আঞ্চলিক পর্যায়ের নির্বাচনে ধাক্কা খেয়ে চলেছে তারা। কেরল, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, কর্নাটকের পর এবার রাজস্থানের শহর অঞ্চলের স্থানীয় প্রশাসনের নির্বাচনের ধাক্কা খেলো বিজেপি। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে কংগ্রেস তাদের থেকে বেশ খানিকটা এগিয়ে আছে।

রাজস্থানের গ্রামাঞ্চলের রাজনৈতিক দল হিসাবে কংগ্রেসের পরিচিতি আছে। উল্টোদিকে বিজেপিকে মূলত শহর অঞ্চলের দল মনে করা হয়। কিন্তু মরু রাজ্যের পৌরসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই দেখা যাচ্ছে কংগ্রেস বেশ খানিকটা এগিয়ে গিয়েছে গেরুয়া শিবিরের থেকে। এমনিতেই নির্বাচনের আগেই ৬০০ টি পৌরসভা ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল কংগ্রেস প্রার্থীরা। উল্টোদিকে বিজেপি প্রার্থীরা মাত্র ৫০ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল।

এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছে বা এগিয়ে আছে ১,১৮২ টি ওয়ার্ডে। অন্যদিকে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছে বা এগিয়ে আছে ১,১৩৬ টি পৌরসভা ওয়ার্ডে। প্রসঙ্গত কয়েকদিন আগেই রাজস্থানের ৮১ টি পৌরসভা এবং ৯ টি পৌরনিগমের নির্বাচন হয়। পৌরসভাগুলির এই নির্বাচনকে রাজস্থানের রাজনৈতিক মহল মিনি বিধানসভা নির্বাচন বলে চিহ্নিত করেছে।

কংগ্রেস ও বিজেপির পর 46 টি আসনে এগিয়ে থেকে অনেক দূরের তৃতীয় বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে শরদ পাওয়ারের এনসিপি। মায়াবতীর বিএসপি গত বিধানসভা নির্বাচনে রাজস্থানে উল্লেখযোগ্য সাফল্য পেলেও এবারে এখনও পর্যন্ত মাত্র ১ টি পৌরসভা ওয়ার্ডে জয়লাভ করেছে। এই প্রথম রাজস্থানের পৌরসভা নির্বাচনে খাতা খুলল সিপিআই(এম), তারা এখনও পর্যন্ত ৩ টি পৌরসভা ওয়ার্ডে জয়লাভ করেছে। তবে নির্দল প্রার্থীরা সবাইকে চমকে দিয়ে প্রায় ৬০০ টি ওয়ার্ডে জয়লাভ করেছে বা এগিয়ে আছে।

রাজ্যের শাসন ক্ষমতায় যেহেতু কংগ্রেস আছে তাই বিজেপির আশঙ্কা বেশিরভাগ নির্দল কাউন্সিলর কংগ্রেসকেই সমর্থন করবে। সে ক্ষেত্রে বেশিরভাগ পৌরসভা এবং পৌরনিগমের বোর্ড গঠনের ক্ষেত্রে কংগ্রেস যে অ্যাডভান্টেজ তার একপ্রকার বলে দেওয়া যায়। দল যাতে না ভাঙে তাই জয়লাভ করা কাউন্সিলরদের ইতিমধ্যেই বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হয়েছে রাজস্থান বিজেপির পক্ষ থেকে। এই ফলাফলকে কংগ্রেসের পক্ষ থেকে বড় জয় হিসাবে ইতিমধ্যেই তুলে ধরা শুরু হয়ে গিয়েছে।