রাজ্যের জন্য ১০ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা কেন্দ্রের। রাজ্যের কাছে জমি চাইল রেল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতবার মাইক হাতে নিয়েছেন ততবার কেন্দ্রের টাকা পাঠানোর অবহেলার কথা তুলে ধরেছেন তিনি। তবে এবার যা সামনে এলো তা একেবারে অন্যরকম চিত্র। মঙ্গলবার বেহালার এক অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের তরফ থেকে বাংলার জন্য বিপুল অঙ্কের অর্থরাশি বরাদ্দ করলেন। তিনি একথা নিশ্চিত করেছেন যে জমি বরাদ্দ হলেই কাজ শুরু হয়ে যাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ” মোদি সরকারের ” ৮ বছর পূর্তি উপলক্ষ্যে গরীব কল্যাণ সম্মেলন চলছে। বেহালায় রেলের স্পোর্টস কমপ্লেক্সে সেই উপলক্ষে অনুষ্ঠান হয় এবং তাতে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা বলেন তিনি। জমি পেলেই কাজ শুরুর নির্দেশ দেন।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আয়ুষ্মান ভারতের মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্প চলছে, যার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বাংলা। এমনকী বাংলার কৃষকেরাও অনেক কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। এই সুবিধাগুলোর আবেদন করেন তিনি। শিমলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কৃষকদের জন্য ১১ কিস্তির টাকা পাঠানো হয় যা একেবারেই ফেলে দেওয়ার মতো কথা নয় কারণ যে সমস্ত কৃষকরা এই সুবিধা পান তাদের একাংশ সেই অনুষ্ঠানে হাজিরও ছিলেন। এই অনুষ্ঠানের ব্যাপ্তির জন্য পূর্ব রেলের ২৯ টি স্টেশনে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।