বিপদের দিনে মানুষের পাশে আর কতজনই বা এসে দাড়ায়! আর যারা দাড়ায় তারাই হল ভগবানের দূত।  রিল লাইফে ভিলেন হলেও রিয়েল লাইফে তিনিই আসল হিরো। করোনা প্রাক্কালে নিজ জীবনের ঝুকিকে তোয়াক্কা না করে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন তামিল ও বলিউড খ্যাত অভিনেতা সোনু সুদ।  আর তার এই নিঃস্বার্থ  পরোপকারিতামূলক মানসিকতার জন্য তিনি সম্মানিত হলেন রাষ্ট্রপুঞ্জে।

বিপদে পড়া মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যেন তার নেশা, কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া তো কখনও নিসর্গ ঝড়ের কবলে পড়া দুঃস্থদের  মাথা গোঁজর ঠাই ও  খাদ্যের যোগান দেওয়া, আবার কখনও কোন তরুনকে প্রতিবন্ধীকতার হাত থেকে বাঁচাতে অস্ত্রপ্রচারের খরচ যোগানো তো কখনও কারোর ভাঙা সংসারকে জোড়া লাগানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছেন তিনি । কখনও কোন পরিস্থিতিতে তিনি থেমে থাকেননি ।

আর কথায় আছে কর্ম করে যাও ফলের আশা কর না।  সোনুও হয়তো সেই মন্ত্রে অনুপ্রানিত হয়ে শুধু কর্মই করে গেছেন কোনদিনও হয়তো ফল পাওয়ার প্রতাশ্যাই  করেননি। কিন্তু ভালো কর্মের ফল তো অতিয়াবশ্যকীয়। 

তাই তার এই পরোপকারি মানসিকতার জন্য রাষ্ট্রপুঞ্জের এসডিজি স্পেশাল হিউমেনিটেরিইয়ান অ্যাকশন অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন তিনি। যদিও করোনা পরিস্থিতির জন্য সরাসরি পুরস্কার প্রদানের প্রথা স্থগিত রেখে ভার্চুয়ালভাবে  এই অনুষ্ঠানটি পালিত হয়, আর সেখানেই সোনু সুদকে পুরস্কার মারফত সম্মান প্রদান করা হয়।

এই সম্মানে ভূষিত হয়ে তিনি বেজায় আনন্দিত। তিনি বলেছেন“ এটি একটি বিরল সম্মান প্রাপ্তি, রাষ্ট্রপুঞ্জের এই স্বীকৃতি খুবই বিশেষ। দেশের মানুষের জন্য  যেটুকু করেছি তার জন্য কোন প্রত্যাশা ছিল না। এই স্বীকৃতি ও পুরস্কারে ভূষিত  হয়ে  সম্মানিত বোধ করছি।”

এই বিষয়ে, প্রিয়াঙ্কা চোপড়া তাকে টুইট করে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ তুমি ঈশ্বরের কাজ চালিয়ে যাও, এই ধরনের কাজ অনুপ্রাণিত হওয়ার মতো। তুমি যা করেছো তার জন্য ধন্যবাদ।’ প্রিয়াঙ্কাকে অভিনেতার পাল্টা টুইট, ‘  এহেন অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। লক্ষাধিক মানুষের কাছে আপনি এক অনুপ্রেরনা, আমিও তাঁদের মধ্যে একজন। এভাবে গোটা বিশ্বকে অনুপ্রাণিত করতে থাকুন। আপনি আসল হিরো। অনেক ভালোবাসা রইল। এবার মানুষের জন্য তার  এই উপকারী মনোভাব সমাদৃত হল আন্তজাতিক স্তরে।  

IMG 20200930 204845