নিজস্ব সংবাদদাতা- অস্বাভাবিক মৃত্যু হল দাদরা ও নগর হাভেলি লোকসভার সাংসদ মোহন দেলকরের। লোকসভার সাতবারের এই সংসদের মৃতদেহ দক্ষিণ মুম্বাইয়ের একটি হোটেল থেকে আজ উদ্ধার করেছে পুলিশ। তাদের অনুমান সম্ভবত আত্মহত্যা করেছেন তিনি। আপাতত কেন্দ্রশাসিত অঞ্চলের এই সাংসদের দেহ পোস্টমর্টেম করতে পাঠিয়েছে মুম্বাই পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর কারণ সুনিশ্চিত ভাবে বলা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

২০০৯ সালের আগে পর্যন্ত মোহন দেলকর কংগ্রেসের পক্ষ থেকে দাদরা ও নগর হাভেলি লোকসভা কেন্দ্র থেকে ৬ বার জয়লাভ করেন। কিন্তু ২০০৯ ও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির নাতুভাই  গোমানভাই প্যাটেলের কাছে হেরে যান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোহন দেলকর কংগ্রেস ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজেপি প্রার্থী নাতুভাই প্যাটেলকে পরাজিত করেন। সোমবার লোকসভায় নির্বাচিত হওয়ার পর তিনি সংসদে বেশ সক্রিয় ছিলেন।

দমন ও দিউতে মোহন দেলকর অবিসংবাদী আদিবাসী নেতার মর্যাদা পেয়ে থাকেন। তার এই অকাল মৃত্যুর ফলে গভীর শোকের ছায়া নেমে এসেছে এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে। কী কারণে তিনি হঠাৎ করে আত্মহত্যা করলেন তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রসঙ্গত ৫৮ বছর বয়সী মোহন দেলকরের বাড়িতে স্ত্রী ও দুই শিশু সন্তান আছে।

মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে সি গ্রীন সাউথ হোটেল নামে দক্ষিণ মুম্বাইয়ের একটি সাধারণ হোটেল থেকে এই লোকসভার সাংসদের মৃত দেহটি উদ্ধার করা হয়। তিনি ঘরের মধ্যে দরজা বন্ধ থাকা অবস্থাতেই মারা যান। রুম সার্ভিসের ছেলেরা দীর্ঘক্ষণ ধরে তার দরজায় ধাক্কা মারা সত্ত্বেও মোহন দেলকর বেরিয়ে আসেননি বা কোনো সাড়া দেননি। এরপরই হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।