বাঙালির মহারাজসৌরভ গাঙ্গুলি

বাংলার সৌরভ

জনপ্রিয় বাঙালি বলতে আমাদের মনে সবার প্রথমে যে নামগুলো জ্বলজ্বল করে ওঠে তাঁদের মধ্যে একটা নাম গত কয়েক দশক ধরে খুব কমন। সেই নামটা হল সৌরভ গাঙ্গুলি। ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের জায়গাটা বাঙালির মনে সবসময়েই খুব স্পেশাল। সৌরভ গাঙ্গুলি যখন ইডেনে খেলেছেন, তখন তাঁকে একঝলক দেখতে পাবার জন্যেই স্টেডিয়ামের বাইরে মানুষের ভিড় উপচে পড়ত। আর বর্তমান বিসিসিআইএর প্রধান সৌরভ গাঙ্গুলিকে নিয়েও মানুষের উন্মাদনার শেষ নেই।

ভাবলে সত্যিই ভীষণ অবাক লাগে যে এই বঙ্গসন্তান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তার পর অনেকগুলো বছর কেটে গিয়েছে, অথচ আজও আপামর বাঙালি ‘মহারাজ’ বলতে অজ্ঞান। শুধু ক্রিকেটদুনিয়ায় নয়, সারা পৃথিবীতে এই মানুষটি তাঁর নিজস্ব ইম্প্রেশান তৈরি করতে ভীষণভাবে সফল। কিন্তু সৌরভ গাঙ্গুলিকে ঘিরে বাঙালির আবেগ যেন ভিন্ন এক মাত্রা স্পর্শ করে রয়েছে। তার পিছনে জবরদস্ত কিছু কারণও রয়েছে। সেই কারণগুলো জানবার চেষ্টা আমরা করতেই পারি-

বাঙালির ছেলে সৌরভ — বঙ্গভূমির আমজনতার সৌরভ গাঙ্গুলিকে নিয়ে মাতামাতি করবার প্রধানতম কারণ হল ইনি খাঁটি বাঙালির ছেলে। কলকাতায় জন্ম, বড় হয়ে ওঠা, পড়াশোনা , এবং এখান থেকেই ভারতীয় ক্রিকেটের মুকুটহীন মহারাজ হিসেবে রূপকথার মতন এক উত্থান। এই উত্থানের পেছনে বাঙালির এক হার না মানা স্বভাব লুকিয়ে রয়েছে, যা সৌরভ গাঙ্গুলিকে সবার থেকে আলাদাভাবে চেনায়।

সৌরভ গাঙ্গুলি
india fantasy

ফ্যামিলিম্যান সৌরভ– বাঙালি সবসময় বেশি গুরুত্ব দেয় পারিবারিক মূল্যবোধকে। পৃথিবীতে বহু নামজাদা খেলোয়াড় এমনও আছেন যাঁদের কোনও ফ্যামিলি লাইফের বালাই নেই। তাঁদের প্রতিভাকে যথাযোগ্য সম্মান দিয়েও বলা যায় পরিবারের গুরুত্ব তাঁরা ততটা ভালোভাবে হয়তো নিজেরাও উপলব্ধি করে উঠতে পারেন না। কিন্তু সৌরভ গাঙ্গুলি যে আদ্যন্ত ফ্যামিলিম্যান তা এতগুলো বছরে তাঁর ভক্তেরা টের পেয়ে গেছে। বেহালার গাঙ্গুলিবাড়ির ছোটছেলে আজও যৌথ পরিবারেই সবার সঙ্গে থাকেন। বাঙালির জন্য তা কম কথা নয়।

76489362
times of india

ক্রিকেটার সৌরভ– ইনি নিজেও বহুবার স্বীকার করেছেন যে নানান ভুমিকা পালন করতে হলেও সৌরভ গাঙ্গুলির প্রথম এবং প্রধানতম পরিচয় এ-ই যে তিনি একজন ক্রিকেটার। তাঁর মতন ব্যাটসম্যান, বোলার এবং ফিল্ডার ভারতীয় জাতীয় ক্রিকেট দলকে বহু ম্যাচ জিতিয়েছে। হারের কবল থেকে শেষ মুহূর্তে ম্যাচ বের করে আনতে পেরেছেন এই সৌরভ গাঙ্গুলি। এই কারণে স্বদেশে এবং বিদেশেও শুধু ক্রিকেটার হিসেবেই বহু ভক্তের শ্রদ্ধা তিনি পান।

SouravGanguly 2
youngistan.in

অধিনায়ক সৌরভ– সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট টিম টাকে নতুন ভাবে গড়ে নিয়েছিলেন। তাঁর সতীর্থ খেলোয়াড়রাই বারবার এই কথা মুক্তকণ্ঠে স্বীকার করেছেন যে দলের অধিনায়কত্ব সৌরভের হাতে যাবার পরই এই দল তার ছন্নছাড়া অবস্থা কাটিয়ে উঠতে পেরেছে। বাঙালির মধ্যে নেতৃত্ব দেবার সহজাত যে ক্ষমতা, সৌরভ গাঙ্গুলির মধ্যে তা ঝলসে উঠেছে বহু বহু বার। হরভজন সিং, যুবরাজ সিং, বীরেন্দ্র সেহবাগ এমনকি মহেন্দ্র সিং ধোনির মতন খেলোয়াড়ের কেরিয়ার তৈরিতেও এই বাঙালির ছেলেটির অবদান অস্বীকার করবার নয়।

pjimage 2020 05 30t213446 1590854717
india tv times

হার না মানা সৌরভ– সৌরভ গাঙ্গুলির চরিত্রের মূল বৈশিষ্ট্য হল তাঁর অনমনীয় দৃঢ়তা। যে কোনও পরিস্থিতিতেই মাথা ঠাণ্ডা রেখে সমস্যা সমাধানের উপায় খুঁজে আনার আশ্চর্য ক্ষমতা রয়েছে এই মানুষটির। জাতীয় দলের অধিনায়ক হিসেবে তো বটেই, পরবর্তী সময়েও সৌরভের অদম্য জেদই তাঁকে বারবার পৌঁছে দিয়েছে সাফল্যের চূড়ায়। সমস্যার সম্মুখীন হলে ভাঙ্গা বা মচকানো, কোনওটাই এঁর ধাতে নেই। বরং বারবার নিজের আগ্রাসী মনোভাব দিয়েই প্রতিপক্ষকে মাথা নোয়াতে বাধ্য করেছেন তিনি।

aa Cover 7no7t5v80e30sld7k9pa99ota5 20200114145137
the asian age

আবেগ আর সৌরভ-– বাঙালির মধ্যে একটা জিনিস যা ভরপুর রয়েছে তা হল আবেগ, প্যাশন। এই প্যাশনের একশভাগ আমরা বারবার দেখেছি সৌরভ গাঙ্গুলির মধ্যে। তা সে লর্ডসের ব্যালকনি থেকে জার্সি ওড়ানো হোক বা নিজের ফুটবল টিমের কৃতিত্বে সেলিব্রেট করবার ধরণ। আবেগের দিক থেকে সৌরভ যে কোনও অংশে কম যান না, বরং তিনি যে নিজের কাজে ভয়ঙ্কর ভাবে প্যাশনেট, তা জেনে যেন অনেকটাই স্বস্তি পায় বাঙালি।

Sourav Ganguly
the statesman

Comeback-এ সৌরভ– বাঙালির আজকের প্রজন্ম যে কারণে সৌরভ গাঙ্গুলিকে নিজের আইডল মনে করে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হল তাঁর অনবদ্য কিছু comeback। খেলার মাঠে হোক বা ক্রিকেট বোর্ডে, he always end up winning । ভাবলে মনে হয় সিনেমার গল্প, যে ক্রিকেট বোর্ড একদিন তাঁকে আনফিট মনে করে খেলা থেকে বাদ দিয়ে দিয়েছিল প্রায়, আজ সৌরভ গাঙ্গুলি সেই বোর্ডের সর্বপ্রধান। খেলার মাঠেও তো বারবার তাইই ঘটেছে। ফর্ম নেই বলে বারবার তাঁকে খেলা থেকে বাদ দিয়ে দেবার পর ফিনিক্স পাখির মতন মাঠে নবজন্ম হয়েছে তাঁর।

1210493 1445596441 800
sportskeeda

সংস্কৃতির সৌরভ– দেশে বিদেশে নানান কীর্তি রেখে এলেও বাঙালি সংস্কৃতির সঙ্গে যে এখনও এই মানুষটি ওতপ্রোতভাবেই জড়িয়ে, তার প্রমাণ আমরা বারবারই পেয়েছি। তা সে উৎসবে অনুষ্ঠানে ধুতি পাঞ্জাবি পরে ঢাক বাজানোই হোক বা পালাপার্বণে পাত পেড়ে আসনপিঁড়ি হয়ে বসে খাওয়াদাওয়া। প্রিয় খাবার কি তা জানতে চাইলে মহারাজ প্রতিবারই বিরিয়ানির সঙ্গে নাম করেছেন নানান বাঙালি পদের। এ হেন মানুষ যে বাঙালির মনে জায়গা করে নিতে পারবে, তাতে আর সন্দেহ কি!

sourav05.jpg?h=200&ssl=1&zoom=2
verve magazine

বিসিসিআই-প্রধান সৌরভ- এই দেশের ক্রিকেট বোর্ডের মাথা একজন বাঙালি, তা ভাবতে গর্বে সমস্ত বাঙালির বুক ফুলে ওঠে আজ। আর কোনও সাধারণ বাঙালির ছেলেকে এই পদের ভার দেওয়া হয়নি। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক আজ বাইশ গজের বাইরে থেকেও একটার পর একটা ছক্কা হাঁকিয়ে চলেছেন, কারণ এই পদের জন্য তিনি যে যোগ্য, তা ইতিমধ্যেই প্রমাণিত। আনন্দে আপ্লুত বাঙালির আর কি চাই!

76991118
times of india


বিনোদন জগতের সৌরভ-– এই সমস্ত কাজের পাশাপাশি একটি জনপ্রিয় চ্যানেলের গেমশো সঞ্চালনার মাস্টারস্ট্রোকে আজ বাঙালির অন্দর মহলেও পৌঁছে গিয়েছেন সৌরভ গাঙ্গুলি। তাঁর জীবনের নানান কথা তিনি ভাগ করে নিচ্ছেন, জানছেন অন্যদের সুখদুখের কথাও। বাঙালির জেলায় জেলায় এই রিয়ালিটি শো এর মাধ্যমে সৌরভ গাঙ্গুলি নিজের জনপ্রিয়তা যে আরও কয়েক গুণ বাড়িয়ে নিতে পেরেছেন, তাতে আজ আর কোনও সন্দেহ নেই।

ganguly
the statesman