মাত্র 38 বছর বয়সে দেশবাসীর হাতেই প্রাণ দিতে হয়ে স্বাধীনতাসংগ্রামী শ্রী সুশীল দাসগুপ্ত কে

দিনটি ছিলো ১১ই সেপ্টেম্বর ১৯৪৭। পার্ক সার্কাস এলাকার কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে জ্বলে উঠলো সাম্প্রদায়িক আগুন। দুপুরের দিকে সেখানে শান্তি মিছিল বের করলেন সুশীল। ধর্মোন্মাদ একদল মানুষ দা রড ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়লো নিরস্ত্র সেই মিছিলের ওপর। চপারের আঘাতে ক্ষত-বিক্ষত বিপ্লবী মানুষটি রাস্তাতেই প্রাণ হারালেন।যাদের স্বাধীনতার জন্য জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটিয়েছেন কালাপানি তে, তারাই কেড়ে নিলো তাঁর প্রাণ !