নিজস্ব সংবাদদাতা: প্রথম দফার ভোটের সমস্ত প্রার্থী ঘোষণা হয়ে গেলেও, দ্বিতীয় দফার ভোটের দুই আসনে প্রার্থী ঘোষণা এতদিন বাকি রেখেছিল বিজেপি। শেষমেশ আজ, বুধবার দুপুরে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি খড়গপুর সদর ও বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে, খড়গপুর সদরে প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এই কেন্দ্রে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম নিয়ে জল্পনা ছিল। কিন্তু সেখানকার সাংসদ তথা রাজ্য সভাপতিকে আর বিধানসভায় দাঁড় করাল না বিজেপি। অন্য দিকে বাঁকুড়ার বড়জোড়ায় বিজেপি প্রার্থী হিসেবে লড়বেন সুপ্রীতি চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, ২০১৬-র ভোটে খড়গপুর সদরে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন বর্তমান সাংসদ দিলীপ ঘোষ। তিনি হারিয়েছিলেন সেখানকার দীর্ঘদিনের বিধায়ক তথা বর্ষীয়ান রাজনীতিক কংগ্রেসের জ্ঞান সিং সোহনপালকে। যাঁকে গোটা রেল শহর চাচা নামেই চিনত। কিন্তু তারপরেও উনিশের ভোটে মেদিনীপুর লোকসভায় দিলীপ ঘোষকে প্রার্থী করে বিজেপি। সেই ভোটে জিতে এখন তিনি সাংসদ। তবে দিলীপবাবুর আসনে পরে উপনির্বাচন হলে সেখানে জয় পায় তৃণমূলের প্রদীপ সরকার। সেই উপনির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কাণ্ডারীই ছিলেন এই প্রদীপ সরকার

তবে এবার বিধানসভা নির্বাচনের আগে দলে থেকে কাজ করতে না পারার অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে হিরণ বিজেপিতে যোগ দিয়েছেন। একটা সময় তিনি ছিলেন যুব তৃণমূলের রাজ্য কমিটির নেতা। অন্যতম সাধারণ সম্পাদক পদে ছিলেন। তবে ২০২০ সালের ২৩ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল সভাপতি হিসেবে যে তালিকা প্রকাশ করেছিলেন তাতে ছিল না হিরণের নাম। এই ভোটের আগে খড়গপুরের প্রার্থী নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছে বিজেপি। অনেকের বক্তব্য ছিল, দিলীপ ঘোষ ওখানে দাঁড়ালে ওই আসন পুনরুদ্ধার করা সহজ হবে। কিন্তু শেষ পর্যন্ত হিরণকেই রেল শহরে টিকিট দেওয়া হল। তারকা প্রার্থীর ওপর বিশ্বাস রেখে দল বোঝালো যে, এবারের ভোটে শুধুই পোরখাওয়া রাজনৈতিক ব্যক্তিত্বরা নয়, ফ্যাক্টর হবে এই তারকারাও।