২০২০। রোগদীর্ণ, মৃত্যু বিভীষিকাময়, অসুস্থ একটা বছর। দীর্ঘ অপেক্ষার পর বছরটা শেষ হচ্ছে। ডিসেম্বরের ৩১ তারিখের পর একুশের নতুন সকালটার জন্য বহু দিন ধরে অধীর অপেক্ষা করে আছে গোটা পৃথিবীর মানুষ। সঙ্গে রয়েছে একরাশ আশা, সুস্থ স্বাভাবিক বেদনাহীন পৃথিবীর আশা।

22 15 05 images
BBC.Com

প্রায় বছর খানেক আগে চিনের উহান প্রদেশে প্রথম দেখা মিলেছিল করোনা ভাইরাসের। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্ব জুড়ে এই মারণ ভাইরাসের দাপট প্রাণ কেড়েছে বহু মানুষের। শুধু তাই নয়, মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দকেই এলোমেলো করে দিয়েছে করোনা ভাইরাস। ভাইরাসের প্রতিষেধক টিকা আবিষ্কারের চেষ্টায় নেমেছেন বিশ্বের তাবড় বিজ্ঞানীরা, আশার কথা শোনা গেলেও এখনও পর্যন্ত বাজারে আসেনি কোনো টিকাই।

২০২০ আমাদের কাছ থেকে নিয়েছে প্রচুর। বছর শেষে প্রাপ্তির খাতা একেবারেই শূন্য বলা যায়। কেবল খরচ হয়ে গেছে অসংখ্য প্রাণ। অভিশপ্ত বছর শুধু কেড়েই নেয় নি, আর না ফেরানোর নিষ্ঠুর বার্তাটুকুও গেঁথে দিয়েছে মনের গভীরে। সাধারণ মানুষের পাশাপাশি ২০২০ তে আমরা হারিয়ে এক গুচ্ছ স্মরণীয় মানুষকে, যাঁরা তাঁদের কাজের মাধ্যমে আমাদের মনে বেঁচে থাকবেন বহুদিন। কারা তাঁরা? আসুন একবার ফিরে দেখা যাক হারানোর সেই তালিকা।

১) সুশান্ত সিং রাজপুত (১৯৮৬-২০২০):

২০২০
the economic times

করোনা ভাইরাসের প্রকোপে যখন নাজেহাল গোটা বিশ্ব, যখন পৃথিবীর আনাচে কানাচে থমকে গেছে জনজীবন, তখনই ভারতের বিনোদন জগতেও নেমেছিল আকস্মিক শোকের ছায়া। না করোনা নয়, আত্মহত্যা করেছিলেন বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ১৪ই জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। অভিনেতার এই আকস্মিক মৃত্যু শোকস্তব্ধ করে দিয়েছিল তাঁর ভক্তকূলকে। মৃত্যুর কারণ নিয়ে জলঘোলাও কম হয় নি। ২০২০ সালের বিভীষিকার তালিকায় নিঃসন্দেহে এই মৃত্যুকে প্রথমে রাখা যায়।

২) সৌমিত্র চট্টোপাধ্যায় (১৯৩৫-২০২০):

22 09 39 images
Business line

বাংলা চলচ্চিত্র জগতকে কাঁদিয়ে ২০২০ সালে চিরবিদায় নিয়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ৮৫ বছর বয়স হয়েছিল ঠিকই, কিন্তু চলচ্চিত্র প্রেমী বাঙালির কাছে তিনি ছিলেন চির নবীন। বছরের শেষ দিকে দীপাবলির পরদিন সমস্ত আলো নিভিয়ে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে কার্যত অভিভাবক হীন হয়ে গেছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। প্রথমে অবশ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা, কিন্তু পরে করোনাকে জয় করতে পেরেছিলেন তিনি। তবু শেষ রক্ষা হয় নি।

৩) ইরফান খান (১৯৬৭-২০২০):

22 10 14 images
images dawn

২০২০ সালের মৃত্যু মিছিলকে জারি রেখে বিদায় নিয়েছেন সকলের প্রিয় বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইরফান খান। দীর্ঘ দিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন তিনি। ২০২০ তে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ইরফান খান। সেখান থেকে আর বাড়ি ফেরেন নি। তাঁর মৃত্যুতে যে গভীর শোকের ছায়া নেমেছে বলিউড সহ গোটা দেশের সিনেমা প্রেমী মানুষের মনে, বহুদিন পর্যন্ত তার রেশ রয়ে যাবে।

৪) প্রণব মুখোপাধ্যায় (১৯৩৫-২০২০) :

22 11 25 images
new indian express

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবছরের আগস্ট মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ভারতরত্ন, পদ্মবিভূষণ প্রভৃতি উপাধি লাভ করেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। কিন্তু করোনা ভাইরাসের মারণ থামাতেই প্রাণ হারিয়েছেন তিনি। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৫ বছর ভারতের রাষ্ট্রপতির পদ সামলেছিলেন প্রণব মুখোপাধ্যায়।

৫) দিয়েগো মারাদোনা (১৯৬০-২০২০) :

22 11 57 images
the new York Times

দেশের গন্ডির বাইরে গিয়ে এবার যদি একটু আন্তর্জাতিক ক্ষেত্রে চোখ রাখি, তবে ২০২০ সালের প্রয়াত কিংবদন্তিদের মধ্যে যাঁর কথা না বললেই নয়, তিনি হলেন ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনা। মাত্র ৬০ বছর বয়সে ২০২০-র শেষ বেলায় আচমকাই মারা গেলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মাত্র কিছুক্ষণের লড়াই কেড়ে নেয় আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলারের প্রাণ। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সমগ্র বিশ্বের ক্রীড়াজগত।

৬) ঋষি কাপুর (১৯৫২-২০২০) :

22 12 30 images
mumbai mirror

৯০-এর দশকে রীতিমতো বলিউড কাঁপাতেন তিনি, ভারতের তরুণী ভক্তদের হার্টথ্রব ছিলেন। সেই ঋষি কাপুরকেও কেড়ে নিয়েছে অভিশপ্ত ২০২০। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। তাঁর মৃত্যুও ২০২০-র মৃত্যু মিছিলের ইতিহাসে লেখা থাকবে।

৭) এসপি বালসুব্রমনিয়াম (১৯৪৬-২০২০) :

22 12 51 Z
India.com

ভারতীয় সঙ্গীত জগতকে কাঁদিয়ে ২০২০ সালে বিদায় নিয়েছেন এস. পি. বালসুব্রমনিয়াম। দক্ষিণী এই সঙ্গীত শিল্পী এক সময় বহু চিরকালীন সঙ্গীত উপহার দিয়েছেন ভারতীয় শ্রোতাদের। ৭৪ বছর বয়সে ২০২০-র সেপ্টেম্বর মাসে তিনি চেন্নাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হিন্দি এবং নিজের মাতৃভাষার পাশাপাশি অন্তত ১৬টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন এসপি বালসুব্রমনিয়াম।

৮) চ্যাডউইক বসম্যান (১৯৭৬-২০২০) :

22 13 23 images
vulture

আমেরিকার জনপ্রিয় হলিউড অভিনেতা চ্যাডউইক বসম্যানকেও কেড়ে নিয়েছে ২০২০ সাল। হলিউডের একাধিক সুপারহিট ছবি উপহার দিলেও চ্যাডউইক বসম্যান ভারতীয় জনগণের কাছে বহুল পরিচিত তাঁর ব্ল্যাক প্যান্থার ছবির জন্য। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। ২০২০ সালে মাত্র ৪৩ বছর বয়সেই থেমে যায় তাঁর লড়াই। তরুণ অভিনেতার এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছিল হলিউড প্রেমীদের মনে।

৯) সরোজ খান (১৯৪৮-২০২০) :

22 13 51 images
patrika

ভারতীয় বিনোদন জগতে একটি সাড়া জাগানো নাম সরোজ খান। তিনি ছিলেন বলিউডের বিখ্যাত নৃত্য পরিকল্পনাকার। বর্ষীয়ান এই শিল্পী ৩ বার জাতীয় পুরস্কার লাভ করেছিলেন। জুলাই মাসে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

১০) রাম বিলাস পাসোয়ান (১৯৪৬-২০২০) :

22 14 26 images 1
Deccan herald

কেন্দ্রীয় সরকারের খাদ্য ও উপভোক্তা মন্ত্রী রাম বিলাস পাসোয়ান ২০২০ সালের অক্টোবর মাসে মারা যান। তাঁর মৃত্যু ভারতীয় রাজনৈতিক মহলে নিয়ে এসেছে শোকের ছায়া। লোক জনশক্তি পার্টির তরফ থেকে তিনি লোকসভা এবং রাজ্যসভার সদস্যও ছিলেন। নরেন্দ্র মোদী সরকার তো বটেই, অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলেও কেন্দ্রের মন্ত্রীত্ব সামলেছেন রাম বিলাস পাসোয়ান।

পরিশেষে বলা যায়, ২০২০ সালের মৃত্যু মিছিলের তালিকা তৈরি করতে বসলে ১০-এর গন্ডিতে তাঁকে ধরা যায় না একেবারেই। তালিকাটা আরো আরো অনেক লম্বা। শেষ বেলায় তাই একুশের নতুন মৃত্যুহীন ভোরের আশা নিয়েই মানুষ বিদায় জানাচ্ছেন অভিশপ্ত ২০২০কে।

1 COMMENT