3 জুন থেকে বঙ্গে বর্ষা। তবে অস্বস্তি আপাতত কাটছে না

Transparent umbrella under heavy rain against water drops splash background. Rainy weather concept.

অপেক্ষা আর মাত্র দু’দিনের। ৩ জুলাই বঙ্গে আসছে বর্ষা। আবহাওয়া দফতর থেকে স্পষ্ট করা হয়েছে যে জুন মাসের ৩ তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা। তবে প্যাচপেচে গরম থেকে এখনই মুক্তি পাচ্ছে না বঙ্গবাসী। বরং মেঘলা দিনের সঙ্গে বাড়বে দিনের তাপমাত্রা।

মৌসুমী বায়ু কেরালা কর্ণাটক তামিলনাড়ু এবং আরব সাগরে অনেকটাই বিস্তারলাভ করেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের কিছু এলাকায় এবং সিকিমে মৌসুমী বায়ু প্রবেশ করবে। তার ফলে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে বৃষ্টির পরিমাণ বাড়বে । আজ কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং-এও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

বঙ্গে আসছে বর্ষা। ছবি প্রতিকী
বঙ্গে আসছে বর্ষা। ছবি প্রতিকী

দক্ষিণবঙ্গের লাগোয়া বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি অক্ষরেখার রাজস্থান থেকে বাংলাদেশে পর্যন্ত। দক্ষিণবঙ্গে যে মেঘ প্রবেশ করছে তা বাংলাদেশের উপর থেকে তাই মেঘ যেখানে থাকবে সেখানেই বৃষ্টি হবে এবং বৃষ্টির সময় খানিকটা বাড়তে শুরু করবে। ধীরে ধীরে এখন বৃষ্টিতে আর খুব বেশি ঝড় হবেনা তবে বৃষ্টির পরিমাণ বাড়বে ।আগামী তিন দিনে উত্তরবঙ্গের অনেকটাই অংশও মৌসুমী বায়ু প্রবেশ করবে তারপর দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গে জলীয়বাষ্প জন্য অস্বস্তি বজায় থাকবে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গ বৃষ্টির পরিমাণ কমবে। তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়বে।