thecoversation.com

এই প্রজন্মের কাছে ওয়েব সিরিজ-এর গুরুত্ব যে কি পরিমাণে অপরিসীম তা নেটফ্লিক্স,আমাজন প্রাইম,হটস্টার জাতীয় সাইট এর সাবস্ক্রাইবারের সংখ্যা থেকেই অনুমান করা যায়। এই করোনা অতিমারির আবহে দীর্ঘদিন গৃহবন্দি দশা, তার উপরে স্কুল কলেজ কবে খুলবে তার অনিশ্চয়তা -এই পরিস্থিতির উদ্ভবে নতুন প্রজন্মের একমাত্র মুক্তিবেগ এর হদিশ ওয়েব সিরিজ।নাওয়া খাওয়া ভুলে সবাই মত্ত সিরিজ শেষ করার নেশায়। স্ট্রিমিং সাইট গুলোয় কিশোর মন বুঝে বানিয়ে ফেলছে একের পর এক এই বয়সী মনে আকর্ষণ সৃষ্টিকারী Young Adult Series.
আজ রইলো নেটফ্লিক্সের এমনই কিছু সিরিজের খোঁজ যা কিশোর মনের সব চাহিদা মেটাতে সক্ষম। জানতে হলে পড়ে ফেলুন পুরো লেখাটি।

মনমাতানো ওয়েব সিরিজ

Gossip Girl:

ওয়েব সিরিজ
wallpapercave . com

Creator:Stephanie Savage, Josh Schwartz
Cast: Blake Lively, Leighton Meester, Penn Badgley
Seasons: 6

নেটফ্লিক্সের এই সিরিজটি নিউইয়র্কের সমাজের উচ্চবিত্ত সদ্য কিশোরীদের নিয়ে। প্লটের মোড়কে মোড়কে রয়েছে প্রেম-বন্ধুত্ব-বিচ্ছেদ। এক কথায় বিনোদনের জন্য একেবারে উপযুক্ত।

Vampire Diaries :

1519324
wallpaperAccess . com

Creator: Julie Plec, Kevin Williamson
Cast: Nina Dobrev, Paul Wesley, Ian Somerhalder
Seasons: 8

Vampire Diaries একটি নেটফ্লিক্সের আমেরিকান সুপারন্যাচারাল ড্রামা ওয়েব সিরিজ। সিরিজ টি জুড়ে প্রেম,বন্ধুত্বের মতোন মনোরঞ্জনের সমস্ত রসদ উপস্থিত। এছাড়াও এই সিরিজটিতে রয়েছে রক্ত খেকো ভ্যাম্পায়ার দের উপস্থিতি তাও আবার Stefan এবং Damon নামক সুপুরুষ ভাইদের বেশে। উত্তেজনায় পরিপূর্ণ এই সিরিজ।

13 Reasons Why:

Season 2 Character Portrait Clay Jensen
13reasonswhy . fandom . com

Creator: Julie Plec, Kevin Williamson
Cast: Nina Dobrev, Paul Wesley, Ian Somerhalder
Seasons: 8

এই ওয়েব সিরিজ টির জনপ্রিয়তা আকাশছোঁয়া। সিরিজটি কিশোর বয়সের আত্মহত্যার প্রবণতা নিয়ে তৈরী। কিশোরী Hannah-র মৃত্যুর সপ্তাহ দুয়েক পর তার সহপাঠীরা এমন একটি টেপ খুঁজে পায় যাতে জানা যায় সে কীভাবে আত্মহত্যা করেছিল। এই হৃদয় বিদারক ঠিকই তবে সচেতনতা তৈরী করতে আর কিশোর মন কে বুঝতে সহায়ক।

Stranger Things:

Stranger Things S03 review social
firstpost . com

Creator: Matt Duffer, Ross Duffer
Cast: Millie Bobby Brown, Finn Wolfhard, Winona Ryder
Seasons: 4

এটি অপর একটি বিখ্যাত ওয়েব সিরিজ। একদল বন্ধু যারা সম্মুখীন হয় কিছু সুপারন্যাচারাল শক্তির এরপরেই তার এগিয়ে যায় সেগুলোর রহস্য উন্মোচন করতে-এই নিয়েই সিরিজটি। ১৯৮০ সালের প্লটে সিরিজটি লেখা।

Never Have I Ever:

Never Have I Ever TV Series
bingepost . com

Creator:Mindey Kaling,Lang Fisher
Cast:Maitreyi Ramakrishnan,Poorna Jagannathan,Richa Moorjani
Season:1.

নেটফ্লিক্সের অপেক্ষাকৃত নতুন একটি সিরিজ এটি।ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান টিনএজার Devi Vishwakumar এর সামাজিক জীবনের ওঠাপড়া নিয়েই সিরিজটি। বাবার মৃত্যুর পর পনেরো বছরের মেয়েটির সামাজিক-পারিবারিক জীবনে কি কি পরিবর্তন আসে আর সে সেগুলোর সাথে সে কিভাবে মানিয়ে নেয়,সেই নিয়েই সিরিজ টি।

এই জেনারেশনের জন্য বিনোদনের অন্যতম প্রধান উপকরণ ওয়েব সিরিজ,কারণ তাতে তারা সেই বয়েসের মনোগ্রাহী সব রসদ সহজেই পেয়ে যায়। তবে ফেলে আসা টিনএজ-এর দিনগুলোতে ফিরে যেতে যেকোনো বয়সীদের জন্যই এই সিরিজগুলো উপযুক্ত।
আরো এরকম সিরিজ-এর খোঁজ পেতে চোখ রাখুন বাংলা খবর- এর পেজে।