Toofan মুভি

“Toofan” 2021 রিভিউ জেনে নিন এক নজরে। কতটা কাজে দিল এই চ্যাম্পিয়ন এর গল্প।

২০২০ সাল থেকেই ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির মার্কেট ভীষণ খারাপ যাচ্ছে। তবে ওটিটি প্ল্যাটফর্মের বাজিমাত হয়েছে এই প্যান্ডামিকে।

মানুষ রিয়াল ট্যালেন্ট আর ভালো স্টোরির স্বাদ পেয়ে গেছে। আমাজন, নেটফ্লিক্স, ALT Balaji, MX player, Zee5 এর মতো ওটিটি প্ল্যাটফর্মরা বলিউডের মার্কেট অনেকটাই ডাউন করেছে।

তার জন্য এখন অনেক বলিউড স্টারেরাই চলে আসছে ওটিটি তে।

আর আবারও বলিউডের বেশ কিছু underrated অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে নতুন ওয়েব সিরিজ নিয়ে এলো Zee5 ওটিটি প্ল্যাটফর্ম।

“Toofan” নামের এক মুভি নিয়ে আসল Hotstar ওটিটি প্ল্যাটফর্ম।

আমরা এর আগেও অনেক বক্সিং, কুস্তি, ও অন্যান্য খেলাধূলা রিলেটেড চমৎকার সব গল্প ও সিনেমার সাক্ষী হয়েছি। আর এবার ফারহান আখতার-এর অভিনয় করা Toofan ছবি নিয়ে এল Hofstadter ওটিটি প্ল্যাটফর্ম। “Bhag Milkha Bhag” এর মতো সুপার ইট ছবিতে কাজ করার পর, তার দর্শক মুখিয়ে ছিলেন Toofan মুভির জন্য। তো চলুন এবার দেখা যাক, কতটা সফল হলো এই মুভি।

Toofan মুভির চরিত্র ও গল্প:

খ্যাতনামা অভিনেতা ফারহান আখতার অভিনয় করছেন মূল চরিত্র, আজিজ আলি-র ভূমিকায়।

আমরা সবাই ছোটোবেলায় মহাভারত পড়েছি। আর দ্রণাচার্য ও এক একলব্য এর কথা আমরা সবাই জানি। কীভাবে গুরুর জন্য শিষ্য নিজের আঙুল কেটে দিয়েছিল।

ঠিক সেই রকমই আজিজ-র গুরু অর্থাৎ কোচ নানা প্রভু, যার অভিনয়ে আছেন পরেশ রাওয়াল। তিনি তার পূর্ণ না হওয়া স্বপ্ন, বক্সিং এর চ্যাম্পিয়ন হওয়া, এবার তার শিষ্য আজিজ এর দ্বারাই পূর্ণ করবেন।

গুরু শিষ্যের জীবনে বক্সিং চলতে থাকে তবে একলব্যের আঙুলের কী হল?
আজিজ এর জীবনে তার ভালোবাসার মানুষ ডঃ অনন্যা, যার অভিনয়ে আছেন ম্রুনাল ঠাকুর।

এবার এদের ভালোবাসার মধ্যে এন্ট্রি হয় ভিলেনের। সে আর কেউ নয় তাদের ধর্ম। ভিন্ন ধর্ম হওয়ার জন্য তাদের বিয়ে হওয়ার অনেক সমস্যা হয়। আর সাথে বক্সিং এর মাঝে আসে বাধা।

আজিজ কাকে বেছে নেবে? মহাভারতের মতোই নিজের ভালোবাসাকে ত্যাগ করে বক্সিং এর ন্যাশনাল চ্যাম্পিয়নসিপ নাকি ধর্ম ভুলে নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার লড়াই?

উত্তর জানার জন্য আপনারা Toofan মুভিটি দেখতেও পারেন আবার নাও দেখতে পারেন।
তবে এই কথার সপক্ষে ও বিপক্ষে কয়েকটি যুক্তি ও তথ্য জেনে নিন।

Toofan মুভি কেন দেখবেন?

যদি সত্যি নিজের স্বপ্নের প্রতি দৃঢ়তা থেকে থাকে তবে Toofan মুভি আপনার জন্য ভালো সাজেশন।

কাউকে মন থেকে ভালোবাসলে, তার ধর্ম এক বা ভিন্ন হলে, সমাজের নানা বাস্তব চিত্র এই মুভিতে ফুটে উঠতে দেখতে পাবেন।

Toofan মুভি কেন দেখবেন না?

এবার আসি আসল রিভিউ জায়গায়। দেখুন, খুব সত্যি বলতে গেলে এই সিনেমাতে দেখার জন্য নতুন কিছুই নেই। সবকিছুই ভীষণ পুরোনো ও এক ঘেয়ে।

মুভির মধ্যে সব পয়েন্ট ভীষণ দায়সাড়া ভাবে দেখানো হয়েছে। এক একটা সিন, ভালো ভাবে স্ক্রিনে ও দর্শকের বোঝার আগেই সেটা হারিয়ে যায়।

Toofan সিনেমার সবথেকে দুর্বল পয়েন্ট হলো এর স্টোরি লাইন আর স্ক্রিন প্লে। প্রথম হাফে মুভির বক্সিং, চ্যালেঞ্জ, প্রেম সবকিছুই অনেক ধরনের গতিতে আর মোটামুটি ভাবে চলতে থাকে। তবে সেকেন্ড হাফে আসার পর, যেনো গরুর গাড়ি হয়ে যায় মুভিটি। সেকেন্ড হাফে আজিজ ভাই বক্সিং এর থেকে মাইল মাইল দূরে এক সহজ, সরল, প্রেমিক আর বাবা হয়ে যায়। তারপর ৫ বছর পর খেলায় ফিরে আগের মতোই সবাইকে হারাতে শুরু করে।

আজিজ ভাইয়ের ট্যালেন্ট এর পিছনে স্ট্রাগল ঠিক করে দেখানো হয়নি।
Toofan সিনেমা এতটাই বেশি প্রেডিক্টেবল যে পরের সিনেমার কী হবে সেটা বোঝার জন্য মাথা ঘামানোর দরকার লাগে না।
শুরু থেকে দেখলেই সিনেমার শেষ কী হবে সেটা ভালো মতো বোঝা যায়।

এর আগেও বক্সিং, ও অন্যান্য খেলাধূলা নিয়ে ভালোবাসার মিশ্রণ এনে তাকে খুব ভালো স্টোরি প্রেজেন্টেশন করা হয়েছিল। “মেরি কম”,”সুলতান” এর মতো সিনেমার তার উদাহরণ। কিন্তু Toofan সেই মুভির লেভেলে পৌঁছতে অনেক টাই পিছিয়ে গেছে। তবে বক্সিং এরমুভি দেখতে যদি ভালোবাসেন, তবে “Mukkabaz” সিনেমাটি দেখতে পারেন।

এই সিনেমার IMDB রেটও ভীষণ কম এমনকি বহু সংস্থা ও দর্শকরা বলছেন, ফারহান আখতার এর পারফরম্যান্স ও বাকিদের অ্যাক্ট ভালো হলেও, গল্পে একদম দম ছিল না। যার ফলে এটা দেখাও যা, না দেখাও তা।

আপনি কী বলেন?
এই রকম আরো মুভির রিভিউ পড়তে ফলো করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।

https://www.banglakhabor.in/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8/