শাড়িতে নারী শোভা বাড়ে, বিশেষত ভারতীয় নারীর ঐতিহ্য ফুটে ওঠে শাড়িতে। বর্তমানে যতই পশ্চিমী সাজসজ্জা, পোশাককে মানুষ আপন করে নিয়েছে বটে তবুও বিভিন্ন অনুস্থানে নারীরা শাড়িকেই প্রাধান্য দেয়। শাড়ি ভারত , বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের নারীদের ঐতিহ্যবাহী ও নিত্যনৈমিত্তিক পরিধেয় বস্ত্র। নারীর আসল সৌন্দর্য প্রকাশ পায় শাড়ী পরিধানে।

নীল শাড়ি মোহন করি , উচ্ছলিতে দেখি পাশ। কি আর পরানে সপিনু চরনে দাস করি মনে আঁশ। ” – চন্ডীদস।

শাড়ি শব্দের উৎপত্তি নিয়ে অনেক দ্বিমত পোষণ আছে। কেউ বলে ‘শাড়ি’ শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ ‘সাটি ‘ থেকে যার অর্থ কাপড়ের টুকরো।  আবার কারোর মতে শাড়ি শব্দটি জৈন ও বৈদ্ধ সাহিত্যে মহিলাদের পোশাক হিসেবে  উল্লেখিত ‘সাত্তিক’ থেকে উদ্ভূত হয়েছিল। তাই এই এই নিয়ে হাজারও মতামত চলতেই থাকবে।

140px Lady being offered wine%2C Deccan%2C 1600 AD

ভারতীয় নারীর  সৌন্দর্য্য যেহেতু শোভাবর্ধিত হয় শাড়িতে । তাই আজ আলোচনা করব সিনেমা জগতের কয়েকজন নামজাদা অভিনেত্রীদের নিয়ে যারা শড়িতে অপরুপা হয়ে ওঠে।

১. দীপিকা পাডুকন

তিনি যতই  হলিউডে পা জমাক না কেন, শাড়িতে যে নারীর আসল সৌন্দর্য্য সে তা কোনভাবেই ভোলে নি। বরং ঐতিয্যবাহী হয়ে উঠেছে সম্মানের অধিকারিণী হওয়ার সাথে সাথে। তাকে অনেক অনুষ্ঠানেই শাড়িতে পাওয়া গেছে, তার দেহে শাড়ি আরও বেশী মাত্রায় শোভা পায়,  মার্জিতও লাগে, তার গঠনশৈলী এতই নজরকাড়া যে শাড়িতে তার রূপ চর্তুগুন ফুটে ওঠে।

২. প্রিয়াঙ্কা চোপড়া

priuanka fropkycom
সৌজন্যে: Fropkycom

বিদেশের মাটিতে আধিপত্য বিস্তার করলেও ভারতীয় সংস্কৃতির ছোঁয়া মর্জায় মর্জায়। দেশি গার্লকে কিন্তু সত্যিয় দেশি লুকেই ভালো লাগে। অনেকেই আছে যারা শাড়ি পড়লেও সঠিকভাবে ক্যারি করতে পারে না কিন্তু প্রিয়াঙ্কা যেই শাড়ি পড়ুক না কেন দারুণ ভাবে ফুটিয়ে তোলে নিজ শরীরে। তাই শাড়িতে তাকে সত্যিই লাবন্যময়ী, সাড়ম্বর লাগে।

৩. সোনাম কাপুর

সোনাম যে শাড়িকেই তার জীবনে খুবই প্রাধান্য দেয় তার প্রমান দিয়েছে তার জীবনের সব চাইতে বিশেষ সময়ে । বিবাহ উপলক্ষে প্রীতিটি অনুষ্ঠানে তিনি শাড়িকেই বেঁছে নিয়েছে।  এছাড়াও তাকে যে কোন শাড়িতেই অসাধারণ সুন্দরী লাগে। এক এক সময় এক এক ধরনের শাড়িতে কিভাবে নিজেকে তুলে ধরতে হয় তা সোনামের শাড়ী নির্বাচন ও পড়ন ভঙ্গিতে  স্পষ্ট। তার এই ফ্যাশান সেন্সের জন্যই তাকে ‘ ফ্যাশানিস্তা’ বলা হয়। সেলিব্রেটি বলে তিনি তার ঐতিহ্যকে কোন অংশে কম মর্যাদা দেয় নি।

৪.বিদ্যা বালান

কোন অনুষ্ঠান হোক, বিয়ে উপলক্ষ্যে হোক, সিনেমার প্রমোশন হোক তাকে শাড়ী ব্যতিত অন্য কোন পোষাকে দেখা যায় নি, তার নজর কাড়া দৈহিক গঠনে শাড়ী আলাদাই মর্যাদা পায়। অন্যান্য অভিনেত্রীদের তুলনায় সে তুলনামূলক মোটা হলেও শাড়িতে তাকে সকলের থেকে বেশী সুন্দর লাগে, সে শাড়ী নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুবই ভালোবাসে, তাই বিভিন্ন রকমারি পদ্ধতিতে সে শাড়িকে ব্যবহার করে থাকে।

৫. শিল্পা শেট্টি

66108765 e132 4f45 b9c5 547c482042af

সে নিজেকে সুন্দর করে প্রতিস্থাপন করতে ভালবাসে। শাড়ি তে নজরকাড়া সুন্দরী। সে নিজেও শাড়িকে নিজের ব্যাতিক্রম স্টাইলে পড়তে পছন্দ করে তাকে সেই বেশে যথেষ্ট মার্জিতো লাগে । তিনি দেখতেও অসাধরন সুন্দরী তাই শাড়িতে যে সে অপুরূপা হয়ে উঠবে তাতে কোন সন্দেহ নেই।

৬. সুস্মিতা সেন

মিস ইউনিভার্স  তেমনভাবে শাড়িতে অভ্যাস না হলেও, শাড়ি পড়লে তাকে সত্যি বিশ্ব সুন্দরী লাগে। বাঙ্গালীর আবেগ জড়িয়ে থাকে শাড়িতে, তাই সেই আবেগকে নিজের সাথে জড়াতে সে কখনই কুন্ঠা বোধ করে না তাই এই বাঙ্গালী রমনিকেও শাড়িতে লাস্যময়ী, মোহময়ী অপরূপা লাগে। তার শারীরিক গঠন এতই অনবধ্য যে যেকন শাড়িতে তার রূপ শোভা পায়।

৭. ঋতাভরী চক্রবর্তী

বরাবই সে সুন্দরী, হট,নজরকাড়া। খোলামেলা পোশাকে তাকে দিব্য মানায়। কিন্তু তার মধ্যে উভয় দিকই বর্তমান। হট বিকিনেতেও যেমন তার রূপের ছটা, শারীরিক আকর্ষন প্রস্ফুটিত হয় অপরদিকে শাড়িতেও তাকে ততটাই  মার্জিত, সুশ্রী লাগে।  তার মধ্যে শাড়িকে বহন করার আলাদাই কৌশল আছে, যা অন্যদের থেকে তাকে শ্রেষ্ঠ করে তোলে।

৮. মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী কে প্রায়শই শাড়িতে দেখা যায়, দেবীদুর্গার বরন হোক, কিংবা বাড়ীর লক্ষ্মী পুজো, কিংবা নিজের গানের স্যুট বরাবরই তিনি শাড়িকেই প্রথম স্থানে রাখে, তার প্রথম অভিনয় জগতে আসা যে সিরিয়ালের হাত ধরে সেখানে সম্পূর্ন উত্তর কলকাতার মেয়ে হিসেবে তাকে পাওয়া যায়,  সর্বদা শাড়ীতে আবৃত ।তাই সে যে শাড়িকে বেশী প্রাধান্য দেবে তা সকলেই জানা। এবং তাকে সত্যি শাড়িতে অপরূপ লাগে।

৯. সুভশ্রী গাঙ্গুলী

সুভশ্রীকে শাড়িতে বেশ মানায়। সে বরাবরই ঘরোয়া স্বভাবের, বিশেষ বিশেষ মুহুর্তে আমরা তাকে পেয়েছি বাঙ্গালী সাজে, প্রতিটি অনুস্থানের সাথে সামঞ্জস্য রেখে সে শাড়ী পড়তে দেখা গেছে তাকে ।  বর্তমানে তার সোশ্যাল  মিডিয়াতে আমরা দেখছি যে কোন অনুষ্ঠানে আর ৫ টা বাড়ির বউয়ের মতো সেও বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে শাড়ী পড়ে রমনী হয়ে ওঠে।

১০. নুসরাত জাহান

সে ধর্মে মুসলিম হলেও সে হিন্দু ধর্মকে অবঞ্জা করে না, তার কাছে ধর্ম বলতে মনুষত্যই শ্রেষ্ঠ ধর্ম। সম্প্রতি মহালয়া উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সে ধরা দেয় শাড়িতে । তার বাহ্যিক গঠন  কাঠামো এতই সুঠাম প্রকৃতির যেকোন শাড়িতে সে হয়ে ওঠে সৌন্দর্যের অধিকারী।

নারীরা শাড়িতে বরাবরই সুন্দর। আর অভিনেত্রীদের ফ্যাশান জ্ঞান বরাবরই নজরকাড়া হয়েই থাকে। তাই আমরা চাইলেই তাঁদের অনুসরন করে তাঁদের মতো ফ্যাশান সম্পর্কে পারদর্শী হয়ে উঠতেই পারি। আপনারাও পারেন। তাই নিজের পছন্দের অভিনেত্রীকে ফলো করুন আর তাঁদের মতো গড়ে তুনুল নিজেকে।