fbpx
Home রাজনীতি জাতীয় 14 ই ডিসেম্বর পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ ! বিশদে জানতে পড়ুন

14 ই ডিসেম্বর পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ ! বিশদে জানতে পড়ুন

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়সীমা

চাঁদ যখন ঘুরতে ঘুরতে কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য কিছু সময়ের জন্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় ।এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাচঁ বার সূর্যগ্রহণ দেখা যায়।এর মধ্যে শূন্য থেকে দুইটি সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণ রুপে পরিলক্ষিত হয়। সাধারণত চাঁদ, পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ দেখা যায় সেগুলি হল যথাক্রমে – পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ, আংশিক গ্রাস সূর্যগ্রহণ, ও বলয়গ্রাস সূর্যগ্রহণ। আগামী ১৪ ডিসেম্বর সোমবার চলতি বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

Time and fixture of Solar Eclipse dgtl - Anandabazar
Ananda BAzar patrika

গ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে ৭.৩০ মিনিটে। পূর্ণ গ্রাস চলবে ৮:০২ মিনিট পর্যন্ত। গ্রহণ ছাড়বে ১১:২৪ মিনিট নাগাদ। আংশিক গ্রহণ শুরু হবে ১২:২৩ মিনিটে। এই সময়ের দিকে তাকিয়ে ভারতের নান প্রান্তে নানান ধর্মীয় আচার পালন হতে দেখা যায়। যদিও ভারতবর্ষ থেকে এই সুর্য গ্রহণ দেখা যাবে না। দক্ষিণ পশ্চিম আফ্রিকার কিছু অংশ, আমেরিকার দক্ষিণ অংশ, প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশ এবং মেক্সিকোর কিছু অংশ থেকে গ্রহণ দেখা যাবে। গ্রহণের সময়কালে সূর্য, চন্দ্র, কেতু এবং বুধের অবস্থান বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রে। শুক্র অবস্থান করবে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রে। রাহুর অবস্থান বৃষ রাশি এবং মৃগশিরা নক্ষত্রে থাকবে।

NO COMMENTS