‘বঙ্গবিভূষণ’ পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এই বিশেষ সম্মান পশ্চিমবঙ্গ সরকার দেয়। অমর্ত্য সেন জুলাইয়ের প্রথম সপ্তাহে রাজ্য সরকারের আধিকারিকদের জানিয়েছিলেন যে তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় ভারতে থাকবেন না।
সোমবার কলকাতায় সরকারের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে। অমর্ত্য সেনের পরিবারের এক সদস্য জানিয়েছেন, তিনি বর্তমানে ইউরোপে রয়েছেন। তাঁর মেয়ে অন্তরা দেব সেন বলেছেন যে, তাঁর বাবা বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন এবং তিনি চান বঙ্গ বিভূষণ পুরস্কার অন্যদেরও দেওয়া হোক।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এর আগে বামফ্রন্ট নোবেল বিজয়ী অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক সেন সহ কিছু বিশেষ ব্যক্তিত্বের কাছে এই পুরস্কার গ্রহণ না করার আবেদন করেছিল। বিরোধী দল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে (WBSSC) দুর্নীতির অভিযোগ করেছে এবং রাজ্য সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করেছে।
অমর্ত্য সেনকে বঙ্গ সরকার বঙ্গবিভূষণ পুরস্কারের জন্য মনোনীত করেছে এবং শনিবার তাঁর নাম ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে যে, পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বঙ্গবিভূষণ সম্মান প্রদান করা হয়।
কলকাতার তিনটি বড় ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডানের প্রধানদের দেওয়া হবে বঙ্গবিভূষণ সম্মান। এছাড়াও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানানো হবে। এগুলি ছাড়াও এসএসকেএম হাসপাতালকে এই সম্মান দেওয়ার কথা রয়েছে। এই প্রথম কোনও প্রতিষ্ঠানকে এই সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর আগে অমলা শঙ্কর, মহাশ্বেতা দেবী, সন্ধ্যা মুখার্জি, সুপ্রিয়া দেবী এবং মান্না দে-এর মতো স্বনামধন্য ব্যক্তিত্বেরা এই সম্মান পেয়েছেন।