isl eb 1280x720 1 1
আইএস‌এলে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের আই.এস.এল-এ যোগদানের খবর দু’দিন কাটতে না কাটতেই আজ মঙ্গলবার নতুন লগ্নীকারী সংস্হা শ্রী সিমেন্টের সাথে ক্লাব কতৃপক্ষের সভা হতে চলেছে। হয়তো এরপরেই আপামর ইস্টবেঙ্গল সমর্থকেরা বহু প্রশ্নের উত্তর পেয়ে যাবে।

নারায়ণ দাস এবং জেজের সাথে কথায় বেশ কিছুটা এগিয়েছে ইস্টবেঙ্গল। এ মুহূর্তে এই দুই ফুটবলার‌ই ফ্রী। লেফ্টব্যাক পজিশনে নারায়ণ দাস এলে তা নির্দিধায় ইস্টবেঙ্গলের জন্য অসাধারণ। সবকিছু ঠিকঠাক চললে ফের জেজে, বলবন্তের একসাথে ফুল ফোটানো দেখা যেতে পারে।

সূত্রের খবর অনুযায়ী এ মুহূর্তে কোচ হ‌ওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন গত মরশুমে অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোয়ারকে কোচিং করানো রবি ফাওলার। লিভারপুল কিংবদন্তি ফাওলারের সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলছে। দু’ পক্ষ‌ই তাদের শর্ত মেনে নিলে আইএসল-এ ইস্টবেঙ্গলের কোচ ফাওলার প্রায় নিশ্চিত। প্রথমে পেকারম্যান, ইউসেবিও স্যাক্রিস্তিয়ান, স্টিভন কনস্ট্যান্টাইনের নাম শোনা গেলেও এ মুহূর্তে লিভারপুল কিংবদন্তি সবচেয়ে বেশি এগিয়ে। তবে কি ইস্টবেঙ্গলের খেলায় লিভারপুলের ছোঁয়া কেবল সময়ের অপেক্ষা?

5wfKdKtmgBgVftuAYHD5jY 2 1
লিভারপুল জার্সি পরিহিত ফাওলার