fbpx
Home রাজনীতি কলকাতা এগিয়ে কে? জিৎ নাকি দেব!

এগিয়ে কে? জিৎ নাকি দেব!

# জিৎ নাকি দেব

রুপোলি পর্দার জগৎ সাধারণ মানুষের কাছে আশ্চর্য এক স্বপ্নপুরীর মতন। সিনেমার এই আকাশে নিয়মিত যেসব নক্ষত্র জ্বলজ্বল করে, তারা ক্রমশই যেন রূপকথার চরিত্র হয়ে ওঠে আমাদের কাছে। তাঁদের চলাফেরা, খাওয়াদাওয়া, ব্যক্তিগত জীবন এসব কিছুরই খোঁজ রাখতে চায় মানুষ। এমনকি উদগ্রীব হয়ে জানার চেষ্টা করে এই স্টারদের মধ্যের দ্বন্দ্ব, প্রতিযোগিতা, বিতর্ক, এই ধরনের ঘটনাও। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও এর ব্যতিক্রম হতে পারেনি। একসময় ঘরে ঘরে নিয়মিত চর্চা হত উত্তমকুমার বেশি সুদর্শন পুরুষ নাকি সৌমিত্র, সুচিত্রা সেন অভিনেত্রী হিসেবে বেটার নাকি সাবিত্রী- এই সমস্ত নিয়েই। তবে অনেক পুরনো সময় থেকেই চলে আসছে এই কৌতূহল। দ্বন্দ্ব কিন্তু থামেনি আজও। সাফল্যের দৌড়ে আজ এগিয়ে কে, দেব নাকি জিৎ– বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজ এই জিজ্ঞাসাই প্রধান।
মনে রাখা দরকার যে জিৎ-এর অভিষেক কিন্তু হয়েছিল রাজকীয় ভাবে। প্রথম সিনেমা সাথী দিয়েই সব রেকর্ড ভেংগে নতুন রেকর্ড গড়ে দিয়েছিলেন জিৎ। এমনকি উত্তম কুমারেরও রেকর্ড ব্রেক করে সাথী ৭৫ সপ্তাহ ধরে চলেছিল সিনেমাহলে।

জিৎ নাকি দেব

অন্যদিকে দেবের আবির্ভাব তেমন জোরালো না হলেও দ্বিতীয় সিনেমায় বাজিমাৎ করেছেন দেবও । আর পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে দেব একের পরে এক হিট কমার্শিয়াল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। আবার একসময় যখন দেবের জয়যাত্রা একটু স্তিমিত তখনই আবার জিৎএর ১০০% লাভ আর আওয়ারার মত সুপারহিট সিনেমা মুক্তি পায়। ফলে লড়াইটা ছিল চূড়ান্ত হাড্ডাহাড্ডি । কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এমনও হয়েছে যে কোনও একজনের সিনেমা হয়তো ভালো চলেনি, দিনের শেষে হাসি হেসেছেন অন্যজন। একইসঙ্গে এই দুজন সুপারস্টারের সিনেমা ফ্লপ করেছে, সেটাও কিন্তু আমরা দেখেছি। কিন্তু তাতে দেব বা জিৎ-এর সেলিব্রিটিস্ট্যাটাসে এতটুকুও আঁচড় লগেনি।

by : 10-Minute Story

এ শহরের যে কোনও জায়গায় এই দুই সুপারস্টারের কোনও একজন পা রাখলে মুহূর্তের মধ্যে তাঁর চারপাশে ভিড় জড়ো হয়ে যায়, এই দৃশ্য তো আমাদের অচেনা নয়। আর সেই ভিড়ে শুধু অটোগ্রাফ বা একসঙ্গে ছবির জন্য চাহিদায় জমে যাওয়া মানুষ আছে, এমনটা নয়।

শুধু এই রুপোলি পর্দার দুই রাজপুত্রকে চোখের দেখাটুকু দেখবার জন্যেও মানুষের ঢল নামে বারবার। অর্থাৎ জনপ্রিয়তার নিরিখে তাঁরা দুজনেই যে এখনও দারুণ জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে সন্দেহ নেই একচুলও। কিন্তু এই জনপ্রিয়তা ধরে রাখার জন্য তাঁদের নিজেদের ভেতরেও যে ঠাণ্ডা লড়াই চলতে থাকে তা দর্শকও টের পান কখনও কখনও। গত বছর দেবের ছবি ‘কিডন্যাপ’ আর জিৎএর ‘শেষ থেকে শুরু’ রিলিজ হয় একইদিনে, ৫ই জুন, ২০১৯। দুই স্টারের ভক্তদের মধ্যে ধুন্ধুমার শুরু হয়ে যায় বসুশ্রী সিনেমার সামনে। পরিস্থিতি সামাল দিতে শেষে পুলিশ ডাকতে হয়। এরকম নানান ঘটনা বাদ দিলেও ছবি রিলিজ বা ভালো ছবির কাস্টিং নিয়ে এই দুই সুপারস্টার কেউই যে কাউকে এক ইঞ্চি জমিও যে ছাড়তে চান না তা নিয়ে সন্দেহ নেই কারোরই।


বর্তমানে এই দুজনের কেউই কিন্তু শুধু অভিনেতার তকমায় নিজেদের আটকে রাখেননি। দেব এখন একইসঙ্গে সফল রাজনীতিবিদ, দক্ষ প্রযোজক এবং অভিনেতা। ফলে ব্যস্ততা ভীষন বেড়েছে তাঁর। রাজনীতির সুবাদে গ্রাসরুট লেভেলের মানুষের সঙ্গেও যোগাযোগ বেড়েছে তাঁর। নানা ধরনের মানুষের সঙ্গে ওঠাবসার ফলে অভিনেতা দেবের মধ্যেও এসেছে পরিণতি। অন্যদিকে গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ও জিত’স ফিল্ম ওয়ার্কস নামের দুটি সংস্থার কর্ণধার এখন জিৎও। এবং নিজের সংস্থায় ব্যবসায়ী হিসেবে তিনিও শতভাগ সফল। ছবিতে অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রযোজনাও করছেন জিৎ। কেউ কেউ তো এই বলেও সমালোচনা করেছেন যে এই দুই হিরো বোধহয় একে অন্যের দেখাদেখিই ব্যবসায় হাত দিয়েছেন। এমনকি এঁদের ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু মানুষের প্রশ্নের শেষ নেই। পারফেক্ট ফ্যামিলি ম্যান জিৎএর উদাহরণ তুলে এনে দেবকেও একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে তিনি কবে নাগাদ বিয়ে করছেন!

জিৎ নাকি দেব


দেবের বহু সিনেমা ক্রিটিকদের মন জয় করে নিতে পেরেছে গত কয়েক বছরে। চাঁদের পাহাড়, বুনোহাঁস , আরশিনগর, আমাজন অভিযান, কবীর , জুলফিকার, সাঁঝবাতি, কী নেই তার মধ্যে! নতুন সিনেমা হিসাবে গোলন্দাজ, ধূমকেতু, হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী এসমস্ত রয়েছে মুক্তি পাবার অপেক্ষায়। অন্যদিকে বাবা হবার পর কিছুদিন কাজ থেকে দুরে থাকলেও নতুন উদ্যমে আবার ফিরে এসেছেন জিৎও। শেষ থেকে শুরু, প্যান্থার, সুলতান, বাঘবন্দি খেলা এই সমস্ত ছবিই কমার্শিয়ালি ব্যবসা করেছে অনেক টাকার। আর এই বছর তাঁর অভিনীত অসুর ছবিটিও ভীষণভাবে মনে ধরেছে দর্শকদের। ভবিষ্যতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ শুরুর জন্য তিনিও উদগ্রীব।

ফলে এগিয়ে কে, দেব নাকি জিৎ, বাংলা ছবির এই দুজন সুপারস্টার সম্পর্কে এটা বলা খুবই কঠিন। কারণ এই গ্ল্যামারের দুনিয়ায় সিংহাসন স্থায়ীভাবে কারোর দখলে থাকেনি কখনও। বক্স অফিসের ওঠাপড়ার সঙ্গে সঙ্গেই জিৎ আর দেব- দুজনেরই ভাগ্য নির্ধারন করবে পাবলিকই। ফলে সিনেমাজগত মহামারীর ঝঞ্ঝাট কাটিয়ে উঠলে রুপোলি পর্দার এই দুই রাজপুত্র আমাদের জন্য কি উপহার নিয়ে আসেন আর বক্স অফিসে তার কেমন প্রভাব পড়ে, আপাতত সেটুকুই দেখবার জন্য অপেক্ষা!

তোমাদের বিচারে শ্রেষ্ঠত্বের দৌড়ে এগিয়ে কে , জিৎ নাকি দেব? কমেন্ট সেকশন আর আমাদের অফিসিয়াল পেজে জানিয়ে দাও এই প্রসঙ্গে তোমার বক্তব্য। সেরা লেখা আমরাই পৌঁছে দেব তাঁর প্রিয় অভিনেতার কাছে!

NO COMMENTS